Monday, May 13, 2024
HomeExclusiveCooch Behar | আসন্ন লোকসভা নির্বাচন, নগেনপন্থী গ্রেটারের ভোট টানতে চাইছে তৃণমূল 

Cooch Behar | আসন্ন লোকসভা নির্বাচন, নগেনপন্থী গ্রেটারের ভোট টানতে চাইছে তৃণমূল 

নগেনপন্থী গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের (জিসিপিএ) ভোট অন্যান্যবার বিজেপির ঝুলিতে পড়লেও এবারে তা নিয়ে যে সংশয় রয়েছে তা নগেন বেশ বুঝিয়ে দিয়েছেন।

গৌরহরি দাস, কোচবিহার: এক পক্ষের মান–অভিমানের পালাকে আরেকপক্ষের কাজে লাগানোর চেষ্টা।

উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা তাঁকে ফোন করে জানিয়েছেন বলে বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন রায় সোমবার জানান। পাশাপাশি, দলে তাঁকে সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেও প্রকাশ্যে জানিয়েছিলেন। এনিয়ে সেদিন থেকেই রাজনৈতিক মহলে ব্যাপক হইচই। পদ্ম শিবিরের সঙ্গে যে তাঁর দূরত্ব হালে অনেকটাই বেড়েছে তা নগেনের বক্তব্যে অনেকটাই পরিষ্কার। নগেনপন্থী গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের (জিসিপিএ) ভোট অন্যান্যবার বিজেপির ঝুলিতে পড়লেও এবারে তা নিয়ে যে সংশয় রয়েছে তা নগেন বেশ বুঝিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস মাঠে নেমেছে। সূত্রের খরর, নগেনের প্রতিনিধির মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

বুধবার তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। তাতে তিনি লিখেছেন, ‘কে সত্য আর কে মিথ্যা জানি না। তবে বিজেপি আর অনন্ত রায়ের (নগেন) মধুচন্দ্রিমা শেষ হল বলেই মনে হয়।’ সেই পোস্টের নীচে তিনি আরও লেখেন, ‘আসুন এবার ভোট অন্তত জাতপাতের নামে, ভাষা-বর্ণের নামে না করে শুধু উন্নয়নের নামে হোক।’ নগেনপন্থীর সঙ্গে যোগাযোগ বা তাঁদের ভোটের প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিজিৎ অবশ্য বলেন, ‘নগেনের বিরোধী জিসিপিএ গোষ্ঠী রাজ্য সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে চায়। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। আর ইদানীং নগেনের নীতির বিষয়টিও রাজ্য সরকার ভালোমতো জানে। ওপর থেকে যেভাবে নির্দেশ আসবে, আমরা সেইমতোই কাজ করব।’ বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বললেন, ‘গুরুতর কিছুই হয়নি। সামান্য একটি বিষয়কে সংবাদমাধ্যম ফুলিয়ে ফাঁপিয়ে বিরাট বড় করে দেখাচ্ছে। নগেন রায় কোচবিহারে ফিরুন। তাঁর সঙ্গে আমরা কথা বলব।’

বৃহত্তর ভোটব্যাংকের স্বার্থে দেশভাগ ইস্যুতে বিজেপি এবারে চুপ। তবে নগেনপন্থী জিসিপিএ বরারবই এই ইস্যুতে সরব। সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নগেন বলেছিলেন, বিজেপি তাঁকে ব্যবহার করে ডাস্টবিনে ফেলে দিয়েছে। অতীতে নানা ভোটে নগেনপন্থী জিসিপিএ’র ভোটে বিজেপি অনেকটাই লাভবান হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতির জেরে এবারের নির্বাচনে সেই ভোট বিজেপির দিকে যাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। তৃণমূল পরিস্থিতির সুযোগ তুলতে সচেষ্ট হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা।

 

 

 

 

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
বন্ধ শিকারপুরের দেবী চৌধুরানি-ভবানী পাঠকের মন্দিরের তৃতীয় পর্যায়ের কাজ পূর্ণেন্দু সরকার  জলপাইগুড়ি, ১২ মে :  অর্থ বরাদ্দ হওয়ায় চলছিল কাজ। কিন্তু মাঝপথে হঠাৎই অদৃশ্য কারণে...

Sandeshkhali | সন্দেশখালির ঘটনায় উসকানির অভিযোগ! গভীর রাতে পুলিশি হানায় গ্রেপ্তার ৪ বিজেপি নেতা...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রবিবার দিনভর উত্তপ্ত ছিল সন্দেশখালি। এদিনের উত্তেজনার ঘটনায় চার বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল সন্দেশখালি থানার পুলিশ। রবিবার গভীর রাতে এলাকায়...

ভোট বেহাতের আশঙ্কাই কি সত্য হবে

0
রন্তিদেব সেনগুপ্ত গত সপ্তাহে উত্তরবঙ্গ সংবাদের প্রথম পাতায় প্রকাশিত এক নিবন্ধে শিহরিত এবং বিস্মিত হওয়ার মতো একটি ঘটনার উল্লেখ আছে। ঘটনাটি তৃতীয় দফার ভোটের। ভোটগ্রহণের...
Kalimpongs 'offbeat' spot now a tourist destination

Kalimpong | ঘিঞ্জি দার্জিলিং ছেড়ে পর্যটকদের গন্তব্য কালিম্পং, স্বস্তি দিচ্ছে ‘অফবিট’ স্পট

0
ভাস্কর বাগচী, কালিম্পং: দার্জিলিংয়ের(Darjeeling) মতো কালিম্পং(Kalimpong) শহরও ভ্রমণপিপাসুদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে বরাবর। বিশেষ করে বাঙালি পর্যটকরা ঘুরতে আসার জন্য বেছে নেন এই জেলা শহরকে।...

উত্তরাধিকারহীন উত্তরবঙ্গের জন্য যন্ত্রণা 

0
ছোটবেলায় একটা গর্ব ছিল সেটা মাঝে মাঝেই অনেককে বলতাম। জানিস তো সমরেশ মজুমদার আমাদের স্কুলে পড়তেন...। অনেকটা বড় হওয়ার পরেও সেটা প্রায় সুযোগ পেলেই...

Most Popular