উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ বাম যুব সংগঠনের ব্রিগেড(Brigade) সমাবেশ। তার আগে শনিবার রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের(Buddhadeb Bhattacharjee) বার্তা আনতে গিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা। গতকাল রাতে সিপিএমের(CPIM) কর্মীরা সামাজমাধ্যমে অসুস্থ বুদ্ধদেবের ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, বিছানায় এক কাত হয়ে শুয়ে রয়েছেন বুদ্ধদেব। নাকে লাগানো অক্সিজেনের নল। তাঁর হাত ধরে রয়েছেন মীনাক্ষী।
জানা গিয়েছে, রবিবারের ব্রিগেড সমাবেশে বুদ্ধদেবের বার্তা পাঠ করা হবে। বুদ্ধদেবের পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে বেরিয়ে ব্রিগেডের ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী বললেন, ‘উনি চিরকাল আমাদের কাছে শক্তি এবং আবেগ। উনি আমাদের হাত ধরে বলেছেন, রবিবার বড় ব্রিগেড হবে। ভাল ব্রিগেড হবে।’ তবে অসুস্থ বুদ্ধদেবের ছবি ছড়িয়ে দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে সিপিএমের অন্দরেও।
চার বছর আগে ধনখড়ের পোস্ট প্রত্যাহারের দাবি জানিয়ে সিপিএম নেতৃত্ব বলেছিলেন, ‘অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি সমাজমাধ্যমে দেওয়া রুচিহীনতার কাজ। তিনি ওই পোস্ট মুছে দিন।’ তবে এ বারের ছবি নিয়ে আপত্তি জানাননি সিপিএম নেতৃত্ব। দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পলাশ দাশ বলেন, ‘দুটো প্রেক্ষাপটকে এক করলে হবে না। সেই সময়ে এক জন অসুস্থ মানুষকে দেখতে গিয়ে তাঁর ছবি দিয়েছিলেন ধনখড়। এবার প্রাক্তনীর বার্তা আনতে গিয়েছিলেন বর্তমান যুব নেতৃত্ব।’