Monday, April 29, 2024
HomeBreaking NewsU-19 World Cup final | যুব বিশ্বকাপেও স্বপ্নভঙ্গ, অস্ট্রেলিয়ার কাছে আত্মসমর্পণ ভারতের

U-19 World Cup final | যুব বিশ্বকাপেও স্বপ্নভঙ্গ, অস্ট্রেলিয়ার কাছে আত্মসমর্পণ ভারতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ (U-19 World Cup final) বড়দের মতোই হাল হল ছোটদের। লিগ পর্যায়ে অপরাজিত থেকে ফাইনালে উঠে শেষরক্ষা হল না। অনুর্ধ্ব-১৯ ভারত (India) হেরে গেল অস্ট্রেলিয়ার (Australia) কাছে। হাতছাড়া হল ষষ্ঠবার অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ট্রফি জয়ের সুযোগ। কম রানের লক্ষ্যমাত্রা অতিক্রম করতে গিয়ে লাগাতার উইকেট খুঁইয়েছে ভারতের ব্যাটাররা। অজি বোলারদের কাছে একপ্রকার আত্মসমর্পণ করলেন শচীন ধাস-উদয় সাহারানরা। ২৫৪ রানের লক্ষ্যমাত্রা পেরোতে গিয়ে ৭৯ রানে হেরে গেল ভারত।

অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতীয় যুব দল। ষষ্ঠ বিশ্বখেতাব জয়ের লক্ষ্যে রবিবার বেনোনিতে ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সম্মুখসমরে নেমেছিল ভারত। লিগ ও নক আউট পর্যায়ে অপরাজিত থেকেই ফাইনালে উঠেছে শচীন-উদয় সাহারানরা। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া্র অধিনায়ক হিউ উইবজেন। হ্যারি ডিক্সনকে নিয়ে ওপেন করতে নামেন স্যাম কনস্টাস। ভারতের হয়ে বোলিং শুরু করেন রাজ লিম্বানি। ২.৩ ওভারেই প্রথম উইকেটের পতন হয় অস্ট্রেলিয়ার। রাজ লিম্বানির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন স্যাম কনস্টাস। দলগত ৫০ রানের গণ্ডি টপকাতে অস্ট্রেলিয়ার লেগে যায় ১৩ ওভার। ২০.৪ ওভারে নমন তিওয়ারির বলে মুশির খানের হাতে ধরা পড়েন অধিনায়ক হিউ উইবজেন। তিনি ৬৬ বলে ৪৮ রান করে মাঠ ছাড়েন। ২২.৫ ওভারে ফের উইকেট তুলে নেন ভারতের নমন তিওয়ারি। মুরুগান অভিষেকের হাতে ধরা পড়েন হ্যারি ডিক্সন। ৫৬ বলে ৪২ রান করেন তিনি।

৩২তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় অস্ট্রেলিয়া। ৩৪.১ ওভারে রাজ লিম্বানির বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রায়ান হিকস। ২৫ বলে ২০ রান করেন তিনি। ৩৭.৫ ওভারে সৌম্য পান্ডের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন হরজাস সিং। ৬৪ বলে ৫৫ রান করেন তিনি। ৩৯.৫ ওভারে ষষ্ঠ উইকেটের পতন হয় অস্ট্রেলিয়ার। নিজের বলেই ম্যাকমিলানের ফিরতি ক্যাচ ধরেন মুশির খান। তখন অস্ট্রেলিয়ার স্কোর ১৮৭ রান। ৪২তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। ৪৫.৩ ওভারে রাজ লিম্বানির বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন অ্যান্ডারসন। ১৮ বলে ১৩ রান করেন তিনি। অস্ট্রেলিয়া ২২১ রানে ৭ উইকেট হারায়। অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৫৩ রান তোলে। যুব বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে এটিই সব থেকে বেশি রানের দলগত ইনিংস।

এদিন ভারতের রাজ লিম্বানি পেয়েছেন ১০ ওভারে ৩৮ রান খরচ করে ৩টি উইকেট। ২টি উইকেট নেন নমন তিওয়ারি। ১টি উইকেট নেন সৌম্য পান্ডে। মুশির খান পেয়েছেন ১টি উইকেট।

২৫৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে প্রথমেই উইকেট হারায় ভারত। এদিন ভারতের হয়ে ওপেন করতে নামেন আদর্শ সিং ও অর্শিন কুলকার্নি। ২.২ ওভারে কালাম ভিডলারের বলে উইকেটকিপার হিকসের দস্তানায় ধরা পড়েন অর্শিন কুলকার্নি। ৬ বলে ৩ রান করে মাঠ ছাড়েন অর্শিন। ১২.২ ওভারে বিয়ার্ডম্যানের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মুশির খান। ৩৩ বলে ২২ রান করেন তিনি। ব্যাট করতে নামেন ক্যাপ্টেন উদয় সাহারান। ১৪তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ভারত। ১৬.৫ ওভারে বিয়ার্ডম্যানের বলে উইবজেনের হাতে ধরা পড়েন উদয় সাহারান। ১৮ বলে ৮ রান করেন তিনি। ভারত ৫৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শচীন ধাস।

