Thursday, September 21, 2023
HomeTop Newsফাইল ডাউনলোড মামলায় রক্ষাকবচ চেয়ে এবার আদালতে ইডি

ফাইল ডাউনলোড মামলায় রক্ষাকবচ চেয়ে এবার আদালতে ইডি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যাদের ভয়ে রক্ষাকবচ চেয়ে অভিযুক্তরা আদালতের দ্বারস্থ হন, এবার তারাই নিজেদের রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হল। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের কাছে রক্ষাকবচের আর্জি জানিয়ে ইডি আবেদন করে, কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে যেন কোনও কড়া পদক্ষেপ গ্রহণ না করা হয়। তাহলে কি ইডি নিজেই এবার ভয় পেল?উঠছে প্রশ্ন।

আবেদনকারী কেন্দ্রীয় সংস্থাকে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, ‘আপনারা কি সত্যিই মনে করেন এই আদালত ওই রক্ষাকবচ দিতে পারে?’’ এদিন মহামান্য আদলতের দ্বারস্থ হয়ে ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, ‘বাংলায় নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে হয়রানির শিকার হচ্ছেন তাঁদের কর্তাদের। ইডির অফিসারদের চিঠি পাঠিয়ে হেনস্তা করা হচ্ছে। আর এই সব কিছুর মূলে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের কম্পিউটারে ডাউনলোড করা ১৬টি ফাইল। ইডির অফিসারদের বারবার হয়রানি করছে কলকাতা পুলিশ। তাই তাদের অফিসারদের রক্ষাকবচ দেওয়া প্রয়োজন।’ বিচারপতি সিংহ এর পরেই জানান, যে হেতু এ বিষয়ে মামলা ‘ফাইল’ করতে পারেনি ইডি, তাই আদালত সরাসরি কোনও নির্দেশ দেবে না। তবে নির্দেশ না দিলেও বিচারপতি সিংহ বলেন, ‘আশা করব এর পরে আর ইডির অফিসারদের চিঠি পাঠাবে না কলকাতা পুলিশ। হয়রানির অভিযোগ বন্ধ হওয়া দরকার।’’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments