Saturday, April 27, 2024
HomeExclusiveTMC | নজরে লোকসভা ভোট, ৫ শতাংশের ঘাটতি মিটিয়ে রায়গঞ্জ দখলে মরিয়া...

TMC | নজরে লোকসভা ভোট, ৫ শতাংশের ঘাটতি মিটিয়ে রায়গঞ্জ দখলে মরিয়া তৃণমূল

অরুণ ঝা, ইসলামপুর: ২০১৯-এর লোকসভা ভোটে (Lok Sabha Election) রায়গঞ্জ আসনে বিজেপির ২২ শতাংশ ভোট বৃদ্ধি চিন্তায় ফেলেছে তৃণমূলকে। সেবার ওই আসনে ৪০ শতাংশের কিছু বেশি ভোট পেয়ে জিতেছিলেন বিজেপির দেবশ্রী রায়চৌধুরী। ৩৫ শতাংশের কিছু বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিল তৃণমূল (TMC)। ২০২৪-এ ওই পাঁচ শতাংশের ঘাটতি মিটিয়ে আসনটির দখল নিতে মরিয়া তৃণমূল। তাদের উদ্বেগ বাড়িয়েছে কংগ্রেস (Congress) ও সিপিএমের (CPM) মিলিত প্রায় ২১ শতাংশ ভোট। এই ভোটের বড় অংশ নিজেদের কুক্ষিগত করতে তৃণমূল হিসাব কষে এগোচ্ছে। বসে নেই বিজেপিও। তাদের নজরেও রয়েছে ওই ২১ শতাংশ ভোট। শতাংশের বিচারে তৃণমূল পিছিয়ে থাকার কথা স্বীকার করেছে। কিন্তু রায়গঞ্জ লোকসভা আসনে তাদের বুথ স্তর পর্যন্ত সংগঠন থাকায় বিরোধীদের দাবিকে গুরুত্ব দিতে নারাজ নেতৃত্ব।

১৬তম লোকসভা নির্বাচন অর্থাৎ ২০১৪ সালে রায়গঞ্জ (Raiganj) সিপিএমের দখলে ছিল। সেসময় সিপিএম পেয়েছিল ২৯ শতাংশ ভোট। কংগ্রেস পায় ২৮.৫ শতাংশ ভোট। বিজেপি ও তৃণমূলের ঝুলিতে ঢুকেছিল যথাক্রমে ১৮.৩২ শতাংশ ও ১৭.৩৯ শতাংশ ভোট। ২০১৯-এ বিজেপি পাঁচ লক্ষ ১১ হাজার ৬৫২টি অর্থাৎ ৪০.০৮ শতাংশ ভোট পেয়েছিল। তৃণমূল চার লক্ষ ৫১ হাজার ৭৮টি অর্থাৎ ৩৫.৩২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিল। সিপিএম পায় এক লক্ষ ৮২ হাজার ৩৫টি (১৪.২৫ শতাংশ) ভোট। আর কংগ্রেস পায় ৮৩ হাজার ৬৬২টি (৬.৫৫ শতাংশ) ভোট। ২০১৪-র ফলের সঙ্গে ২০১৯-এর ফলের বিচারে লক্ষণীয়, কংগ্রেস প্রায় ২২ শতাংশ ও সিপিএম প্রায় ১৫ শতাংশ ভোট হারায়। সেখানে বিজেপি ও তৃণমূলের ভোট বাড়ে যথাক্রমে প্রায় ২২ শতাংশ ও প্রায় ১৮ শতাংশ।

রায়গঞ্জে তৃণমূলের প্রথম সারির নেতারাই জানান, ২০১৯-এ পুলওয়ামা ও বালাকোট ইস্যুতে দেশে জাতীয়তাবাদের ঝড় উঠেছিল। কিন্তু এবার এখনও আলাদা অঙ্ক। বিজেপির দাবি, রাম মন্দির, ৩৭০ ধারার অবলুপ্তি, তিন তালাক আইন প্রণয়ন সহ সিএএ কার্যকরের ঘোষণা মোদির প্রতি মানুষের ভরসা আরও বাড়িয়েছে।

এপ্রসঙ্গে রায়গঞ্জ আসনের বাম-কংগ্রেস জোটের প্রার্থী আলি ইমরান রমজ ওরফে ভিক্টর বলেন, ‘জোটের ২১ শতাংশ ভোটে বিজেপি, তৃণমূলের দাঁত ফোটাতে অক্ষম। উলটে ওদের হাল দেখে হতাশ মানুষ আমাদের উপর ভরসা করতে শুরু করেছে। সংগঠন ছাড়াই মানুষ ওদের বিরুদ্ধে সংগঠিত হয়েছে।’ বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পাল বলেন, ‘২০১৯-এ আমরা ৪০ শতাংশ ভোট পেয়েছিলাম। এবার তা আরও বাড়বে। আমাদের লক্ষ্য বিরোধী ভোটব্যাংকও।’ এব্যাপারে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, ‘২০১৯-এর পাঁচ শতাংশ ঘাটতি টপকে বিজেপিকে টেক্কা দেব। জোট যে ২১ শতাংশ ভোট নিয়ে অঙ্ক কষছে সংগঠন থাকলে তো সেই ভোট ধরে রাখবে। তৃণমূলেরই শুধুমাত্র বুথ স্তর অবধি সংগঠন রয়েছে। ফলে, রায়গঞ্জে এবার বিরোধীদের হার নিশ্চিত।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Accident | আমেরিকায় ভয়াবহ দুর্ঘটনা, উড়ালপুলের ওপর থেকে আছড়ে পড়ল গাড়ি, প্রাণ গেল ৩...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উড়ালপুল দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি থেকে পড়ে গেল ২০ ফুট নীচে। এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল...

Mamata Banerjee | ‘মোদি সরকার বাংলাকে বদনামের চেষ্টা করছে’, কুলটির সভায় কেন্দ্রকে তোপ মমতার

0
রাজা বন্দ্যোপাধ্যায়, কুলটি: ‘মোদি সরকার বাংলাকে বদনাম করার চেষ্টা করছে,’ শনিবার কুলটির নিয়ামতপুরের সভা থেকে এমনই মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা...

Robert Vadra | ‘গোটা দেশ আমাকে চায়’, রাজনীতিতে যোগ প্রসঙ্গে মন্তব্য রবার্টের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) আমেথি (Amethi) আসন থেকে কাকে প্রার্থী করা হবে, তা এখনও চূড়ান্ত করেনি...
koel-mallick-at-the-premiere-of-aalap movie

Koel Mallick | ভাঙা হাত নিয়েই ‘আলাপ’-এর প্রিমিয়ারে কোয়েল মল্লিক, মুগ্ধ সকলে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘খুনির সন্ধানে মিতিন’ ছবির শ্যুটিং করতে গিয়ে গুরুতর জখম হয়েছিলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক(Koel Mallick)। অ্যাকশন দৃশ্যের শ্যুটিং(Shooting) করতে গিয়ে...

Black Man | উসকে দিল ফ্লয়েডের স্মৃতি! মার্কিন পুলিশের হাঁটুর চাপে মৃত্যু কৃষ্ণাঙ্গের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এ যেন উসকে দিল জর্জ ফ্লয়েডের (George Floyd) স্মৃতি! ফের আমেরিকায় পুলিশের হাঁটুর চাপে এক কৃষ্ণাঙ্গের (Black man) মৃত্যুর অভিযোগ...

Most Popular