উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাধু সন্তদের একাংশের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) মন্তব্যের পর হামলার আশঙ্কা প্রকাশ করল বিশ্ব হিন্দু পরিষদ (Viswa Hindu Parishad)। এই আশঙ্কা থেকেই বুধবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হল বিশ্ব হিন্দু পরিষদের তরফে। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের এজলাসে হবে মামলার শুনানি। চলতি সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মামলা দায়ের করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি করা হয়েছে।
কার্তিক মহারাজকে (Kartik Maharaj) নিয়ে মন্তব্যের প্রতিবাদে ‘সনাতন সংস্কৃতি মঞ্চের’ পক্ষ থেকে কলকাতায় একটি পথসভা করা হবে বলে জানান হয়েছে। অন্যদিকে মমতার মন্তব্যের পর কার্তিক মহারাজ বলেছিলেন, ‘আমি কোনও জায়গায় এই রকম বক্তব্য রাখিনি। আমার পক্ষে অসম্ভব। আমি কোনও রাজনৈতিক দলের লোক নই। আমি সন্ন্যাসী। তবে আমি হিন্দু। আর হিন্দু ধর্মের উপর যখন আঘাত আসে আমি প্রতিবাদ করি।’
উল্লেখ্য, সম্প্রতি ভোট প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘বহরমপুরের একজন মহারাজ আছেন। কার্তিক মহারাজ। আমি শুনেছি উনি বলেছেন তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেব না। তাঁকে আমি সাধু বলে মনে করি না। তিনি সরাসরি রাজনীতি করছেন। দেশের সর্বনাশ করছেন।’ এই মন্তব্য থেকে বিতর্কের সূত্রপাত হলেও, এই ঘটনায় পুনরায় ঘৃতাহুতি পড়ে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে (Ramkrishna Mission) দুষ্কৃতী হামলার ঘটনা ঘটায়। এই দুই ঘটনাকে কেন্দ্র করে কার্যত তোলপাড় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ।