উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ব্যাটিং-এ ঝড় তুলেছিল গুজরাট টাইটান্সের ঋদ্ধিমান সাহা। লখনও সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৪৩ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলেন সাহা। আর তাঁর ব্যাটিং দেখে আপ্লুত বিরাট কোহলি। সঙ্গে সঙ্গেই তিনি তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করলেন, ‘হোয়াট আ প্লেয়ার ঋদ্ধি’। খেলার শেষে ঋদ্ধিকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের এই প্রাক্তন অধিনায়ক।
গুজরাট টাইটান্সের হয়ে ঋদ্ধিমান সাহার ৮১ রানের বিধ্বংসী ইনিংস দেখার পর আপ্লুত বিরাট কোহলি। ভারতের প্রাক্তন অধিনায়ক উচ্ছ্বসিত তাঁর এক সময়ের সতীর্থের ইনিংস দেখে। রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ঋদ্ধিমান সাহা শুরু থেকেই মারমুখী ছিলেন। তাঁর ব্যাটিং দেখে ইনস্টাগ্রামে পোস্ট করেন বিরাট কোহলি। বিরাট ঋদ্ধির ইনিংস টিভিতে দেখেন। সেই ছবি পোস্ট করে তিনি লেখেন, “কী অসাধারণ ক্রিকেটার!”
প্রসঙ্গত, ঋদ্ধিমান সাহা ভারতীয় দলের হয়ে শেষ বার মাঠে নেমেছিলেন ২০২১ সালের ডিসেম্বরে। তার পর তাঁকে এক প্রকার ছেঁটে ফেলা হয়েছে দল থেকে। বয়সের অজুহাত দেখিয়ে ঋদ্ধিকে দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল আগামী দিনে তাঁকে আর দলে নেওয়া হবে না। তরুণদের সুযোগ দেওয়া হবে। ঋদ্ধির বদলে প্রথম উইকেটরক্ষক হিসেবে ঋষভ পন্থকে এবং শ্রীকর ভরতকে দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে দলে নেওয়া হয়। ২০২২ সালের শুরুতেই টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেন বিরাট। তারপর থেকে ঋদ্ধিকেও আর দেখা যায়নি ভারতীয় দলে।
একসময়ে বোর্ডের নির্বাচকমন্ডলিদের যারা ঋদ্ধিকে দল থেকে সরিয়ে দিয়েছিলেন, তাদের যোগ্য জবাব কখনও উইকেটের পেছনে থেকে আবার কখনও ব্যাট হাতে প্রতিটি ম্যাচেই দিচ্ছেন ঋদ্ধি। আইপিএলের শুরু থেকেই ছন্দে রয়েছেন তিনি। সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে। সেই প্রতিযোগিতায় ঋষভ খেলতে পারবেন না। গাড়ি দুর্ঘটনার পর এখনও সুস্থ হননি তিনি। আইপিএল খেলতে গিয়ে চোট পান লোকেশ রাহুল। তিনিও খেলতে পারবেন না টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। এমন অবস্থায় অনেকেই ঋদ্ধিকে দলে নেওয়ার দাবি করছেন। শ্রীকর ভরত এখনও তৈরি নন, সেটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠের সিরিজ়েই দেখা গিয়েছে। এমন অবস্থায় ঋদ্ধিই সঠিক ক্রিকেটার বলে মনে করছেন অনেকে। এর মাঝেই তাঁকে সাবাসি দিয়ে এই দাবিকে আরও অনেকটাই উসকে দিয়েছেন বিরাট কোহলি।