উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউতের সমালোচনার (Kangana Ranaut’s Criticism) জবাব দিলেন কংগ্রেস (Congress) নেত্রী প্রিয়াংকা গান্ধি (Priyanka Gandhi)। আসন্ন লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন কঙ্গনা রানাউত। প্রায়ই কংগ্রেসের সমালোচনা করতে শোনা যায় কঙ্গনার মুখে।
বুধবার বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউতের সমালোচনা নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সংবাদমাধ্যমকে তাঁর বিবৃতিগুলিকে ননসেন্স বলে প্রত্যাখ্যান করেন কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধি। প্রিয়াংকা বলেন, ‘আমরা কৃতজ্ঞ যে তিনি আমাদের সম্পর্কে কথা বলেছেন। কিন্তু আপনি কি চান যে আমি তার প্রতিটি বাজে কথার জবাব দিই?’ তবে কঙ্গনার সমালোচনার জবাব না দিলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করেন প্রিয়াংকা। কংগ্রেসের দ্বারা সনাতন ধর্মের উপর কোনও রকম ক্রমণের বিষয়টিও অস্বীকার করেছেন তিনি। আমরা সত্তার পূজো করি না, তবে আমরা শক্তির পুজো করি।’ বিজেপি সরকার সত্যের পথ অনুসরণ করছে না বলে অভিযোগ করে।
রবিবার একটি নির্বাচনি জনসভায় ভাষণ দেওয়ার সময় বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউত মন্তব্য করেছিলেন যে, ‘কংগ্রেস দল মহিলাদের অসম্মান করেছে। বিজেপির কোনও নেতা কখনও এমন আচরণে জড়িত ছিলেন না। কংগ্রেস ভারতীয় সংবিধানের স্থপতি বি আর আম্বেদকর, সুভাষচন্দ্র বসু, সাভারকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের মতো দেশ প্রেমিকদের সম্মান করতে ব্যর্থ হয়েছে। কংগ্রেস নেতাদের মানসিকতা এমন যে তারা আমাকে, বিজেপি সাংসদ হেমা মালিনী, জয়াপ্রদা এবং অন্যান্য মহিলাদেরকে তদের বয়স বা বৈবাহিক অবস্থা নির্বিশেষে অপমান করে। আমরা আশ্চর্য হই যে তারা কতটা নীচে নত হতে পারে।’ তিনি কংগ্রেসকে কটাক্ষ করে আরও বলেছিলেন, ‘কংগ্রেস সবসময়ই আমার জন্য ভয়ঙ্কর দল ছিল। পার্টিতে স্বজনপ্রীতি আমার জন্য অত্যন্ত সমস্যাযুক্ত, কারণ আমি আমার শিল্পে একই জিনিসের লক্ষ্য ছিলাম। আমি প্রকাশ্যে এর নিন্দা করেছিলাম। আমি এর বিরুদ্ধে লড়াই করেছি যা আমাকে শোষণ করেছিল। স্বজনপ্রীতি, গোষ্ঠীবাদ, বংশবাদী রাজনীতি, আমি এই দলটিকে ঘৃণা করি।’