Sunday, April 28, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গজাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, দেহ আটকে স্থানীয়দের বিক্ষোভ

জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, দেহ আটকে স্থানীয়দের বিক্ষোভ

হরিশ্চন্দ্রপুর: জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম আফতাব (৪৫)। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে হরিশ্চন্দ্রপুর-চাঁচলগামী ৮১ নম্বর জাতীয় সড়কে কনুয়া বাসস্ট্যান্ড এলাকায়। আহত হয়েছেন ফাইজুদ্দিন নামে আরও একজন। তাঁরা সম্পর্কে কাকাতো ভাই। দু’জনই বিহার লাগোয়া মালসাবাদ এলাকার বাসিন্দা। ঘটনার পর ট্রাকটিকে আটক করা গেলেও চালক পলাতক। এদিকে দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা দেহ আটকে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। অবিলম্বে চালককে গ্রেপ্তার এবং মৃতের পরিবারকে যথাযোগ্য ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাতে থাকেন তাঁরা। ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ আসলেও তাঁদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন স্থানীয়রা। পরে পুলিশের মধ্যস্থতায় দেহ উদ্ধার করে চাঁচল মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন একটি বাইকে করে ওই দুই ব্যক্তি চাঁচল থেকে হরিশ্চন্দ্রপুরের দিকে আসছিল। তাঁদের পেছনে ছিল একটি লরি। কনুয়া বাসস্ট্যান্ডের কাছে লরিটি বেপরোয়া গতিতে বাইকটিকে পেছন থেকে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়ে যান চালক ফাইজুদ্দিন। নিয়ন্ত্রণ হারিয়ে ফাইজুদ্দিনের পিছনে থাকা আফতাব লরির পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এরপরই স্থানীয়রা ঘাতক লরিটিকে আটক করেন। কিন্তু চালক পালিয়ে যায়। আহত ফাইজুদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন অবরোধের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হরিশ্চন্দ্রপুর পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পলাতক ওই লরির চালকের খোঁজ চলছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Brown sugar | ইন্দো-নেপাল সীমান্তে মাদক সহ গ্রেপ্তার ২ পাচারকারী, উদ্ধার ৫০ গ্রাম ব্রাউন...

0
কিশনগঞ্জঃ শনিবার রাতে দুটি পৃথক অভিযানে ইন্দো-নেপাল সীমান্তে মাদক সহ গ্রেপ্তার দুই মাদক পাচারকারী। সীমান্তবর্তী দিঘলব্যাংক ও কোরোবাড়ি এলাকায় এসএসবির অভিযানে ধরা পড়ে দুই...

Haryana | মারা গিয়েছে প্রিয় পোষ্য, শোকে আত্মঘাতী তরুণী!

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাড়ির পোষ্যদের প্রতি মানুষের অকৃত্তিম ভালোবাসার বহু কাহিনী আমরা শুনেছি। এবার বাস্তবে এই ভালোবাসার চরম পরিণতি চাক্ষুষ করল হরিয়ানার মানুষ।...

Sand Smuggling | পুলিশের জালে ‘চুনোপুঁটি’, বীরপাড়ায় অধরা বালি পাচারের পান্ডারা

0
মোস্তাক মোরশেদ হোসেন, বীরপাড়া: দীর্ঘদিন ধরে রাতেরবেলা বেআইনিভাবে বালি পাচার (Sand Smuggling) করা হচ্ছে মাদারিহাট-বীরপাড়া ব্লকের বিভিন্ন নদী থেকে। এতে লোকসান হচ্ছে লিজহোল্ডারদের। প্রাপ্য...
Jalpaiguri's ashish have kept the cassette alive even today in the online age

Cassette | অনলাইন যুগে আজও ক্যাসেট বাঁচিয়ে রেখেছে জলপাইগুড়ির আশিষ

0
অনীক চৌধুরী, জলপাইগুড়ি: এখন কারও গান শুনতে ইচ্ছা করলে স্পটিফাই, গানা কিংবা ইউটিউবের বাইরে যেতে হয় না। বর্তমান যুগে অডিও ক্যাসেট, সিডি কিংবা ভিসিডি...

Lok sabha election 2024 | ‘সিপিএমের সঙ্গে জোটে আপত্তি ছিল, ওরা শোনেনি’, মালদায় কংগ্রেসকে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রবিবার সুজাপুরের সভা থেকে বাংলার কংগ্রেস-সিপিএমের জোট নিয়ে খড়গহস্ত হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনাওয়াজ...

Most Popular