উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্কুলে যাওয়ার পথে উলটে গেল পড়ুয়াবোঝাই বাস (School Bus Accident)। ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন পড়ুয়া। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) রাঁচিতে (Ranchi) মান্দার (Mandar) এলাকায়। আহত পড়ুয়াদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কারও চোট গুরুতর নয় বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে পড়ুয়াবোঝাই বাসটি সেন্ট মারিয়া স্কুলে যাচ্ছিল। স্কুল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে উলটে যায় বাসটি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। আহত পড়ুয়াদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদিকে, দুর্ঘটনার পরেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় চালক। তার খোঁজ শুরু করেছে পুলিশ।