উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজনীতি হোক বা বিনোদন, সবসময়ই রঙিন মানুষ হিসেবে পরিচিত তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি নিজেও এই বিশেষণটা উপভোগ করেন। তবে তাঁকে এখন শুধুমাত্র রাজনীতিবিদ বলা চলে না। তিনি অভিনেতাও বটে। খাতায় কলমে অভিনয় জগতে পা রেখেছেন মদন মিত্র। শীঘ্রই মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘ওহ লাভলি’। ইতিমধ্যেই সেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ছবিতে মদন মিত্র ছাড়াও রয়েছেন লাবণী সরকার, খরাজ মুখোপাধ্যায়, রাজনন্দিনী পাল ও রিক সহ অন্যান্যরা।
ছবিটি ভরপুর রোম্যান্টিক ছবি। সাধারণ প্রেমের গল্প। গ্রামে বাবার চাষাবাদ, ব্যবসা ফেলে শহরে চাকরির খোঁজে আসে ছবির প্রধান পুরুষ চরিত্র রিক। শহরে এসে এক মেয়ের প্রেমে পড়ে সে। এদিকে প্রেমে পড়লেও বাবা-মাকে সম্পর্কের কথা জানাতে পারে না রিক। আবার চাকরিও জোটাতে পারেনি। এদিকে নায়িকাও পালিয়ে বিয়ে করতে রাজি নন। শ্বশুরবাড়ির লোক ছাড়া বিয়ে করবে না সে। এরমধ্যেই মেয়েটির অন্য জায়গায় বিয়ে ঠিক হয়। এখানেই মদন মিত্রের এন্ট্রি। তিনি কি তাঁদের প্রেম সাহায্য করবেন না ব্যাঘাত ঘটাবেন, তা দেখার বিষয়। আগামী ২৫ অগাস্ট মুক্তি পেতে চলেছে ‘ওহ লাভলি’।