কিশনগঞ্জ: ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল ১১টি কুঁড়েঘর। ঘটনাটি ঘটেছে বিহারের কিশনগঞ্জ জেলার দিঘলব্যাংকের শিঙ্গিমারী গ্রাম পঞ্চায়েতের ডাকোপাড়া গ্রামে।
জানা গিয়েছে, শনিবার দুপুরে নেপালের ঝাপা জেলা সংলগ্ন ডাকোপাড়া গ্রামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা আগুন নেভাতে শুরু করেন। খবর পেয়ে গ্রাম সংলগ্ন নেপালের ঝাপা জেলার শিবশতাংখী পুরসভা থেকে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগে গ্রামের পরপর ১১টি বাড়ি পুড়ে যায়।
স্থানীয় পঞ্চায়েতের তরফে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। মহকুমা শাসক জানান, এই ঘটনায় দুস্থ পরিবারগুলোকে সাহায্য় করা হবে।