Thursday, May 2, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গভোটের জন্য নেওয়া হচ্ছে যানবাহন, পর্যাপ্ত গাড়ির অভাবে সমস্যার আশঙ্কা নিত্যযাত্রীদের

ভোটের জন্য নেওয়া হচ্ছে যানবাহন, পর্যাপ্ত গাড়ির অভাবে সমস্যার আশঙ্কা নিত্যযাত্রীদের

কোচবিহার: ভোটের জন্য রাস্তা থেকে প্রায় সিংহভাগ যানবাহন তুলে নেওয়া হচ্ছে। এতে চরম ভোগান্তির শিকার হতে চলেছেন নিত্যযাত্রীরা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এনবিএসটিসি)-র পরিষেবা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। কারণ তাদের হাতে থাকা বাসের ৭০ শতাংশ চলে যাচ্ছে ভোটের কাজে। বেসরকারি বাস, মিনিবাস, ছোট সবধরনের গাড়িও ভোটের কাজে যাচ্ছে। ভোটের জন্য ভিনরাজ্য থেকেও বাস আসছে কোচবিহারে। শুক্রবার থেকেই জেলায় ধীরে ধীরে যানবাহন কমার প্রক্রিয়া শুরু হচ্ছে। কোচবিহারে সম্পূর্ণ ভোট প্রক্রিয়ার জন্য সবমিলিয়ে চার হাজার গাড়ি প্রয়োজন।

এনবিএসটিসি সূত্রে খবর, তাদের কাছে সবমিলিয়ে ৭০০ বাস রয়েছে। তারমধ্যে গড়ে ৬০টি বাস নিত্যদিন মেরামতির কাজে থাকে। বাকি ৬৪০টি বাসের মধ্যে ২০০টি বাস কেন্দ্রীয় বাহিনী ও অন্যান্য ফোর্সের জন্য দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ৫০টি বাস দিয়েও দেওয়া হয়েছে। বাকি ১৫০টি বাস শুক্রবার দেওয়া হবে। প্রথম দফার ভোটগ্রহণের সময় এগুলি কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সব জেলাতেই মিলেমিশে ব্যবহার হবে। প্রথম দফার ভোট মিটলে উত্তরবঙ্গের অন্য জেলাতেও এনবিএসটিসির এই বাসগুলি যাবে। সেইসঙ্গে ভোটকর্মীদের জন্য ২৫০টি বাস দিচ্ছে এই সংস্থা।

১৭ এপ্রিল এই বাসগুলো প্রশাসন নেবে। ভোট মেটার পর বেসরকাররি বাস, ছোট গাড়িগুলির ফের রাস্তায় নামতে ২১ এপ্রিল হয়ে যাবে বলে সূত্রের খবর। অন্যদিকে, কোচবিহার লোকসভা কেন্দ্রে ২০৪৩টি বুথে ও অন্যান্য কাজের জন্য ১৩৮৫টি বিভিন্ন ধরনের গাড়ি লাগবে। এরমধ্যে ৩৫০টি বাস লাগবে। এর জন্য জেলার বাস তো নেওয়া হচ্ছে। আবার অসম থেকে ১৩০টি বাস ভাড়া করে আনা হবে। ১৭ তারিখ থেকে এই গাড়িগুলো রাস্তায় থাকবে না। জেলা পুলিশ ফোর্সের জন্য সবমিলিয়ে প্রায় দু’হাজার গাড়ি নেওয়া হচ্ছে। তারমধ্যে বেসরকারি ও সরকারি গাড়ি রয়েছে।

এদিকে রাস্তায় যানবাহন কমে যাওয়ায় ইতিমধ্যেই সমস্যা শুরু হয়েছে। সেই সমস্যা আগামী সপ্তাহ থেকে আরও বাড়বে বলে ধারণা যাত্রীদের। কোচবিহারের দীপক সরকার ব্যবসার কাজে নিত্যদিন ফালাকাট, ধূপগুড়ি যান। তাঁর কথায়, ‘প্রতিবারই ভোটের সময় সকালে বাস পেতে সমস্যা হয়। ফেরার সময় আরও সমস্যা বাড়ে। কোনওবার এমনও হয়েছে ছোট গাড়ি ভাড়া করেও আসতে হয়েছে। কোচবিহারের ডাউয়াগুড়ি, মারুগঞ্জ থেকে সবিতা বর্মন, কমলা সরকাররা প্রতিদিন কোচবিহারে কাজে আসেন। তাঁরা কেউ ছোট শিশুদের দেখভাল করেন, কেউ আবার কয়েক বাড়ি ঘুরে রান্নার কাজ করেন। তাঁদের বক্তব্য, ভোটের আগে ও পরে কীভাবে কাজে আসব সেটাই ভাবছি। প্রতিদিন তো ছোট অটোতে করে আসি। সেগুলো ভোটের জন্য নেওয়া হয়েছে বলে চালক জানিয়ে দিয়েছেন।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Bengal Safari | শাবক সহ নাইট শেল্টার থেকে বের হল শীলা, কবে দেখতে পাবেন...

0
শিলিগুড়ি: জন্মের এক মাস পর নাইট শেল্টার থেকে বাইরে বের করা হল শীলা এবং তার সন্তানদের। শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে রয়েল বেঙ্গল টাইগার শীলা সম্প্রতি...

Madhyamik Result | রামভোলা স্কুল থেকে প্রথম রাজ্যের শীর্ষে, চন্দ্রচূড়কে নিয়ে শহর পরিক্রমা স্কুলের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার মাধ্যমিকের ফল(Madhyamik Result) ঘোষণার পর থেকেই খুশির হাওয়া কোচবিহারজুড়ে। কারণ, এবার রাজ্যের মেধা তালিকার শীর্ষে রয়েছে কোচবিহার। সেরার সেরা...

Jalpaiguri | পুত্র সন্তানের জন্য বিয়ে করা স্ত্রীকে খুন! অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের দাবিতে অবরোধ

0
জলপাইগুড়ি: পুত্র সন্তানের জন্য বিয়ে করা দ্বিতীয় পক্ষের স্ত্রীকে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠেছিল স্বামীর বিরুদ্ধে। সোমবার সকালে ঘটনাটি ঘটে জলপাইগুড়ি (Jalpaiguri) সদর ব্লকের...

Sushmili Acharya| ১২-১৪ ঘণ্টা শুটিং করে পড়াশোনা, মাধ্যমিকে কত নম্বর পেল ‘রামপ্রসাদ’ খ্যাত সুস্মিলি?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলা টেলিভিশনের ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে স্ত্রী সর্বাণীর চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন সুস্মিলি আচার্য (Sushmili Acharya)। এবছর মাধ্যমিক...

Amla Benefits | কোন ৫ কারণে গরমেও নিয়ম করে খাবেন আমলকি?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতকালে রোগবালাই থেকে দূরে থাকতে আমলকির জুড়ি মেলা ভার। তবে শুধু শীতকাল নয়, গরমেও সমান উপকারী আমলকি। গরমেও শারীরিক সমস্যার...

Most Popular