Wednesday, May 1, 2024
HomeBreaking Newsবিজেপি বিরোধী জোটে তৃণমূলে আপত্তি বাংলার কংগ্রেসে, একই সুর আসাম, ত্রিপুরা, মেঘালয়ে...

বিজেপি বিরোধী জোটে তৃণমূলে আপত্তি বাংলার কংগ্রেসে, একই সুর আসাম, ত্রিপুরা, মেঘালয়ে  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বরাবরই বিজেপি বিরোধী জোটে তৃণমূলের সঙ্গে সমঝোতার বিরুদ্ধে বাংলার কংগ্রেস। এবারই তৃণমূলের বিরোধীতায় আওয়াজ উঠল উত্তর-পূর্বের কয়েকটি রাজ্য নেতৃত্বের তরফেও। অ-বিজেপি দলগুলির দ্বিতীয় মহা-বৈঠক বেঙ্গালুরুতে শুরু হওয়ার আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমঝোতার সম্ভাবনার বিরুদ্ধে কংগ্রেসে আপত্তির সুর আরও জোরালো হওয়ায় বিপাকে কেন্দ্রীয় নেতৃত্ব।

বাংলার কংগ্রেস গোড়া থেকেই তৃণমূলের সঙ্গে সমঝোতায় যাওয়ার বিরোধিতা করে আসছে। এ বার উত্তর-পূর্বের কয়েকটি রাজ্য নেতৃত্বের তরফেও একই সুর শোনা গেল। আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে উত্তর-পূর্বের কয়েকটি রাজ্যের কংগ্রেস নেতৃত্বকে দিল্লিতে বৈঠকে ডেকেছিল এআইসিসি। বৈঠকে ছিলেন মেঘালয়ের কংগ্রেস নেতা ভিনসেন্ট পালা, ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা, সুদীপ রায় বর্মণ, বর্ষীয়ান নেতা গোপাল রায় প্রমুখ।

সূত্রের খবর, অসম, মেঘালয়, ত্রিপুরার মতো রাজ্যের নেতারা এআইসিসি-র কাছে তৃণমূলের সঙ্গে সমঝোতা না করার পক্ষেই মত দিয়েছেন। তাঁদের যুক্তি, ত্রিপুরা বা মেঘালয়ে কংগ্রেস ভাঙিয়েই সংগঠন বাড়ানোর চেষ্টা করেছিল তৃণমূল। শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি। বরং, তাতে ভোটে লাভ হয়েছে বিজেপিরই। যাদের কাজকর্মে বিজেপি সহায়তা পায়, তাদের হাত ধরে এগোনোর চেয়ে প্রয়োজনে একা লড়াই করা ভাল বলেও ওই নেতাদের মত। বৈঠকে ছিলেন মেঘালয়ের কংগ্রেস নেতা ভিনসেন্ট পালা, ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা, সুদীপ রায় বর্মণ, বর্ষীয়ান নেতা গোপাল রায় প্রমুখ। সুদীপ রবিবারও বলেছেন, ‘‘তৃণমূল একটা আঞ্চলিক দল। পশ্চিমবঙ্গে তারা শক্তিশালী। কিন্তু উত্তর-পূর্বে তাদের কোনও অস্তিত্ব নেই।’’

মেঘালয়ে কংগ্রেসকে লোকসভায় আসন ছাড়ার প্রস্তাব দিয়েছে তৃণমূল। সেক্ষেত্রে বাংলায় তারা কংগ্রেসকে জায়গা দেওয়ার কথা ভেবে দেখতে পার। এমন একটি প্রস্তাবের  প্রেক্ষিতেই উত্তর-পূর্বের কংগ্রেস নেতাদের তৃণমূল-বিরোধী মত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনের পর শাসক তৃণমূলের বিরুদ্ধে ‘সন্ত্রাস ও জালিয়াতি’ করে ‘গণতন্ত্রকে হত্যা’র অভিযোগ তুলেছে কংগ্রেস সিপিএম সহ সব বিরোধী দল। কংগ্রেস কর্মীরা যখন তৃণমূলের হাতে আক্রান্ত ও নিহত হচ্ছেন, তখন সেই দলের সঙ্গে জাতীয় স্তরের বৈঠকে দলের কর্মীদের কাছে ‘ভুল বার্তা’ যাবে বলে বাংলার কংগ্রেস নেতারা সরব। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কড়া তৃণমূল-বিরোধী কড়া অবস্থান নিয়ে চলেছেন। ইতিমধ্যেই বাংলা সহ একাধিক রাজ্য থেকে সভাপতি মল্লিকার্জুন খড়্গে, রাহুল গান্ধীদের কাছে আবেদন জানাচ্ছেন তৃণমূলের সঙ্গে কোনও সমঝোতা না করার।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

weather-update-in north bengal

Weather Report | অবশেষে স্বস্তি, ঝড়বৃষ্টিতে ভাসল রাজ্যের উপকূলবর্তী এলাকা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে তীব্র তাপপ্রবাহ থেকে মিলল স্বস্তি।  আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস...

Kunal Ghosh | অপসারণের পরই অভিমানী কুণাল! আমাকে কি এখন অগ্নিপরীক্ষা দিতে হবে?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দল বিরোধী কার্যকলাপের অভিযোগে বিবৃতি প্রকাশ করে রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস। বুধবার বিকেলে...

Congress | ‘ভোটে হারলে বিদ্যুৎ সংযোগ কেটে দেব’, ভোটারদের হুমকি কংগ্রেস বিধায়কের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কংগ্রেস হেরে গেলে কেটে দেওয়া হবে বিদ্যুৎ সংযোগ। বুধবার ভোটারদের (Voter) ঠিক এই ভাষাতেই হুমকি দেওয়ার অভিযোগ উঠল কর্ণাটকের (Karnataka)...

Maneka Gandhi | রাহুল-প্রিয়াংকা ভীতু, বিস্ফোরক মানেকা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের আমেঠি ও রায়বরেলি আসন নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি কংগ্রেস। কংগ্রেসের (Congress) ‘গড়’ হিসেবে পরিচিত আমেঠিতে ২০১৯ সালের নির্বাচনে...

Totapara Tea Estate | বন্ধ হল তোতাপাড়া চা বাগান, ক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকরা

0
নাগরাকাটা ও বানারহাট: মঙ্গলবার বিকেলে বকেয়া থাকা ৩ পাক্ষিক সপ্তাহের মধ্যে এক কিস্তির মজুরি মেটানো হয়েছিল। তারপরই সেই রাতে সাশপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে...

Most Popular