সোমবার, ১৭ মার্চ, ২০২৫

‘বিজেপির হয়ে কাজ করছেন’, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সদ্য নিযুক্ত উপাচার্যকে ঘেরাও তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির

শেষ আপডেট:

রায়গঞ্জ: বিভিন্ন দাবিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য দীপক কুমার রায়কে ঘেরাও করে বিক্ষোভে শামিল হলেন সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির সদস্যরা। প্রায় দুই ঘণ্টা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। তাঁদের অভিযোগ, রাজ্যপাল মনোনীত উপাচার্য তাঁদের দাবিদাওয়ার প্রতি সহানুভূতিশীল নয়। তিনি বিজেপির হয়ে কাজ করছেন। আদালতের নির্দেশ মানছেন না। সেকারণেই লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সংগঠনের জেলা সভাপতি তপন নাগের নেতৃত্বে এদিন প্রায় শতাধিক কর্মী উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন।

তপনবাবুর দাবি, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির জন্য একাংশ আধিকারিক ও অধ্যাপক দায়ী। এঁরা সবাই বিজেপির সঙ্গে যুক্ত। তাঁরা নিজেদের আত্মীয়দের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকর্মী পদে চাকরি দিচ্ছেন। পাশাপাশি সিকিউরিটি এজেন্সি নিয়ে চলছে টালবাহানা। বছরের পর বছর একটিমাত্র এজেন্সিকে বিনা টেন্ডারে কাজ পাইয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন এই বিশ্ববিদ্যালয়। পিছিয়ে পড়া এই জেলার ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই উপকৃত হয়েছে। কিন্তু কিছু আধিকারিক ও অধ্যাপকের দুষ্কর্মের ফল আমাদের ভোগ করতে হচ্ছে।’

শিক্ষাবন্ধু সমিতির অবর্জারভার বিজয় দাস বলেন, ‘একটি সিকিউরিটি সংস্থাকে বেআইনিভাবে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। কারণ এই সংস্থা সবচেয়ে বেশি রেট দিয়েছিল। আমরা এই অভিযোগ সহ কর্মচারীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে উপাচার্যের কাছে গিয়েছিলাম, কিন্তু উনি আমাদের পাত্তা দেননি। বিজেপির নির্দেশমতো কাজ করছেন। তাই প্রতিবাদ জানানো হয়। আগামীতেও এই কর্মসূচি চলবে।’ এদিন উপাচার্য ফোন না ধরায় এবিষয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Jaldapara National Park | অফলাইনে টিকিটে ভোগান্তি, জলদাপাড়ায় সমস্যা এলিফ্যান্ট রাইডিংয়েও

নীহাররঞ্জন ঘোষ, মাদারিহাট: অফলাইনে টিকিট দেওয়ার নিয়ম চালু হতেই...

Yogi | দোলের দিন শান্তি বজায় রাখতে পারলেন না, অথচ ‘মৃত্যুকুম্ভ’ বলছেন! মমতাকে তীব্র কটাক্ষ যোগীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দোল উৎসবকে (Dol Utsav) কেন্দ্র...

Sreerupa Mitra Chowdhury | শ্রীরূপার বিধায়ক তহবিলে বঞ্চিত পদ্মের ওয়ার্ড, ক্ষোভ বাড়ছে স্থানীয়দের

জসিমুদ্দিন আহম্মদ, মালদা: বিজেপি শাসিত ওয়ার্ডের জন্য বরাদ্দ নেই...

Child Labour | শামুকতলার নাবালিকা শিশুশ্রমিক! ২ লক্ষ জরিমানা অসমের এক পরিবারের

প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: শিশুশ্রম যে দণ্ডনীয় অপরাধ, সেকথা বারবার...