Saturday, May 18, 2024
HomeBreaking Newsমনোনয়ন নিয়ে সংঘর্ষে জড়াল তৃণমূলের দুই পক্ষ, গ্রেপ্তার হুমায়ুন কবীরের ৩ অনুগামী

মনোনয়ন নিয়ে সংঘর্ষে জড়াল তৃণমূলের দুই পক্ষ, গ্রেপ্তার হুমায়ুন কবীরের ৩ অনুগামী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে রাজনৈতিক সংঘর্ষ। প্রথম দিনই দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় এক কংগ্রেসকর্মীর। অধিকাংশ জায়গায় শাসকদলের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে বিরোধীরা। এ বার মনোনয়ন নিয়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দলে গ্রেপ্তার হলেন শাসকদলেরই ৩ জন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সালারে। ধৃত তিন জনই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের অনুগামী বলে জানিয়েছেন দলেরই একাংশ।

শুক্রবার তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সালার। অভিযোগ, স্থানীয় বিধায়ক এবং তৃণমূলের ব্লক সভাপতির অনুগামীদের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে আহত হন কমপক্ষে ১৫ জন। এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এরপরই তদন্ত নেমে পুলিশ ২৪ ঘণ্টার মধ্যেই তিন জনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম আব্দুল আজিজ মির্জা ওরফে ভুটার, ফিরোজ শেখ ওরফে তপন এবং রোহন শেখ। তাঁরা বিধায়ক হুমায়ূন কবীরের ঘনিষ্ঠ বলে পরিচিত এলাকায়। এঁদের মধ্যে আব্দুল ভরতপুর ২ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ, ফিরোজ কর্মাধ্যক্ষ এবং রোহন তৃণমূলের সক্রিয় কর্মী।

এই তিন জনের গ্রেপ্তারি নিয়ে ভরতপুরের বিধায়ক বলেন, ‘‘মনোনয়ন জমা দেওয়া আটকাতে জনপ্রতিনিধিদের পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে নিজে এলাকা দখল করতে চাইছেন ওই ব্লক সভাপতি। প্রয়োজন হলে গ্রেপ্তার হওয়া নেতারা জেল থেকেই ভোটে লড়বেন।’’

এই প্রসঙ্গে ভরতপুর ব্লক তৃণমূল সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘হামলার ঘটনায় প্রত্যক্ষ যোগ ছিল তিন জনের। আইন নিজের হাতে তুলে নিলে প্রশাসন তো ব্যবস্থা নেবেই। এ ক্ষেত্রে দলের কিছু বলার নেই।’’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Kalyan Banerjee | ‘১ লক্ষ ভোটে হারবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়’, এমন পোস্টার ঘিরে উত্তেজনা শ্রীরামপুরে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভোটের আগে শ্রীরামপুরে পোস্টার ঘিরে উত্তেজনা। তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে পোস্টার সাঁটানো হয়েছে জায়গায় জায়গায়। শুক্রবার রাতে কেউ...

Gyanvapi | বারাণসীতে চোরাস্রোতের নাম জ্ঞানবাপী

0
রূপায়ণ ভট্টাচার্য, বারাণসী: গুগল ব্যাপারটাকে গুলিয়ে রহস্যময় করে তুলেছে আরও। গুগল ম্যাপে সার্চ করলে আর কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে জ্ঞানবাপী  মসজিদের অস্তিত্ব পাওয়া যাচ্ছে...

উৎসব কই, বড় অসহ্য নির্বাচনের পরিবেশটা

0
গৌতম সরকার দিন যে আমার কাটে না রে...। কী যে যন্ত্রণা! কোথাও ভোট হয়ে গিয়েছে। কিন্তু নির্বাচনি বিধি বলবৎ। যার গেরোয় স্তব্ধ সবকিছু। যেখানে ভোট...

যে শালিক মরে যায় কুয়াশায়, সে তো আর…

0
দ্যুতিমান ভট্টাচার্য সকালে এক শালিক দেখা মানেই বুক দুরুদুরু! এই রে দিনটা খারাপ হতে চলেছে! বহু মানুষই সযত্নে এই কুসংস্কার মনে লালিত করেন। আবার...

আবেগের ভক্তিরস বনাম দারিদ্র্য

0
রূপায়ণ ভট্টাচার্য মন্দিরের মতো দেখতে রাজকীয় অযোধ্যা রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে একটি কাঠবেড়ালির চমৎকার স্থাপত্য রয়েছে। রামায়ণের সেতুবন্ধনের সেই বহু আলোচিত কাঠবেড়ালিকে...

Most Popular