রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

বিধানসভার করিডরে বিবাদ দুই মন্ত্রীর, ইন্দ্রনীলের বিরুদ্ধে কাজ আটকে রাখার অভিযোগ বাবুলের   

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিধানসভার করিডরে বিবাদে জড়িয়ে পড়লেন বাংলার মন্ত্রীসভার দুই গায়কমন্ত্রী। মন্ত্রীসভার বৈঠকে ঢোকার আগেই দুই মন্ত্রীর ঝগড়া প্রত্যক্ষ করলেন অনেকেই। এই দু’‌জন রাজ্যের মন্ত্রীরা হলেন—কারিগরি শিক্ষা এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। আর পর্যটন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়। ‘তুমি কেন কাজ আটকে দিচ্ছ?’ চড়া মেজাজে বলতে শোনা যায় বাবুলকে। জবাবে হুঙ্কার ছেড়ে ইন্দ্রনীল সেন বলেন, ‘যা বলার দিদিকে গিয়ে বল।’

জানা গিয়েছে, দত্তপুকুরের বিস্ফোরণ সহ একাধিক বিষয়ে সোমবার বিধানসভা অধিবেশনের পর মন্ত্রীসভার বৈঠক তলব করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে ঢোকার আগেই বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের সামনে বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয় বাবুল সুপ্রিয় ও ইন্দ্রনীল সেনের মধ্যে। ইন্দ্রনীল সেন এখন বাবুল সুপ্রিয়র দপ্তরের অন্তর্গত পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারপার্সন। সম্প্রতি বিতর্কিত আমলা নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে ওই পদ ইন্দ্রনীলকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের সামনে বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয় দু’‌জনের মধ্যে। বাবুলের থেকে সিনিয়র ইন্দ্রনীল। বিবাদ চলাকালীন বাবুলকে ‘‌তুই’‌ বলেই সম্বোধন করে থাকেন তিনি। গানের জগতের দুই শিল্পী এখন রাজ্য মন্ত্রিসভার সদস্য। চড়া মেজাজে এদিন বাবুল সুপ্রিয়কে বলতে শোনা যায় ‘তুমি কেন কাজ আটকে দিচ্ছ?’ জবাবে হুঙ্কার ছেড়ে ইন্দ্রনীল সেন বলেন, ‘যা বলার দিদিকে গিয়ে বল।’

পাল্টা বাবুল বলেন, ‘সে তো আমি বলেইছি। যদি দরকার পড়ে আবার বলব। কিন্তু তুমি এভাবে আমার দপ্তরের কাজ আটকাতে পারো না।’ এরপরই ইন্দ্রনীল বাবুলের উদ্দেশে বলেন, ‘‌এখানে এভাবে কথা বলিস না তুই। তোর দপ্তরের কাজ কেন আটকাতে যাব আমি। বললাম তো, তোর কিছু বলার থাকলে দিদিকে গিয়ে বল।’

বর্তমানে পর্যটন দপ্তরের মন্ত্রী বাবুল সুপ্রিয়। আগে এই দায়িত্ব সামলেছেন ইন্দ্রনীল সেন। তবে বাবুল পূর্ণমন্ত্রী হওয়ায় সেক্ষেত্রে মন্ত্রিসভায় সিনিয়র।    সূত্রের খবর, পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারপার্সন ইন্দ্রনীল।আটকে রয়েছে পর্যটন দপ্তরের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল।সেই ফাইল পর্যটন মন্ত্রী বাবুলের কাছে পৌঁছছিল না।আর এতেই ক্ষুব্ধ মন্ত্রী বাবুল। পর্যটন দপ্তরের ডেপুটি সচিব পর্যায়েই ফাইল ঘুরপাক খাচ্ছিল। ওই বিষয়টি সম্পর্কে মুখ্যমন্ত্রীকে অবহিত করে রেখেছিলেন ইন্দ্রনীল। তাই তিনি বাবুলকে বলেছেন, ‘দিদিকে গিয়ে বল’‌। আর একটি সংবাদমাধ্যমে এই বিষয়ে বাবুল সুপ্রিয় বলেন, ‘‌যেটা হয়েছে সেটা সবার সামনেই হয়েছে। আর আমি এই নিয়ে কিছু বলতে চাই না।’‌

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

J&K flash flood | প্রবল বৃষ্টিতে জম্মু ও কাশ্মীরে হড়পা-ভূমিধস, নিহত ৩, নিখোঁজ ১

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : জম্মু ও কাশ্মীরের ধরমকুণ্ড...

JD Vance | ৩ দিনের ভারত সফরে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, কী নিয়ে হবে আলোচনা?   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুল্কনীতি নিয়ে বিতর্কের আবহেই সোমবার...

Weather Report | ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি, সপ্তাহজুড়ে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সপ্তাহজুড়ে উত্তরবঙ্গের আট জেলায়...

Murshidabad Violence | সামশেরগঞ্জে বাবা-ছেলে খুনে ধৃত আরও এক, চোপড়া থেকে পাকড়াও অভিযুক্ত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সামশেরগঞ্জের জাফরাবাদে হরগোবিন্দ দাস...