Sunday, May 5, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গTea Garden | উত্তরবঙ্গে চায়ের নয়া মরশুম কবে থেকে? কী জানাল টি...

Tea Garden | উত্তরবঙ্গে চায়ের নয়া মরশুম কবে থেকে? কী জানাল টি বোর্ড

নাগরাকাটা: উত্তরবঙ্গে চায়ের নয়া মরশুম শুরুর দিনক্ষণের কথা জানিয়ে দিল টি বোর্ড। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে ডুয়ার্স-তরাইয়ে ও ১ মার্চ থেকে পাহাড়ের বাগানে কাঁচা পাতা তোলার কাজ শুরু হবে। ভালো মানের পাতা না মেলার কারণে বেশ কয়েক বছর ধরেই টি বোর্ড শীতের শুখা মরশুমে উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দিয়ে আসছে। এবারের শীতে ডুয়ার্স-তরাইয়ে উৎপাদন বন্ধ হয় ২৩ ডিসেম্বর। অন্যদিকে, পাহাড়ে বন্ধ হয়েছিল ১১ ডিসেম্বর। গত বছরের তুলনায় এবার নয়া মরশুম কয়েকদিন এগিয়ে নিয়ে আসা হল। টি বোর্ডের ডেপুটি চেয়ারম্যান সৌরভ পাহাড়ি বলেন, তৈরি চায়ের গুনগতমান ভালো রাখার জন্যেই শীতে উৎপাদন বন্ধ এবং সঠিক সময় এলে তা চালু করার নির্দেশ দেওয়া হয়ে থাকে। এজন্য সংশ্লিষ্ট মহলের কাছ থেকে তাদের মতামতও শোনা হয়ে থাকে।

বুধবার জারি করা নির্দেশিকায় টি বোর্ডের(Tea Board) পক্ষ থেকে উৎপাদন চালুর পথে দু একটি ক্ষেত্রে ছাড় দেওয়ার কথাও জানানো হয়েছে। যেমন যে সমস্ত বাগান প্রুনিং (চা গাছ ছাটাই) করেছে তাঁরা যদি মনে করে বেঁধে দেওয়া দিনক্ষণের আগেভাগেই উৎপাদন মিলবে তবে চালুর জন্য আবেদন করতে পারে। পাশাপাশি অর্থোডক্স, গ্রীন টি ও স্পেশাল টি (সাদা, গোলাপী, পার্পলের মতো বিশেষ ধরনের) তৈরি করতে ইচ্ছুক বাগানগুলিও এজন্য আবেদন করতে পারবে। ওই অনুমতি আদায় করতে হবে টি বোর্ডে কর্মরত এমন সহ নির্দেশক পদ মর্যাদার আধিকারিকের কাছ থেকে। এর নীচুতলার আধিকারিকদের ওই অনুমতি দেওয়ার সংস্থান নেই। সহ নির্দেশক আবার অনুমতি দেওয়ার আগে বাগান(Tea Garden) ঘুরে প্রুনিং, সেচ ব্যবস্থা, বৃষ্টিপাতের পরিমাণ এই সমস্ত বিষয় খতিয়ে দেখবেন। তাঁকে নতুন কুঁড়ির ঝাঁক (ফ্লাসিং) এসেছে কিনা সেটা ভালো মতো দেখতে হবে।

এবার দিন কয়েক আগেই উৎপাদন চালুর অনুমতির বিষয়টি নিয়ে চা মহলের প্রতিক্রিয়া কিছুটা মিশ্র। জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বলেন, ‘এবার উত্তরবঙ্গের শীত যে প্রলম্বিত হবে তা আবহাওয়া দপ্তরের নানা রিপোর্ট কিংবা বাস্তব পরিস্থিতি দেখেও বোঝা যাচ্ছে। এমন পরিস্থিতিতে গাছে নতুন কুঁড়ি আসতেও দেরি হবে বলেই মনে করি। ভরা মরশুম মার্চের প্রথম সপ্তাহের আগে যে শুরু হবে না সেকথা বলাই যায়। তাই দ্রুত কাঁচা পাতা তোলা শুরু করে আমরা কীভাবে উপকৃত হব বুঝে উঠতে পারছি না।‘ টেরাই ইন্ডিয়ান টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহেন্দ্র বানসালের কথায়, ‘জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের আগে নতুন পাতা মেলার সম্ভাবনা ক্ষীণ। দেখা যাক কি হয়। আইটিপিএ-র ডুয়ার্স শাখার সম্পাদক রাম অবতার শর্মা বলেন, ‘যাদের বাগানে কাঁচা পাতা মিলবে তাঁরা ১২ ফেব্রুয়ারি থেকে উৎপাদন শুরু করে দিতেই পারে। না মিললে খানিকটা অপেক্ষা করতে হবে।‘

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Bajrang Punia | প্যারিস অলিম্পিকের আগে বড় ধাক্কা! কুস্তিগির পুনিয়াকে আচমকা নির্বাসিত করল নাডা...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্যারিস অলিম্পিকের আগে বড় ধাক্কা! হরিয়ানার ফ্রিস্টাইল কুস্তিগির বজরং পুনিয়াকে নির্বাসিত করল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা। ঠিক কী...

একই গ্রামের দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

0
সামসী: ঘর ছেড়ে বাইরে কাজে গিয়ে মৃত্যু হল একই রতুয়া-২ ব্লকের চাতর গ্রামের ২ পরিযায়ী শ্রমিকের। মণিরুল হক নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে মুম্বইয়ে।...

Kickboxing | বাবা রাজমিস্ত্রী, কিকবক্সিংয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতায় সোনা জিতল দুই সন্তান

0
বেলাকোবা : বাবা পেশায় রাজমিস্ত্রী। সেই পরিবারেরই ছেলে ও মেয়ে দু’জনেই রাজ্য জুনিয়র কিকবক্সিং প্রতিযোগিতায় সোনার পদক জিতে আনল। গত ৪ ও ৫ মে...

Cough syrup smuggling | সাইকেলের যন্ত্রাংশের আড়ালে কাফসিরাপ পাচারের চেষ্টা! বানচাল করল পুলিশ ও...

0
শিলিগুড়ি: গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাফসিরাফ উদ্ধার করল পুলিশ। সঙ্গে ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তারও করে নিউ জলপাইগুড়ি থানার...

Siliguri | কখনও রাস্তায় শুয়ে পড়ছেন, কখনও হুমকি দিচ্ছেন! রিকশাওয়ালাকে সামলাতে নাজেহাল ট্রাফিক

0
শিলিগুড়ি: ভেনাস মোড়ে  রবিবারের সকালে কার্যত তাণ্ডব করতে দেখা গেল এক রিকশা চালককে। কখনও তাঁকে দেখা যায় ভেনাস মোড়ের এই মাথা থেকে সেই মাথায়...

Most Popular