সোমবার, ১৭ মার্চ, ২০২৫

Indonesia Volcano | আগ্নেয়গিরি থেকে ভয়াবহ অগ্ন্যুৎপাত! ইন্দোনেশিয়ায় জারি হল সুনামি সতর্কতা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইন্দোনেশিয়ায় ফের জেগে উঠল আগ্নেয়গিরি (Indonesia volcano)। মঙ্গলবার থেকে দেশের উত্তর সুলাওয়েসি প্রদেশের মাউন্ট রুয়াং-এ (Mount Ruang) বিস্ফোরণ ঘটেছে চারবার। আগ্নেয়গিরিটি থেকে গলগলিয়ে বেরোনো লাভাস্রোত ছড়িয়ে পড়েছে সংলগ্ন এলাকায়। আকাশ ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। ভয়াবহ অগ্ন্যুৎপাতের (Volcanic eruption) জেরে সুনামি সতর্কতাও (Tsunami alert) জারি করা হয়েছে ইন্দোনেশিয়ায়। পাশাপাশি আগ্নেয়গিরির ছাইয়ের কারণে নিকটবর্তী মানাডো শহরের স্যাম রাতুলাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর (International airport) বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ২৪ ঘণ্টার জন্য। বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রকের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, প্রায় ১১ হাজার মানুষকে ইতিমধ্যেই সংলগ্ন এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পর্যটকদের মাউন্ট রুয়াং থেকে অন্তত ৬ কিলোমিটার দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায় মাউন্ট রুয়াং-এ। তারপরেই পরপর চারবার বিস্ফোরণের পর আগ্নেয়গিরির মুখ থেকে ধোঁয়া, ছাই বের হতে শুরু করে। প্রায় ১০০০ ফুট উচ্চতা পর্যন্ত লাভাস্রোত দেখা যায়। ইন্দোনেশিয়ায় সম্প্রতি দু’টি ভূমিকম্প হয়। এর ফলে ভূগর্ভস্থ দু’টি পাতের স্থিতিস্থাপকতা নষ্ট হওয়াতেই এই অগ্ন্যুৎপাত হয়েছে বলে মনে করছেন ভূতত্ত্ববিদরা। প্রসঙ্গত, ইন্দোনেশিয়া ভৌগলিক অবস্থানগত কারণেই ভূকম্পপ্রবণ। এই দ্বীপরাষ্ট্রটিতে মোট ১২০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Yogi | দোলের দিন শান্তি বজায় রাখতে পারলেন না, অথচ ‘মৃত্যুকুম্ভ’ বলছেন! মমতাকে তীব্র কটাক্ষ যোগীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দোল উৎসবকে (Dol Utsav) কেন্দ্র...

Army officer assaulted | গাড়ি না সরানোয় সেনা আধিকারিককে বেধড়ক মার, ভাঙল হাত, পাতিয়ালায় ১২ পুলিশ কর্মী সাসপেন্ড

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সেনা আধিকারিক ও তাঁর...

BJP | দিল্লির উদ্দেশে রওনা শুভেন্দু অধিকারীর! আচমকা কেন রাজধানীতে পাড়ি দিলেন বিরোধী দলনেতা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গ বিজেপির (BJP) অধিনায়ক কে...

Grenade Attack | পুলিশের সঙ্গে গুলির লড়াই, অমৃতসরের মন্দিরে গ্রেনেড হামলার মূল অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অমৃতসরের একটি মন্দিরে (Amritsar temple)...