উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অবশেষে জল্পনার অবসান! পড়ল সিলমোহর। বিসিসিআই এর সঙ্গে চুক্তিবদ্ধ হল প্রসিদ্ধ ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস। ভারতীয় ক্রিকেট দলের কিট স্পনসর হল এই জার্মান সংস্থা। তবে অ্যাডিডাসের সঙ্গে কত টাকার বিনিময়ে কতদিনের জন্য এই চুক্তি করেছে বোর্ড তা অবশ্য জানা যায়নি। যদিও সূত্রের খবর চুক্তির অঙ্কটা ৩৫০ কোটি টাকা।
মাসকয়েক ধরেই তুমুল জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনায় সিলমোহর পড়ল। ভারতীয় ক্রিকেট দলের কিট স্পনসর হল জার্মান সংস্থা অ্যাডিডাস। যে সংস্থার জার্সি পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। যদিও আগেই রোহিত শর্মার ব্যক্তিগত স্পনসর অ্যাডিডাস।
সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে অ্যাডিডাসের সঙ্গে চুক্তির বিষয়ে ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। টুইটারে জয় শাহ লেখেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে কিট স্পনসর হিসেবে অ্যাডিডাসের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি হয়েছে। আমরা ক্রিকেটের প্রসারে প্রতিজ্ঞাবদ্ধ। সেই পরিস্থিতিতে বিশ্বের অন্যতম সেরা স্পোর্টস ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে অত্যন্ত উৎফুল্ল আমরা। স্বাগত অ্যাডিডাস।’
আগামী ৩১ মে চুক্তি শেষ হচ্ছে ভারতের বর্তমান কিট স্পনসর কিলার জিনসের সঙ্গে। এবার অ্যাডিডাসের কিট পরে মাঠে নামবে ভারতীয় ক্রিকেট দল। সেক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৭ জুন অ্যাডিডাসের জার্সি পরে মাঠে নামবে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। অন্যদিকে, নয়া মূল স্পনসরেরও খোঁজ চালাচ্ছে বিসিসিআই। বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের মূল স্পনসর বাইজুস হলেও নির্দিষ্ট সময়ের আগেই চুক্তিতে ইতি টানতে চায় সেই সংস্থা।
বিশ্বের তাবড়-তাবড় খেলোয়াড় এবং প্রতিযোগিতার সঙ্গে অ্যাডিডাসের চুক্তি আছে। ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির স্পনসর হল অ্যাডিডাস। আবার ফুটবল বিশ্বকাপেরও স্পনসর হল জার্মান সংস্থা। ফুটবল বিশ্বকাপে অ্যাডিডাসের বল ব্যবহৃত হয়। বিশ্বকাপে যে গোল্ডেন বল, গোল্ডেন বুট, গোল্ডেন গ্লাভসও দেওয়া হয়, তাতে অ্যাডিডাসের নাম থাকে। তাছাড়া জার্মানি, আর্জেন্টিনা, স্পেনের মতো দেশেরও কিট স্পনসর হল অ্যাডিডাস।