Wednesday, May 1, 2024
HomeTop NewsLok Sabha Election 2024 | পাহাড়ে যোগী থেকে শা, সমতলে রাজনাথ

Lok Sabha Election 2024 | পাহাড়ে যোগী থেকে শা, সমতলে রাজনাথ

সানি সরকার, শিলিগুড়ি: শুধু রামনবমীতে ভরসা নয়। লোকসভা নির্বাচনের আগে প্রচার-জনসংযোগের ক্ষেত্রে কোনও ফাঁকফোকর রাখতে নারাজ বিজেপি। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা(Amit Shah) থেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh), উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও(Yogi Adityanath) আসছেন পাহাড়-সমতলের নির্বাচনি প্রচারে।

বিজেপি সূত্রে খবর, ২১ এপ্রিল দার্জিলিংয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমতলে প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য রাখার সম্ভাবনা রয়েছে। তার ২৪ ঘণ্টা আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী উঠবেন কালিম্পং পাহাড়ে। যার সলতে পাকানো শুরু হচ্ছে বৃহস্পতিবার শহরে মিঠুন চক্রবর্তীর রোড শো’র মধ্যে দিয়ে।

রামনবমীকে কেন্দ্র করে বুধবারের শহর ও মহকুমায় গেরুয়া ঝড়ের একটা বড় অংশ বিজেপির ভোটবাক্সে আছড়ে পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। বুধবার দলের কেন্দ্রীয় কমিটির তরফে শিলিগুড়ি সাংগঠনিক জেলার কাছে যে শিডিউল এসেছে, তাতে ২১ এপ্রিল সকাল ১১টায় দার্জিলিংয়ের মোটরস্ট্যান্ডে একটি সভায় যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আবহাওয়া অনুকূল থাকলে তিনি চপারেই দার্জিলিংয়ে যাবেন। নাহলে সড়কপথে। গত বিধানসভা নির্বাচনের আগে শা শিলিগুড়িতে রোড শো করেছিলেন। এবার কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাহাড়ে ওঠানো হচ্ছে? বিজেপির তরফে প্রতিশ্রুতি দেওয়ার পরেও ১১টি জনজাতির উপজাতির স্বীকৃতি না পাওয়ার বিষয়টি ভোটপ্রচারে তুলে ফায়দা তুলতে মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূলের জোটসঙ্গী ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। সেজন্য শা’কে দিয়ে নতুন করে আশ্বাস দিতে চাইছে বিজেপি।

পুরনিগমের তরফে মাঠের অনুমতি পাওয়া গেলে সেদিনই বিকেল ৪টায় বাঘা যতীন পার্কে সভা করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজনাথকে দিয়ে সমতলের ভোট ধরে রাখা লক্ষ্য বিজেপির। শনিবার দুপুরে আবার কালিম্পংয়ে বিস্টের সমর্থনে রোড শো করতে পারেন যোগী। দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপির কনভেনার পীযূষ আগরওয়াল বলেন, ‘দলের তিন শীর্ষ নেতার সফরসূচি পেয়েছি। দলের তরফে বৃহস্পতিবার থেকে প্রস্তুতি নেওয়া শুরু হয়ে যাবে।’

তৃণমূলের তারকা প্রচারক দেব ফিরতেই উত্তরবঙ্গের মাঠে বিজেপি নামিয়েছে তারকা মিঠুন চক্রবর্তীকে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে গুরুংবস্তি থেকে চম্পাসারির শ্রীগুরু বিদ্যামন্দির পর্যন্ত রোড শো করার কথা মিঠুনের। পাশাপাশি বাতাসিতে একটি জনসভায় তাঁর বক্তব্য রাখার কথা। সেদিনই ফাঁসিদেওয়া ব্লকের জালাসে কর্মসূচি রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শিলিগুড়ি শহরে রোড শো এবং জনসংযোগ যাত্রায় শুভেন্দু যোগ দেবেন ২৩ এপ্রিল। সমতলের পাশাপাশি পাহাড়ের মন জয়ের চেষ্টায় ভোটের ময়দানে নামতে চলেছেন বিজেপির মহারথীরা।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

অধীর ও সেলিমের সহায় বিজেপি

0
রন্তিদেব সেনগুপ্ত রাজনীতি একটি বিচিত্র খেলা। এই খেলায় আদর্শের পাট অনেকদিন আগেই ঘুচে গিয়েছে। আদর্শের জায়গাটি দখল করেছে স্বার্থ এবং নানাবিধ হিসেবনিকেশ। হয়তো এই...
iron water is falling, people of Dhalpal are angry about waste

Water | অঝোরে পড়ছে আয়রনযুক্ত জল, অপচয়ে ক্ষুদ্ধ ধলপলবাসী

0
তুফানগঞ্জ: একই এলাকায় দুই ছবি ধরা পড়ল। কোথাও দেড় বছর ধরে পানীয় জল পরিষেবা একদম বন্ধ। আবার কোথাও টানা ৬ মাস থেকে অঝোরে সবসময়...

Champions League | সেয়ানে সেয়ানে টক্কর, চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল-বায়ার্ন ম্যাচ ড্র

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকল মিউনিখের অ্যালিয়েঞ্জ এরিনা। ২-২ ড্র হল রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ...

Weather update | গরমে হাঁসফাঁস দক্ষিণ থেকে উত্তর, ৮ জেলায় রেড অ্যালার্ট

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমের সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। মঙ্গলবার রেকর্ড তাপমাত্রা ছুঁয়েছে কলকাতা। গরমে প্রাণ ওষ্ঠাগত অবস্থা দক্ষিণ থেকে উত্তরে।...

Cylinder Price | মাসের শুরুতেই কমল গ্যাস সিলিন্ডারের দাম, কলকাতায় কত?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাসের শুরুতেই স্বস্তির খবর। কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম (Commercial LPG Cylinder Price)। চারটি মেট্রো শহরেই ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের...

Most Popular