Saturday, December 2, 2023
HomeBreaking Newsবালাসোরের স্মৃতি ফিরল অন্ধ্রে, দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৬, আহত ৪০

বালাসোরের স্মৃতি ফিরল অন্ধ্রে, দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৬, আহত ৪০

নিউজ ব্যুরো: বালাসোরের স্মৃতি ফিরল অন্ধ্রপ্রদেশে! অন্ধ্রে দুটি ট্রেনের সংঘর্ষে মৃত্যু হল ৬ জনের। আহত হয়েছেন ৪০ জনেরও বেশি। রবিবার অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরম জেলায় ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ, প্রশাসন ও রেলের কর্তারা। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হবে।

রেল সূত্রে জানা গিয়েছে, এদিন বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে হয়েছে। এর ফলে বিশাখাপত্তনম-রায়গড় ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। ইস্ট সেন্ট্রাল রেলওয়ের সিপিআরও বলেছেন, দুটি ট্রেনের সংঘর্ষ হয়েছে। উদ্ধার কাজ চলছে। তবে নিহত ও আহতদের সঠিক পরিসংখ্যান এখনও জানা যায়নি।

এদিকে, দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি। স্বাস্থ্য, পুলিশ সহ অন্য সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে উদ্ধারকাজ চালাতে এবং আহতদের চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে রেলওয়ে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। বিশাখাপত্তনম এবং ভিজিয়ানগরমের নিকটবর্তী জেলাগুলি থেকে যতটা সম্ভব অ্যাম্বুল্যান্স পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments