সোমবার, ১৭ মার্চ, ২০২৫

বিরাট-রাহুলের দুর্দান্ত শতরান, পাকিস্তানকে ৩৫৭ রানের টার্গেট দিল ভারত

শেষ আপডেট:

নিউজ ব্যুরো: বিরাট কোহলি ও কেএল রাহুলের দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তানের সামনে ৩৫৭ রানের টার্গেট দিল ভারত। দুই ব্যাটারই অপরাজিত শতরান করেছেন। কোহলি ৯৪ বলে ১২২ রানে অপরাজিত থাকেন। ইনিংসে ছিল ৯টি চার ও ৩টি ছয়। অন্যদিকে, রাহুল ১০৬ বলে করেন ১১১। তিনিও অপরাজিত থাকেন। তিনি ইনিংস সাজান ১২টি চার ও দুটি ছক্কা দিয়ে। ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫৬ রান করেছে ভারত। জেতার জন্য পাকিস্তানের প্রয়োজন ৩৫৭ রান।

রবিবার কলম্বোয় এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই পড়শি দেশ। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান পাক অধিনায়ক বাবর আজম। গতকাল দুর্দান্ত শুরু করেন টিম ইন্ডিয়ার দুই ওপেনার শুভমান গিল ও অধিনায়ক রোহিত শর্মা। শুভমান (৫২ বলে ৫৮) ও রোহিত (৪৯ বলে ৫৬) করেন। তাঁদের জুটিতে ওঠে ১২১ রান। তাঁরা আউট হলে মাঠে নামেন বিরাট-রাহুল। গতকাল ২৪.১ ওভারের মাথায় ভারতের স্কোর যখন ২ উইকেটে ১৪৭, ঠিক তখনই ঝমঝমিয়ে বৃষ্টি নামে। বৃষ্টির জন্য যখন খেলা থামে তখন বিরাট ৮ এবং রাহুল ১৭ রানে ক্রিজে ছিলেন।

সোমবার বিকেল ৪টা ৪০ নাগাদ রিজার্ভ ডে-র খেলা শুরু হতেই দুই ব্যাটারকে একই ছন্দে দেখা যায়। প্রথমে দেখে নিয়ে দুজনেই ঝড় তোলেন ব্যাটিংয়ে। পাক বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান দিয়েছেন শাহিন আফ্রিদি। ১০ ওভারে ৭৯ রান দিয়ে ১টি উইকেট পান তিনি। ফাহিম আশরাফ ১০ ওভারে ৭৪ রান দিলেও কোনও উইকেট পাননি। নাসিম শা গতকালের পর এদিনও ভালো বল করেন। তবে ৯.২ ওভারে ৫৩ রান দিয়ে উইকেটহীন থাকেন তিনি। ইফতিকার আহমেদকেও বেধড়ক ঠেঙিয়েছেন বিরাট-রাহুল। ৫.৪ ওভার বল করে ৫২ রান দেন ইফতিকার।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Yogi | দোলের দিন শান্তি বজায় রাখতে পারলেন না, অথচ ‘মৃত্যুকুম্ভ’ বলছেন! মমতাকে তীব্র কটাক্ষ যোগীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দোল উৎসবকে (Dol Utsav) কেন্দ্র...

Army officer assaulted | গাড়ি না সরানোয় সেনা আধিকারিককে বেধড়ক মার, ভাঙল হাত, পাতিয়ালায় ১২ পুলিশ কর্মী সাসপেন্ড

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সেনা আধিকারিক ও তাঁর...

BJP | দিল্লির উদ্দেশে রওনা শুভেন্দু অধিকারীর! আচমকা কেন রাজধানীতে পাড়ি দিলেন বিরোধী দলনেতা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গ বিজেপির (BJP) অধিনায়ক কে...

Grenade Attack | পুলিশের সঙ্গে গুলির লড়াই, অমৃতসরের মন্দিরে গ্রেনেড হামলার মূল অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অমৃতসরের একটি মন্দিরে (Amritsar temple)...