Monday, May 20, 2024
HomeBreaking Newsঠাঁই হল না শান্তার, আদিবাসী অঙ্কেই রাজ্যসভায় প্রার্থী তৃণমূলের প্রকাশ

ঠাঁই হল না শান্তার, আদিবাসী অঙ্কেই রাজ্যসভায় প্রার্থী তৃণমূলের প্রকাশ

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার থেকে রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন আদিবাসী নেতা প্রকাশ চিকবড়াইক। মূলত আদিবাসী ভোটের অঙ্কেই প্রকাশকে এবার রাজ্যসভায় পাঠাতে চাইছে তৃণমূল। বর্তমানে তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি পদে আছেন চা বাগানের কর্মী প্রকাশ চিকবড়াইক। বয়সে তরুণ এই আদিবাসী নেতা দ্রুত দলের আভ্যন্তরীণ রাজনীতিতে শীর্ষনেতাদের প্রিয়পাত্র হয়ে উঠেছেন। তবে তাতেই প্রকাশের রাজ্যসভার সাংসদ হওয়ার পথ প্রশস্ত হয়নি।

পর্যবেক্ষকদের একাংশের মতে প্রকাশ চিকবড়াইককে রাজ্যসভার প্রার্থী করার পেছনে রয়েছে আদিবাসী অঙ্ক। গত লোকসভা নির্বাচনের সময় থেকেই স্পষ্ট হয়েছে আলিপুরদুয়ারে চা বলয়ে নিজেদের প্রভাব বাড়িয়েছে বিজেপি। বিধানসভা নির্বাচনের সময়ও তা স্পষ্ট হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে আদিবাসী চা শ্রমিকরা কি রায় দেয় তা স্পষ্ট না হলেও তৃণমূল মনে করছে অবিলম্বে দলের প্রতি আদিবাসীদের আস্থা ফেরানো জরুরি। যেখানে আলিপুরদুয়ার থেকে বিজেপির সাংসদ রয়েছে সেখানে প্রকাশকে রাজ্যসভায় পাঠালে তিনি বিজেপির মোকাবিলা আরও শক্ত হাতে করতে পারবেন। এছাড়াও উত্তরবঙ্গ থেকে এতদিন তৃণমূলের একমাত্র সাংসদ ছিলেন পাহাড়ের নেত্রী শান্তা ছেত্রী। এবার শান্তাকে টিকিট দেয়নি তৃণমূল। ফলে উত্তরবঙ্গ থেকে আরও একজনকে সাংসদ করা দলের প্রয়োজন ছিল। সেক্ষেত্রে প্রকাশ চিকবড়াইককে বেছে নিয়েছে দল।

নিউল্যান্ডস চা বাগানের শ্রমিক পরিবারের ছেলে প্রকাশ ১৯৯৯ সালে মাধ্যমিক উত্তীর্ণ হয়। ২০০৪ সালে শিলিগুড়ি সূর্যসেন কলেজ থেকে গ্র্যাজুয়েশন করে নিউল্যান্ডস চা বাগানে করণিক হিসেবে কাজে যোগ দেন। এখনও তিনি চা বাগানের একজন কর্মী হিসেবেই রয়েছেন। ২০১৮ সালে প্রথম পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে এন কে এস গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার জেলায় তৃণমূলের ভরাডুবি হয়। বিধানসভা ভোটের পর ওই বছরই দলের জেলা সভাপতি হিসেবে প্রকাশ চিকবড়াইককে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এরপর আলিপুরদুয়ার জেলার দু’টি পুরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দুটি পুরসভা নির্বাচনে শাসক দল সাফল্যের মুখ দেখতে পায়। সেই বিষয়টিও প্রকাশের পক্ষে গিয়েছে। প্রকাশ চিকবড়াইক বলেন, ‘দল যখন যে দায়িত্ব দিয়েছে তা নিষ্ঠার সঙ্গে পালন করেছি। আগামী দিনেও দলের একজন অনুগত সৈনিক হিসেবে কাজ করে যাব।’ দলের জেলা চেয়ারম্যান মৃদুল গোস্বামী জানিয়েছেন, এই প্রথম আলিপুরদুয়ার জেলা থেকে রাজ্যসভার সাংসদ প্রার্থী হিসেবে একজনের নাম উঠে এল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সমাজের মানুষের প্রতি এবং তাঁদের উন্নয়নের দিকে যে বিশেষ নজর রাখেন প্রকাশকে প্রার্থী করা সেটাই প্রমাণ করল।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
শমিদীপ দত্ত, শিলিগুড়ি: ফোর লেনের কাজ শুরু হতেই লক্ষ্মীলাভ আশপাশের বাড়ির মালিকদের। চম্পাসারি সেতু থেকে চেকপোস্ট পর্যন্ত চোখ রাখলেই তা স্পষ্ট হয়। রাস্তার দু’ধারে...

Molestation | যৌন হেনস্তাকাণ্ডে মুখ খুলল বিএসএফ, ঘনিষ্ঠ মুহূর্ত স্বামী দেখে ফেলতেই মিথ্যে অভিযোগ...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উলুবেড়িয়ায় গৃহবধূকে যৌন হেনস্তা কাণ্ডে এবার মুখ খুলল বিএসএফ। গৃহবধূর অভিযোগ, প্রাতর্ভ্রমণে বেরিয়ে এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাঁর সঙ্গে যৌন...

Theft Case | পরপর চুরি, আতঙ্ক ছড়াচ্ছে শিলিগুড়ি শহরে

0
শিলিগুড়ি: ক্রেতা সেজে দোকান থেকে বহুমূল্য ঘড়ি চুরি (Theft case) করে চম্পট দিল চোর। শনিবার ঘটনাটি ঘটে শিলিগুড়ি (Siliguri) সেবক রোডে। গোটা ঘটনায় চাঞ্চল্য...
Unpaid class head teacher during summer vacation

Siliguri | গরমের ছুটিতে অবৈতনিক ক্লাস প্রধান শিক্ষকের, অভিনব উদ্যোগে খুশি অভিভাবকরা

0
তমালিকা দে, শিলিগুড়ি: গরমের ছুটি চলছে। তার ওপর রবিবার। স্বাভাবিকভাবে স্কুল ইউনিফর্ম পরা পড়ুয়াদের দেখে কিছুটা অবাক হয়েছিলেন পথচলতি মানুষ। শিলিগুড়ি(Siliguri) পুরনিগমের ৩৬ নম্বর...

Yami Gautam | ইয়ামি-আদিত্যর পরিবারে নতুন সদস্য, সন্তানের নাম কী রাখলেন দম্পতি?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইয়ামি গৌতম (Yami Gautam) ও তাঁর স্বামী আদিত্য ধরের (Aditya Dhar) পরিবারে এল নতুন সদস্য। অক্ষয় তৃতীয়ার দিন পুত্রসন্তানের (Baby...

Most Popular