চ্যাংরাবান্ধা: রাত পোহালেই পৌষ পার্বণ। বাঙালির পিঠে উৎসবের ধুম। কমবেশি প্রত্যেকটি বাড়ির সদস্যরাই পিঠে তৈরিতে ব্যস্ত থাকেন। তাই পৌষ সংক্রান্তির আগের দিন রবিবার সকাল হতেই সরা(Earthen-Pots) কেনার ভিড় চ্যাংরাবান্ধা বাজারে। এদিন বাজারে(Market) মাছ, মাংস, সবজির বদলে সরার দোকানে বেশি ভিড় লক্ষ্য করা গিয়েছে।
চ্যাংরাবান্ধার(Chanrabandha) বাসিন্দা প্রাণকৃষ্ণ তপাদার বলেন, ‘আজ রাতেও কিছু পিঠে তৈরি হবে বাড়িতে। আর কাল তো পিঠে দিবস। তাই আগেভাগেই সরা কিনে নিচ্ছি।‘ চ্যাংরাবান্ধা বাজারের ব্যবসায়ী নব সাহার কথায়, ‘পাঁচ পিঠে , তিন পিঠে নানা রকমের সরা রয়েছে আমার দোকানে। ৫০ টাকা থেকে শুরু করে ১৫০ টাকা পর্যন্ত নানা দামের রয়েছে। এখানে আমি ছাড়াও ময়নাগুড়ির বোলবাড়ি, লক্ষ্মীরহাট থেকেও দুজন সরা বিক্রি করছেন। বিক্রি তো মোটামুটি ভালোই শুরু হয়েছে।‘