ফাইনালে রান পেলেন না শচীন। ১৯.১ ওভারে ম্যাকমিলানের বলে উইকেটকিপার হিকসের দস্তানায় ধরা পড়েন শচীন ধাস। ৮ বলে ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। মারেন ১টি চার। ৬৮ রানে ৪ উইকেট হারায় ভারত। ব্যাট করতে নামেন প্রিয়াংশু মোলিয়া। ২০ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৭৪ রান। ২৪.৫ ওভারে অ্যান্ডারসনের বলে মাত্র ৯ রান করে ভিডলারের হাতে ধরা পড়েন প্রিয়াংশু মোলিয়া। ভারত ৯০ রানে ৫ উইকেট হারায়। ফের উইকেটের পতন হয় ভারতের। শূন্য রানে সাজঘরে ফেরেন অবনিশ। ভারতের রান ৯১ রানে ৬ উইকেট। ৩০.৩ ওভারে বিয়ার্ডম্যানের বলে হিকসের দস্তানায় ধরা পড়েন আদর্শ সিং। ৭৭ বলে ৪৭ রান করেন তিনি। মারেন ৪টি চার ও ১টি ছক্কা। ভারত ১১৫ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রাজ লিম্বানি। নামার কিছুক্ষণের মধ্যেই বোল্ড আউট হয়ে যান লিম্বানি। ৩১.৫ ওভারে ম্যাকমিলানের বলে বোল্ড হয়ে শূন্য রানে মাঠ ছাড়েন রাজ লিম্বানি। ভারত ১২২ রানে ৮ উইকেট হারায়। ৩৭.১ বলে ভারতের ছোটরা ১৫০ রানের গণ্ডি টপকায়।

লড়াই চালিয়ে যান ভারতের মুরুগান। যোগ্য সঙ্গত দেন নমন তিওয়ারি। ৪০ ওভারে ভারতের রান দাঁড়ায় ৮ উইকেটে ১৬৬। ৪৬ বল খেলে ৪২ রান করে ভিডলারের বলে সহজ ক্যাচ দিয়ে আউট হন মুরুগান। ব্যাট করতে নামেন সৌম্য পান্ডে। ৪৩.৫ বলে ১৭৪ রান করেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস। মাত্র ২ রান করে আউট হন সৌম্য। ১৪ রান করে নট আউট থেকে গেলেন নমন তিওয়ারি।

উল্লেখযোগ্য বিষয় হল, অতীতে দু’বার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফি জিতেছে ভারত। ফাইনালে ভারতের বিরুদ্ধে মাঠে নামলেই খেই হারায় অস্ট্রেলিয়া। এখন দেখার যে, এই নিয়ে মোট ৯ বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ওঠে ভারত। টানা পাঁচবার তারা যুব বিশ্বকাপের খেতাবি লড়াইয়ের যোগ্যতা অর্জন করে। ভারত এর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল খেলে ২০০০, ২০০৬, ২০০৮, ২০১২, ২০১৬, ২০১৮, ২০২০ ও ২০২২ সালে। তারা চ্যাম্পিয়ন হয়েছে সব থেকে বেশি ৫ বার। ভারত যুব বিশ্বকাপের খেতাব জেতে ২০০০, ২০০৮, ২০১২, ২০১৮ ও ২০২২ সালে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

একমাত্র চিকিৎসক ছুটিতে, বন্ধ প্রাণী স্বাস্থ্যকেন্দ্র

0
রাঙ্গালিবাজনা: মাত্র একজন চিকিৎসকই ভরসা। নেই কোনও সহকারী। চিকিৎসক ছুটিতে গেলে বন্ধ থাকে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের শিশুবাড়ির ব্লক প্রাণী স্বাস্থ্যকেন্দ্র। সম্প্রতি দু'সপ্তাহের...

Oklahoma tornado | ওকলাহোমায় টর্নেডোতে মৃত ৪, আহত শতাধিক

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় টর্নেডোতে মৃত্যু হয়েছে ৪ জনের। বড় বিপর্যয়ের আশঙ্কায় ইতিমধ্যে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের একাধিক...

Abhishek Banerjee | ‘যোগ্য চাকরিপ্রাপকদের পাশে আছি’, সুপ্রিম শুনানির পর বার্তা অভিষেকের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: 'মেধাযুক্ত যোগ্য চাকরিপ্রাপকদের পাশে আছি', সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের মামালার প্রথম দিনের শুনানির পরই চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিলেন তৃণমূলের...

Skin Cancer | বিশ্বে আসতে চলেছে ত্বকের ক্যানসারের ভ্যাকসিন, মানবদেহে চলছে ট্রায়াল

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঝেমধ্যেই আমাদের ত্বকে কমবেশি র‌্যাশ, ঘামাচি দেখা দেয়। কখনও হয়তো এসবে খুব একটা গুরুত্ব দেওয়া হয়ে ওঠে না। কিন্তু ত্বকের...

Kaliyaganj TMC | তৃণমূল কর্মীর ওপর চাকু নিয়ে হামলা! অভিযুক্ত বিজেপি

0
অনির্বাণ চক্রবর্তী, কালিয়াগঞ্জ: ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল কালিয়াগঞ্জ (Kaliyaganj TMC)। এক তৃণমূল কর্মীকে চাকু মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল বিজেপির (BJP)...

Most Popular