হরিশ্চন্দ্রপুর: তৃণমূলের মিটিংয়ে যেতে অস্বীকার। রাতের অন্ধকারে এক সিপিএম কর্মীকে শ্বাসরোধ করে খুনের চেষ্টার অভিযোগ উঠল। তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী ও তাঁর দলবলের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আলিনগর গ্ৰামে। অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর ১৩ নম্বর আসনের তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী মকরম আলি ওরফে স্বপন আলি ও তাঁর দলবলের বিরুদ্ধে। আহত হয়েছেন সিপিএম কর্মী মজিবুল রহমান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল আলিনগর ১ নম্বর বুথে তৃণমূলের মিটিং ছিল। তৃণমূল কর্মীরা মিটিংয়ে যাওয়ার জন্য মজিবুল রহমানকে ডাকতে আসেন। সেইসময় তিনি বাড়ি সামনে দাঁড়িয়েছিলেন। মিটিংয়ে যেতে অস্বীকার করেন তিনি। এতেই তৃণমূল কর্মীরা তাঁর ওপরে চড়াও হয়ে বেধড়ক মারধর শুরু করেন। খবর পেয়ে তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী মকরম আলি ঘটনাস্থলে ছুটে আসেন। তিনিও মজিবুল রহমানকে মারধর করেন এবং তাঁর গলা টিপে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করেন বলে অভিযোগ। অসুস্থ হয়ে পড়েন মজিবুল রহমান। পরিবারের লোকেরা তাঁকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। তবে অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। এদিকে ঘটনায় রাতেই সিপিএম নেতা-কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন। আহত মজিবুল রহমানের পরিবার মকরম আলি সহ চার জনের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।