উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের (Loksabha Election) মুখে ছত্তিশগড়ে নিরাপত্তারক্ষীদের (Security forces) সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল ১৮ জন মাওবাদীর (Maoists)। নিহত মাওবাদীর মধ্যে শীর্ষ মাও নেতা শংকর রাও রয়েছেন বলে খবর। এই হামলার জেরে নিরাপত্তারক্ষীদের তিন সদস্যও আহত হয়েছেন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের (Chhattisgarh) কাঁকর জেলায়। জানা গিয়েছে, কাঁকর জেলার শীর্ষ মাও নেতা ছিলেন শংকর। তাঁর মাথার দাম রাখা হয়েছিল ২৫ লক্ষ টাকা। এদিন ঘটনাস্থল থেকে চারটি একে-৪৭ রাইফেল সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে যৌথ অভিযান শুরু করে বিএসএফ (BSF) এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ ফোর্স (DRF)। এই ডিস্ট্রিক্ট রিজার্ভ ফোর্স ২০০৮ সালে মাও দমনের পাশাপাশি সীমান্তে নিরাপত্তার জন্যই গঠন করা হয়েছিল। মাওবাদী দমন অভিযানের জন্য এই এলাকায় বিপুল সীমান্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।আসন্ন লোকসভা নির্বাচনের সাতটি দফার মধ্যে দ্বিতীয় দফায় ভোট হবে এই এলাকায়। তাই নিরাপত্তা বজায় রাখতে মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে অভিযান চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা।