Sunday, April 28, 2024
HomeMust-Read Newsরেশমশিল্পে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার, এবার জাপানকে টেক্কা দেবে মালদা

রেশমশিল্পে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার, এবার জাপানকে টেক্কা দেবে মালদা

অরিন্দম বাগ, মালদা: মালদা জেলার আম ও রেশমচাষ আন্তর্জাতিক স্তরেও বিখ্যাত। বর্তমানে মালদার আম আন্তর্জাতিক স্তরে পৌঁছোলেও মালদার রেশমের সুতো চিন-জাপানের সঙ্গে পাল্লা দিতে পারত না। এমনকি হাত রিলিং মেশিনে কোকুন থেকে রেশম সুতো তৈরি করার কারণে ব্যাঙ্গালুরুর সুতোরও মালদার সুতোর থেকে বেশি চাহিদা ছিল। তবে ফের সোনালি দিনে ফিরতে চলেছে মালদার রেশমশিল্প। আর কিছুদিনের মধ্যে মালদার রেশম সুতো চিন-জাপানের সুতোর সঙ্গে টেক্কা দেবে বলেও আশা করছেন মালদার রেশমশিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরা।

উল্লেখ্য, এক সময় মালদার রেশমশিল্পের বিস্তর খ্যাতি ছিল। মুঘল আমলেও নাকি এখানের রেশমচাষ করা হত। তবে সময়ের সঙ্গে সঙ্গে রেশমশিল্পের সেই খ্যাতি এবং চাহিদা কমতে শুরু করে। হাত রিলিং মেশিনে কোকুন থেকে রেশম সুতো তৈরি হওয়ায় সুতোর গুণমান খুব একটা ভালো হত না। চিন-জাপানের সরু সুতোর সামনে মালদার সুতো অনেকটা পিছিয়ে পড়ত। পুরোনো প্রযুক্তি ব্যবহার করে রেশম সুতো তৈরি করায় বাজার পড়তে শুরু করে। বহু রেশম চাষি বাধ্য হয়ে পেশাও পরিবর্তন করে ফেলেন। সম্প্রতি মালদার রেশম শিল্পের ওপর বিশেষভাবে নজর দিচ্ছে সরকার।

কেন্দ্র ও রাজ্যের উদ্যোগে প্রায় চার কোটি টাকা ব্যয়ে মালদায় বসেছে ১০টি অত্যাধুনিক মাল্টি এন্ড রিলিং মেশিন। ইতিমধ্যে মেশিনগুলির ট্রায়াল রানও শুরু হয়েছে। এই যন্ত্রের সাহায্যে এবার মালদা জেলা থেকেই তৈরি হবে উন্নত মানের রেশম সুতো। জেলার রেশম সুতোর বহির্বাণিজ্যের সম্ভাবনার পাশাপাশি জেলায় বড় ধরণের রেশমি কাপড়ের শিল্পস্থাপন হওয়ার সম্ভাবনাও দেখছেন এই শিল্পের সঙ্গে জড়িতরা।

রাজ্য রেশম দপ্তরের জয়েন্ট ডিরেক্টর (উত্তরবঙ্গ) অরূপ ঠাকুর জানান, রাজ্যের মোট রেশমের ৭০ শতাংশই উৎপাদিত হয় মালদা জেলায়। আপাতত মালদা জেলায় ১০টি মাল্টি এন্ড রিলিং মেশিন বসানো হয়েছে। মূলত পুরোনো রিলার ও কয়েকটি রেশম সমবায়কে সেই মেশিন দেওয়া হয়েছে৷ এই মেশিনের যাবতীয় খরচ সরকারের তরফেই করা হচ্ছে। এই মেশিন ব্যবহারের ফলে সুতোর গুণগত মান অনেক বেড়ে যাবে। আগে হাত রিলিং মেশিনে সুতো তৈরি হওয়ার ফলে সেই সুতো বিদেশে পাঠানো যেত না। নতুন প্রযুক্তি ব্যবহার করে সুতো তৈরি হওয়ায় দেশ ও বিদেশে মালদার রেশম সুতোর চাহিদা বাড়বে।

এক রিলার মহম্মদ আনসারুল শেখ বলেন, ‘মালদা জেলার রেশম সুতোর গুণগত মান বাড়াতে আমরা দীর্ঘদিন ধরে এই মেশিনের দাবি করছিলাম। অবশেষে সরকারিভাবে এই মেশিন বসানো হচ্ছে। ইতিমধ্যে ট্রায়াল রানও শুরু হয়েছে। এবার চিন-জাপান-ব্যাঙ্গালুরুর সঙ্গে মালদার সুতো টেক্কা দেবে। তবে এই মেশিনে অনেক সুতো অপচয় হচ্ছে। সেই কারণে আমাদের সিড মেশিনও প্রয়োজন। সরকারের কাছে আমরা সিড মেশিন দেওয়ার জন্যও আবেদন জানাচ্ছি।‘

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

mass marriage in birpara

Mass Marriage | শালগাছকে সাক্ষী রেখে বিয়ে, চারহাত এক হল ৫৯ জোড়া পাত্র-পাত্রীর

0
বীরপাড়া: আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায়(Birpara) রবিবার সরহুল পুজো উপলক্ষে বসল গণবিবাহের(Mass Marriage) আসর। সেই আসরে গাঁটছড়া বাঁধলেন ৫৯ জোড়া পাত্র-পাত্রী। বিয়ের আসরে উপস্থিত ছিলেন রাজ্যের...

Prajwal Revanna | যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি! শুরু তদন্ত

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী (Former PM) দেবগৌড়ার (HD Deve Gowda) নাতি তথা জেডিএসের প্রার্থী প্রজ্জ্বল রেভান্নার (Prajwal Revanna) বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির...

Gang rape | ডেরা থেকে তুলে নিয়ে গিয়ে যাযাবর যুবতীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪

0
কিশনগঞ্জঃ যাযাবর এক মহিলাকে তুলে গিয়ে একটি গাড়ির ভিতরে গণধর্ষণ! এই ঘটনায় নাম জড়িয়েছে চার যাযাবর যুবকের। ঘটনার চারঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ।...

Gary Kirsten | বাবর আজমদের কোচের দায়িত্বে ভারতকে বিশ্বকাপ জেতানো কার্স্টেন

0
নয়াদিল্লি: ভারতকে বিশ্বকাপ জেতানো গ্যারি কার্স্টেনকে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি দলের কোচ করল পাকিস্তান। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পিসিবি গ্যারি কার্স্টেনকে সাদা বলের...

Raiganj | মালিকের লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার গাড়িচালক

0
রায়গঞ্জ: মালিকের ১ লক্ষ ২০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে এক কর্মচারীকে গ্রেপ্তার(Arrest) করল রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম গোপীনাথ দাস। পুলিশ সূত্রে জানা...

Most Popular