Monday, May 13, 2024
HomeTop NewsTitanic | নিলাম হল টাইটানিকের ধনকুবের যাত্রীর সোনার পকেটঘড়ির, দাম উঠল  ১০...

Titanic | নিলাম হল টাইটানিকের ধনকুবের যাত্রীর সোনার পকেটঘড়ির, দাম উঠল  ১০ কোটি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ডুবে গেলেও আজও জীবিত আছে মানুষের স্মৃতির মণিকোঠায়। ১১০ বছরেরও বেশি জলের তলায় রয়েছে বিখ্যাত জাহাজ টাইটানিক। টাইটানিককে নিয়ে রয়েছে নানান গল্প। এবার আরও একবার খবরের শিরোনামে এল এই টাইটানিক জাহাজ। যা শুনলে চোখ কপালে উঠতে বাধ্য।

জানা গিয়েছে, সেদিনের ডুবে যাওয়া টাইটানিকের যাত্রী ছিলেন ধনকুবের জ্যাকব অ্যাস্টর। তিনি আমেরিকার বিখ্যাত অ্যাস্টর পরিবারের সদস্য। জন্ম ১৮৬৪ সালে। প্রথম জীবনে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে স্পেনীয় আমেরিকার যুদ্ধে লড়েছিলেন। পরে রিয়েল এস্টেট-সহ একাধিক ব্যবসায় নাম করেন। তিনি অন্যতম ধনী শিল্পপতি, নির্মাণকার ও বণিক হিসেবে বিশ্বজোড়া নামডাক ছিল তাঁর। ১৯১১ সালে ৪৭ বছরের অ্যাস্টর দ্বিতীয়বারের জন্য বিয়ে করেন অষ্টাদশী ম্যাডেলিনকে। ইউরোপ ও মিশর জুড়ে মধুচন্দ্রিমা পালন করেন তাঁরা। তখনই বুঝতে পারেন, ম্যাডেলিন সন্তানসম্ভবা। সন্তান যাতে আমেরিকায় জন্ম নিতে পারে, সেই আশায় তড়িঘড়ি ফেরার চিন্তাভাবনা শুরু করেন তাঁরা। উঠে বসেন টাইটানিকে। সেই রাতে তাঁর সন্তানসম্ভবা স্ত্রীকে লাইফবোটে সমুদ্রের জলে নামিয়ে দেন। নিজে নামতে পারেননি। স্ত্রী বেঁচে গেলেও টাইটানিকের সঙ্গে সঙ্গে তিনিও মৃত্যু বরণ করেন। স্বামীর মৃত্যুর পর ম্যাডেলিন অবশ্য তারপরেও দুইবার বিয়ে করেন। হৃদরোগে ১৯৪০ সালে মৃত্যু হয় তাঁর।

পরবর্তীতে ধনকুবের অ্যাস্টরের সোনার পকেটঘড়ি উদ্ধার হয় টাইটানিক জাহাজ থেকে। এবার সেই সোনার ঘড়ি উঠল নিলামে। নিলামে দাম উঠল ৯ লক্ষ পাউন্ড স্টার্লিং। অর্থাৎ ভারতীয় মুদ্রায় দাম প্রায় দশ কোটি টাকার কাছাকাছি। ট্যাক্স বা অন্যান্য আনুষঙ্গিক খরচ ধরলে, দাম উঠতে পারে এক মিলিয়ন পাউন্ডেরও ওপরে। অন্তত এমনটাই দাবি নিলামদার অ্যান্ড্রু অলড্রিজের।

এর আগে টাইটানিক থেকে পাওয়া একটা বেহালার দাম উঠেছিল ১০ কোটির কাছাকাছি। টাইটানিকে থাকা বাদ্যকরদের একজন ওয়ালেস হার্টলির সঙ্গী ছিল সেই বেহালা। শোনা যায় টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার সময়ও তিনি মৃত্যপথযাত্রীদের শান্ত রাখার জন্য সঙ্গীতের সুরমূর্চ্ছনা চালিয়ে গিয়েছিলেন। জাহাজ ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেই রাতে থেকে গিয়েছিল বেহালার সুর। আটলান্টিকের গভীর তলদেশ থেকে উদ্ধার হয় হার্টলির মৃতদেহ। বেহালার ব্যাগ-সহ বেহালাটি তখনও তাঁর কাঁধেই ছিল।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

SSB | এসএসবি’র সাইকেল র‍্যালি

0
চালসা: পরিবেশ রক্ষা এবং সুস্বাস্থ্যের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে সাইকেল র‍্যালির (Cycle rally) আয়োজন করল এসএসবি’র (SSB) মালবাজার ৪৬ নম্বর ব্যাটালিয়ন। সোমবার সকালে...

0
বন্ধ শিকারপুরের দেবী চৌধুরানি-ভবানী পাঠকের মন্দিরের তৃতীয় পর্যায়ের কাজ পূর্ণেন্দু সরকার  জলপাইগুড়ি, ১২ মে :  অর্থ বরাদ্দ হওয়ায় চলছিল কাজ। কিন্তু মাঝপথে হঠাৎই অদৃশ্য কারণে...

Sandeshkhali | সন্দেশখালির ঘটনায় উসকানির অভিযোগ! গভীর রাতে পুলিশি হানায় গ্রেপ্তার ৪ বিজেপি নেতা...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রবিবার দিনভর উত্তপ্ত ছিল সন্দেশখালি। এদিনের উত্তেজনার ঘটনায় চার বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল সন্দেশখালি থানার পুলিশ। রবিবার গভীর রাতে এলাকায়...

ভোট বেহাতের আশঙ্কাই কি সত্য হবে

0
রন্তিদেব সেনগুপ্ত গত সপ্তাহে উত্তরবঙ্গ সংবাদের প্রথম পাতায় প্রকাশিত এক নিবন্ধে শিহরিত এবং বিস্মিত হওয়ার মতো একটি ঘটনার উল্লেখ আছে। ঘটনাটি তৃতীয় দফার ভোটের। ভোটগ্রহণের...
Kalimpongs 'offbeat' spot now a tourist destination

Kalimpong | ঘিঞ্জি দার্জিলিং ছেড়ে পর্যটকদের গন্তব্য কালিম্পং, স্বস্তি দিচ্ছে ‘অফবিট’ স্পট

0
ভাস্কর বাগচী, কালিম্পং: দার্জিলিংয়ের(Darjeeling) মতো কালিম্পং(Kalimpong) শহরও ভ্রমণপিপাসুদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে বরাবর। বিশেষ করে বাঙালি পর্যটকরা ঘুরতে আসার জন্য বেছে নেন এই জেলা শহরকে।...

Most Popular