Friday, May 3, 2024
Homeজাতীয়Arvind Kejriwal | আদালতের নির্দেশে কেজরিওয়ালকে ইনসুলিন দিল তিহাড় কর্তৃপক্ষ

Arvind Kejriwal | আদালতের নির্দেশে কেজরিওয়ালকে ইনসুলিন দিল তিহাড় কর্তৃপক্ষ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার তিহাড় জেলের ভেতরে ইনসুলিন দেওয়ার ব্যবস্থা করা হল অরবিন্দ কেজরিওয়ালকে(Arvind Kejriwal)। সোমবার রাতে তাঁর ব্লাড সুগারের মাত্রা ৩২০-তে পৌঁছে গেলে তাঁকে ইনসুলিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জেল কর্তৃপক্ষ সুত্রে জানা গিয়েছে। কেজরিওয়ালের সুগার লেভেল বেড়ে যাওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা দানা বাঁধছে। দিল্লির মুখ্যমন্ত্রীর রক্তে শর্করার পরিমান প্রয়োজনের তুলনায় অনেকটাই বেশি হওয়া সত্ত্বেও তাঁকে ইনসুলিন দেওয়া হচ্ছে না এমন অভিযোগ আম আদমি পার্টির (AAP) তরফে বার বার করা হচ্ছে। একই অভিযোগ শোনা গেছে কেজরিওয়ালের গলাতেও ।

প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি। ইডির হেপাজতে থাকার পরে আপাতত তিনি রয়েছেন তিহার জেলে। জেলে যথাযথ চিকিৎসা পাচ্ছেন না— এমন অভিযোগ তুলে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী। আপ নেতার আবেদন ছিল, ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁকে পারিবারিক চিকিৎসকের সঙ্গে প্রতিদিন কথা বলতে দেওয়া হোক। সোমবার আদালত তাঁর সেই আবেদন খারিজ করে দিলেও  তাঁর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য দিল্লির এইমস-কে মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশ দেয়। এই নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই কেজরিওয়ালের স্বাস্থ পরীক্ষা করে ইনসুলিন দেওয়ার ব্যবস্থা করা হয়।

ঘটনা প্রসঙ্গে আপের তরফে সৌরভ ভরদ্বাজ বলেন,‘‘এর থেকে পরিষ্কার যে আমাদের মুখ্যমন্ত্রী একদম সঠিক ছিলেন। কিন্তু তিহাড় জেল কর্তৃপক্ষ তাঁকে হুমকি দিচ্ছিলেন। বিজেপির লোকেরা এখন বলুন, যদি সত্যিই ইনসুলিনের প্রয়োজন না পড়ে, তবে এখন কেন দেওয়া হল?’’

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

High Madrasah result | হাই মাদ্রাসার ফলপ্রকাশ, ৭৭৮ নম্বর পেয়ে রাজ্যে প্রথম রামনগরের সাহিদুর

0
গাজোলঃ মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় আবার জয়জয়কার গাজোলের রামনগর হাই মাদ্রাসার। এবারে এই মাদ্রাসা থেকে রাজ্যের সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছে সাহিদুর রহমান। তার প্রাপ্ত...

Achievement | ক্যানসার জয় করে মাধ্যমিকে সফল দিনহাটার রাখি, ছাত্রীর কৃতিত্বে খুশি স্কুল কর্তৃপক্ষ...

0
দিনহাটাঃ শরীরে বাসা বেধে ছিল মারণ রোগ ক্যানসার, কিন্তু তাতে দমানো যায়নি দিনহাটা জ্ঞানদাদেবী গার্লস হাইস্কুলের ছাত্রী রাখি খাতুনকে। সেই মারণ রোগকে জয় করেই...
cable of the crane broke, 3 workers were injured

সেতুর কাজ করতে গিয়ে ক্রেনের তার ছিঁড়ে দুর্ঘটনা, জখম ৩ শ্রমিক

0
গয়েরকাটা: সেতুর কাজ করতে গিয়ে ক্রেনের তার ছিঁড়ে স্টিলের গার্ডারে চাপা পড়ে গুরুতর জখম হলেন ৩ শ্রমিক। এঁদের মধ্যে একজনের পা বাদ গিয়েছে। শুক্রবার...
Father is a contract worker, Saurdwip's education is effected by financial problem

Madhyamik Result | বাবা ঠিকা শ্রমিক, সৌরদ্বীপের পড়াশোনায় অন্তরায় আর্থিক অনটন

0
জামালদহ: এক কামরার ভাড়া বাড়ি। পাশেই চলে রান্নাবান্না। বাবা ঠিকা শ্রমিক। বিভিন্ন মিষ্টির দোকানে কিংবা হোটেলে শ্রমিকের কাজ করেন। সেই কাজও স্থায়ী নয়। তাই...

Lok Sabha Election 2024 | উত্তর মালদা আসনে অঙ্ক মেলানো শক্ত সবারই

0
শুভঙ্কর চক্রবর্তী, মালদা: শশাঙ্ক  এবং গৌড়- এই দুইকে পৃথক করা সম্ভব নয়। তবে শশাঙ্কহীন গৌড় যে মণিহারা ফণীর মতোই তার প্রমাণ মেলে তাঁর মৃত্যুর...

Most Popular