Saturday, May 4, 2024
HomeTop Newsর‍্যাগিং হয়নি, ঝাঁপ দিয়েছে ছাত্র, গরীব বলেই ফাঁসানো হয়েছে’, যাদবপুরকাণ্ডে দাবি সৌরভের...

র‍্যাগিং হয়নি, ঝাঁপ দিয়েছে ছাত্র, গরীব বলেই ফাঁসানো হয়েছে’, যাদবপুরকাণ্ডে দাবি সৌরভের     

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ হস্টেলে কোনও র‍্যাগিং হয়নি, হস্টেলের বারান্দা থেকে ঝাঁপ দিয়েছে ছাত্র। আদালতে নিয়ে যাওয়ার পথে প্রিজন ভ্যানে এমনই দাবি করেছেন যাদবপুরকাণ্ডে গ্রেপ্তার সৌরভ চৌধুরী। তিনি বলেন, ‘গরীব বলেই তাকে ফাঁসানো হয়েছে’।

গত ৯ অগস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টলের এ-২ ব্লকে তিন তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় বাংলা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রের। এই ঘটনায় র‍্যাগিং-এর অভিযোগ এনে ছাত্র হত্যার মামলা রুজু করে লালবাজার থানার পুলিস। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত যাদবপুরের প্রাক্তনী সৌরভ চৌধুরী সহ মোট ১৩ জন। রবিবার আলিপুর আদালতে নিয়ে যাওয়ার পথে প্রিজন ভ্যানে প্রথম মুখ খুললেন সৌরভ।

প্রিজন ভ্যান থেকে সৌরভ বলেন, ‘আমরা গরিব বলে ফাঁসানো হচ্ছে। কোনও র‌্যাগিং হয়নি। পুলিশ তদন্ত করবে সেটা। বারান্দা থেকে ঝাঁপ দিয়েছে ওই ছাত্র। এটুকুই আমাদের চোখের সামনে ঘটেছে। মানসিক অত্যাচারের অভিযোগ মিথ্যা। জিবি কী কারণে হয়েছে, আমি জানি না। আমরা কোনও অপরাধী নই। আমরা ন্যায্য বিচার চাই।’

এদিকে ৯ অগস্ট ছাত্রকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়েছিল বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। হস্টেল থেকে নীল রঙের হাফপ্যান্ট এবং গেঞ্জি উদ্ধার করা হয়েছে। দাবি করা হচ্ছে ওই পোশাক দু’টি মৃত ছাত্রের। যার ফলে র‍্যাগিং-এর বিষয়টি আরও জোড়াল হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, অভিযুক্তরা নিজেদের ‘বাঁচানোর চেষ্টা’ করছেন। শুধু তাই নয়, তাঁদের বয়ানে অসঙ্গতি দেখা গিয়েছে। এক এক জন এক এক রকম বয়ান দিচ্ছেন বলে দাবি। আর এদিনই প্রথম র‌্যাগিং হয়নি বলে প্রকাশ্যে মুখ খুললেন ধৃত সৌরভ।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Dev’s road-show | তৃণমূল প্রার্থী প্রসূনের সমর্থনে রতুয়ায় দেবের রোড-শো, যানজটে নাজেহাল সাধারণ মানুষ...

0
রতুয়াঃ শুক্রবার উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন অভিনেতা দেব। এদিন অভিনেতার হেলিকপ্টার রতুয়া স্টেডিয়ামে দুপুর ১২ টা ৩০ নাগাদ...

Bengal Pro T20 League | উন্মোচন হল বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ট্রফির, প্রাক্তনীদের মঞ্চে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আগামী ১১ জুন থেকে শুরু হবে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। শুক্রবার শহরের একটি হোটেলে দুই প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও...

High Madrasah result | হাই মাদ্রাসার ফলপ্রকাশ, ৭৭৮ নম্বর পেয়ে রাজ্যে প্রথম রামনগরের সাহিদুর

0
গাজোলঃ মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় আবার জয়জয়কার গাজোলের রামনগর হাই মাদ্রাসার। এবারে এই মাদ্রাসা থেকে রাজ্যের সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছে সাহিদুর রহমান। তার প্রাপ্ত...

Achievement | ক্যানসার জয় করে মাধ্যমিকে সফল দিনহাটার রাখি, ছাত্রীর কৃতিত্বে খুশি স্কুল কর্তৃপক্ষ...

0
দিনহাটাঃ শরীরে বাসা বেধে ছিল মারণ রোগ ক্যানসার, কিন্তু তাতে দমানো যায়নি দিনহাটা জ্ঞানদাদেবী গার্লস হাইস্কুলের ছাত্রী রাখি খাতুনকে। সেই মারণ রোগকে জয় করেই...
cable of the crane broke, 3 workers were injured

সেতুর কাজ করতে গিয়ে ক্রেনের তার ছিঁড়ে দুর্ঘটনা, জখম ৩ শ্রমিক

0
গয়েরকাটা: সেতুর কাজ করতে গিয়ে ক্রেনের তার ছিঁড়ে স্টিলের গার্ডারে চাপা পড়ে গুরুতর জখম হলেন ৩ শ্রমিক। এঁদের মধ্যে একজনের পা বাদ গিয়েছে। শুক্রবার...

Most Popular