Monday, June 17, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গTransgender | সমাজের চোখরাঙানিকে চ্যালেঞ্জ! র‌্যাম্পে হাঁটলেন রূপান্তরকামী চাঁদনি, প্রিয়ারা  

Transgender | সমাজের চোখরাঙানিকে চ্যালেঞ্জ! র‌্যাম্পে হাঁটলেন রূপান্তরকামী চাঁদনি, প্রিয়ারা  

জলপাইগুড়িঃ ঘড়িতে তখন ৭টা বেজে ৩০ মিনিট। হোটেলটির হলঘরে রয়েছেন প্রায় ৩৫ জন। কাচের দরজা ঠেলে ঢুকলেন রূপান্তরকামী চাঁদনি রায়। সবার চোখ তখন সেইদিকে। একে একে ঢুকলেন সুইটি, প্রিয়া, শালিনী, বনি, জিয়ারা। সামনের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হলঘর হাততালিতে ফেটে পড়ে। সবার গলায় প্রশংসার সুর। চাঁদনিদের মুখে তখন জয়ের হাসি।

তাঁদের বরাবরই একটু অন্য নজরে দেখা হয়। কিন্তু তাঁরাও আর পাঁচটা রক্তমাংসের মানুষের মতোই সাধারণ। তবে একইসঙ্গে তাঁরা অসাধারণ কিছুও করে দেখাতে পারেন, শনিবার জলপাইগুড়ির একটি হোটেলে অনুষ্ঠিত ফ্যাশন শোয়ে সেটাই দেখিয়ে দিলেন। তাঁরা রূপান্তরকামী।

কিন্তু এই ৬ রূপান্তরকামীই বুঝিয়ে দিলেন, তাঁরাও পারেন। লড়াইটা সহজ না হলেও গন্তব্যে পৌঁছানোর আনন্দটাই আলাদা, বললেন চাঁদনি। তাঁর কথায়, ‘আমরা সকলে স্বাবলম্বী। আমি একটি বিমা সংস্থায় কাজ করি। তারপরেও আমাদের কটূক্তি শুনতে হয়। এই ফ্যাশন শোয়ের মধ্যে দিয়ে আমরা সমাজের মূলস্রোতে ফেরার চেষ্টায় নেমেছি।’ তাঁর মতে, লড়াইয়ে হারজিত তো থাকবেই। কিন্তু বর্তমান প্রজন্ম যেন তাদের দেখে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পায়।

মিস্টার অ্যান্ড মিস জলপাইগুড়ি প্রতিযোগিতার আয়োজন করেছেন বনি রায় এবং তিত রায়। তাঁরাও রূপান্তরকামী। তিত মডেল, মেকআপ আর্টিস্ট এবং একইসঙ্গে পারিবারিক ব্যবসা দেখছেন। বনি অবশ্য আয়োজক হওয়ার পাশাপাশি এদিন প্রতিযোগিতায় অংশগ্রহণও করেন। তিনিও একজন মডেল এবং মেকআপ আর্টিস্ট। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আরেক প্রতিযোগী সুইটি রায় রূপান্তরকামীদের নিয়ে একটি প্রোজেক্টে কাজ করছেন। তিনি বলন, ‘আমি বিশ্বাস করি, সবাই র‌্যাম্পে হাঁটতে পারলে আমরা বাদ যাব কেন? তাই তো কোনও দ্বিধা না করে চলে এসেছি।’

প্রিয়া দাস খাদির দোকানে কাজ করেন এবং শালিনী দে টিউশন পড়িয়ে নিজের পায়ে দাঁড়িয়েছেন। কেউই পরনির্ভর না হলেও সমাজের চোখরাঙানি বরাবর সহ্য করতে হয়।

আয়োজক তিত বলেন, ‘আমাদের লড়াইটা আমাদেরই লড়তে হবে। শুধু সকলের কাছে অনুরোধ, আমাদের কাউকে রাস্তায় দেখে কোনওভাবে কটূক্তি না করেন। আমরা যেমন ভালোবেসে কাছে টানতে জানি। ঠিক তেমনই বিপদে সাহায্যের হাত বাড়িয়েও দিতে পারি।’ একই কথা শোনা গেল আরেক আয়োজক তথা প্রতিযোগী বনির মুখেও।

প্রতিযোগী বর্ণালি রায় সুইটি, জিয়াদের সঙ্গে হেঁটে খুশি। তাঁর কথায়, ‘সবার সঙ্গে কথা বলে, র‌্যাম্পে হেঁটে, আড্ডা দিয়ে সন্ধ্যাটা বেশ ভালোই কেটেছে।’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Kanchenjunga Express accident | ‘উনি রিল তৈরিতে ব্যস্ত’, রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে অশ্বিনী বৈষ্ণবকে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘উনি রিল তৈরিতে ব্যস্ত, যাত্রী নিরাপত্তা নিয়ে আলোচনা করার জন্য তাঁর কাছে সময় নেই’, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর এভাবেই রেলমন্ত্রী...

ঋতুস্রাবের সময় মন ভালো রাখতে কী করবেন? জেনে নিন

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঋতুস্রাবের সময় মেজাজ অনেক সময়ই বিগড়ে থাকে। প্রতি মাসে এই দিনগুলি অনেক মহিলার কাছে বেশ যন্ত্রণাদায়ক। এই সময় শুধু কোমর,...

Alipurduar | নদীভাঙনে বিধ্বস্ত মাদারিহাট বীরপাড়া ব্লক

0
রাঙ্গালিবাজনা: নদী এবং ঝোরার পাড়ভাঙনে (River Erosion) বিধ্বস্ত আলিপুরদুয়ার (Alipurduar) জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের (Madarihat Birpara Block) বিভিন্ন এলাকা। বিশেষ করে খয়েরবাড়ি এবং রাঙ্গালিবাজনা...

Bird Flu | বার্ড ফ্লু ডেকে আনবে পরবর্তী মহামারি! আশঙ্কা প্রকাশ মার্কিন বিশেষজ্ঞের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পরবর্তী মহামারি ডেকে আনতে পারে বার্ড ফ্লু! এমনটাই দাবি করলেন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (CDC) প্রাক্তন ডিরেক্টর রবার্ট...

‘তৃণমূল বিক্রি হয়ে গিয়েছে’, উপনির্বাচনের টিকিট পেয়ে বললেন বিজেপি প্রার্থী মানস ঘোষ

0
রায়গঞ্জ: রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন মানস ঘোষ। ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী ২০৭৪৮ ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী কানাইয়ালাল আগরওয়ালাকে...

Most Popular