Sunday, May 19, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গWinter In North Bengal | আগামী তিনদিন আরও ‘শীতল’ উত্তরবঙ্গ, কিছু জায়গায়...

Winter In North Bengal | আগামী তিনদিন আরও ‘শীতল’ উত্তরবঙ্গ, কিছু জায়গায় বিশেষ সতর্কতা

সানি সরকার, শিলিগুড়ি: রোদের হাসিতেই বাড়ছে কম্পন। টানা কয়েকদিন পর সূর্যের দেখা মেলায় আমজনতা স্বস্তি পেয়েছে বটে, কিন্তু সন্ধে হতে না হতেই কাঁপুনি বেড়েছে উত্তরের সর্বত্রই। রোদের তেজে মেঘ কাটতেই, রাতের তাপমাত্রার পতন অনায়াসে। তাপমাত্রা আরও নামায় আগামী তিনদিন ‘কোল্ড ডে’র সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।

শৈত্যপ্রবাহের তেমন সম্ভাবনা না থাকলেও অস্বাভাবিক ঠান্ডা এবং ভারী কুয়াশার জন্য পাহাড় এবং সমতলের কিছু জায়গার জন্য বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। গতি নিয়ন্ত্রণের পাশাপাশি অতিসতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে চালকদের। আবহাওয়া দপ্তরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা বলছেন, ‘পশ্চিমী হাওয়ার অস্তিত্ব এখনও রয়েছে। ফলে কিছু এলাকায় কুয়াশা যেমন রয়েছে, তেমনই মেঘের আস্তরণ কার্যত সরে যাওয়ায় বাধাহীনভাবে উত্তুরে হাওয়া বইছে। ফলে রাতের তাপমাত্রা কমছে। তাই বিশেষ সতর্কতা নেওয়ার কথা বলা হয়েছে।’

এ যেন নানা রংয়ের শহর। প্রতিটি বাড়ির ছাদে রং মিলান্তি। টানা কয়েকদিন পর রোদের দেখা মিলতেই কার্যত প্রতিটি বাড়ি এদিন হয়ে উঠেছিল ‘ধোপাখানা’। যে যেমন পেরেছেন জমানো পোশাক ধুয়েছেন খুশি মনে। সাতসকালে আকাশ ঝলমলে হয়ে ওঠায় শহরের পথগুলিও বৃহস্পতিবার ফিরে পায় পুরোনো ছন্দ। কিন্তু সন্ধের পর শীত-হাওয়ায় ফিরে আসে গত কয়েকদিনের কম্পন। শহরগুলিতে কুয়াশার তেমন দাপট না থাকলেও গ্রামীণ এলাকা যথারীতি সন্ধে হতেই ঢাকা পড়ে কুয়াশায়। পাহাড়ও মুখ ঢাকে কুয়াশার চাদরে। তাৎপর্যপূর্ণভাবে এদিন কালিম্পংয়ের (সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেন্টিগ্রেড) থেকে কোচবিহার (৭.৯ ডিগ্রি সেন্টিগ্রেড) ছিল শীতলতম। সূর্যের দেখা মেলায় দিনের তাপমাত্রা (যদিও স্বাভাবিকের থেকে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কম) এদিন কিছুটা বৃদ্ধি পায়। কিন্তু সন্ধে হতে না হতেই দাপট শুরু হয়ে যায় উত্তুরে হাওয়ার। ফলে জাঁকিয়ে শীতে কাঁপন ধরে আমজনতার।

এই কাঁপন শুক্রবার রাত থেকে আরও বাড়বে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। যে কারণে শুক্র থেকে টানা তিনদিনের জন্য ‘কোল্ড ডে’র সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেন্টিগ্রেডের নীচে নামলে এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি কম থাকলে, ওইদিনকে শীতল দিন বা কোল্ড ডে হিসেবে চিহ্নিত করা হয়। বৃহস্পতিবার উত্তরবঙ্গের একাধিক শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১০-এর ঘরে থাকলেও, তা ২৪ ঘণ্টার মধ্যে অনেকটাই কমে যাবে বলে মনে করছেন আবহবিদরা, যা কিছুটা স্পষ্ট হয়েছে এদিন রাতের কাঁপুনিতে।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Money seized | হাওয়ালা ব্যবসায়ীদের ডেরায় হানা বিহার পুলিশের, নেপাল সীমান্ত রকসলে উদ্ধার ৯৪...

0
কিশনগঞ্জঃ নির্বাচনের মাঝেই ফের লক্ষ লক্ষ দেশি-বিদেশি টাকা উদ্ধার করল বিহার পুলিশ। রবিবার এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয় ইন্দো-নেপাল সীমান্ত পূর্ব চম্পারণ জেলার...

Cooch Behar | অক্সফোর্ডে সাফল্য কোচবিহারের মেয়ের, খুশির হাওয়া জেলাজুড়ে

0
কোচবিহার: এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও সাফল্যের চিহ্ন রাখল কোচবিহার। শনিবার বিশ্বসেরা এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের এমফিল ডিগ্রি গ্রহন করলেন কোচবিহারের মেয়ে মৌমিলি...

Belacoba | রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ, প্রতিবাদে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের   

0
বেলাকোবাঃ রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগে সরব হলেন গ্রামবাসীরা। ঘটনাটি জলপাইগুড়ির সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের। জানা গিয়েছে, বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ায় ৯...

Raiganj | ত্রিপুরার ব্যবসায়ী খুন কাণ্ড, রায়গঞ্জ থেকে ধৃত মূল পাণ্ডা

0
রায়গঞ্জ: অবশেষে ধরা পড়ল ত্রিপুরার প্রতিষ্ঠিত ব্যবসায়ী দুর্গাপ্রসন্ন দেব খুনের মূল পাণ্ডা রাকেশ বর্মন (৩৩)। রায়গঞ্জ থানা ও ত্রিপুরা পুলিশের যৌথ অভিযানে রায়গঞ্জ শহরের...

Kidnap | যুবতীকে অপহরণ! অপহৃতার খোঁজে তল্লাশি পুলিশের, গ্রেপ্তার মূল অভিযুক্তের কাকা    

0
রায়গঞ্জঃ এক তরুণীকে অপহরণ করে অন্যত্র লুকিয়ে রাখার অভিযোগে মূল অভিযুক্তের কাকাকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম টুলু...

Most Popular