উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: UEFA চ্যাম্পিয়নস লিগ ২০২৩-২৪ (UEFA Champions League 2023-24)-এর কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হল। কোন কোন দল সেমিফাইনালে উঠবে এবং শেষ চারে কে কার মুখোমুখি হবে, তা নিশ্চিত হয়েছে।
বায়ার্ন মিউনিখ বনাম রিয়াল মাদ্রিদ:
চ্যাম্পিয়নস লিগে গত মরশুমের বদলা নিল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। ম্যানচেস্টার সিটিকে পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে উঠে এসেছে বায়ার্ন মিউনিখ। বায়ার্ন গতকাল শেষ আটের খেলার প্রথমার্ধে আর্সেনালের থেকে ১-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে দুই দলই দুটো করে গোল করে। শেষ পর্ষন্ত ৩-২ ব্যবধানে জিতে সেমিফাইনালে নিজেদের জায়গা করে নেয় বায়ার্ন মিউনিখ। এবার সেমিফাইনাল হবে বায়ার্ন মিউনিখ (Bayern Munich) বনাম রিয়াল মাদ্রিদ।
বরুশিয়া ডর্টমুন্ড বনাম পিএসজি:
অন্যদিকে, আরেকটি সেমিফাইনাল বরুশিয়া ডর্টমুন্ডের (Borussia Dortmund) বিপক্ষে খেলবে পিএসজি। ডর্টমুন্ড আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে ৫-৪ গোলে জয় পায়। এদিকে পিএসজি (PSG) বার্সেলোনাকে ৬-৪ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে ওঠে।