Thursday, May 9, 2024
HomeBreaking Newsঠাঁই হল না শান্তার, আদিবাসী অঙ্কেই রাজ্যসভায় প্রার্থী তৃণমূলের প্রকাশ

ঠাঁই হল না শান্তার, আদিবাসী অঙ্কেই রাজ্যসভায় প্রার্থী তৃণমূলের প্রকাশ

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার থেকে রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন আদিবাসী নেতা প্রকাশ চিকবড়াইক। মূলত আদিবাসী ভোটের অঙ্কেই প্রকাশকে এবার রাজ্যসভায় পাঠাতে চাইছে তৃণমূল। বর্তমানে তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি পদে আছেন চা বাগানের কর্মী প্রকাশ চিকবড়াইক। বয়সে তরুণ এই আদিবাসী নেতা দ্রুত দলের আভ্যন্তরীণ রাজনীতিতে শীর্ষনেতাদের প্রিয়পাত্র হয়ে উঠেছেন। তবে তাতেই প্রকাশের রাজ্যসভার সাংসদ হওয়ার পথ প্রশস্ত হয়নি।

পর্যবেক্ষকদের একাংশের মতে প্রকাশ চিকবড়াইককে রাজ্যসভার প্রার্থী করার পেছনে রয়েছে আদিবাসী অঙ্ক। গত লোকসভা নির্বাচনের সময় থেকেই স্পষ্ট হয়েছে আলিপুরদুয়ারে চা বলয়ে নিজেদের প্রভাব বাড়িয়েছে বিজেপি। বিধানসভা নির্বাচনের সময়ও তা স্পষ্ট হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে আদিবাসী চা শ্রমিকরা কি রায় দেয় তা স্পষ্ট না হলেও তৃণমূল মনে করছে অবিলম্বে দলের প্রতি আদিবাসীদের আস্থা ফেরানো জরুরি। যেখানে আলিপুরদুয়ার থেকে বিজেপির সাংসদ রয়েছে সেখানে প্রকাশকে রাজ্যসভায় পাঠালে তিনি বিজেপির মোকাবিলা আরও শক্ত হাতে করতে পারবেন। এছাড়াও উত্তরবঙ্গ থেকে এতদিন তৃণমূলের একমাত্র সাংসদ ছিলেন পাহাড়ের নেত্রী শান্তা ছেত্রী। এবার শান্তাকে টিকিট দেয়নি তৃণমূল। ফলে উত্তরবঙ্গ থেকে আরও একজনকে সাংসদ করা দলের প্রয়োজন ছিল। সেক্ষেত্রে প্রকাশ চিকবড়াইককে বেছে নিয়েছে দল।

নিউল্যান্ডস চা বাগানের শ্রমিক পরিবারের ছেলে প্রকাশ ১৯৯৯ সালে মাধ্যমিক উত্তীর্ণ হয়। ২০০৪ সালে শিলিগুড়ি সূর্যসেন কলেজ থেকে গ্র্যাজুয়েশন করে নিউল্যান্ডস চা বাগানে করণিক হিসেবে কাজে যোগ দেন। এখনও তিনি চা বাগানের একজন কর্মী হিসেবেই রয়েছেন। ২০১৮ সালে প্রথম পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে এন কে এস গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার জেলায় তৃণমূলের ভরাডুবি হয়। বিধানসভা ভোটের পর ওই বছরই দলের জেলা সভাপতি হিসেবে প্রকাশ চিকবড়াইককে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এরপর আলিপুরদুয়ার জেলার দু’টি পুরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দুটি পুরসভা নির্বাচনে শাসক দল সাফল্যের মুখ দেখতে পায়। সেই বিষয়টিও প্রকাশের পক্ষে গিয়েছে। প্রকাশ চিকবড়াইক বলেন, ‘দল যখন যে দায়িত্ব দিয়েছে তা নিষ্ঠার সঙ্গে পালন করেছি। আগামী দিনেও দলের একজন অনুগত সৈনিক হিসেবে কাজ করে যাব।’ দলের জেলা চেয়ারম্যান মৃদুল গোস্বামী জানিয়েছেন, এই প্রথম আলিপুরদুয়ার জেলা থেকে রাজ্যসভার সাংসদ প্রার্থী হিসেবে একজনের নাম উঠে এল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সমাজের মানুষের প্রতি এবং তাঁদের উন্নয়নের দিকে যে বিশেষ নজর রাখেন প্রকাশকে প্রার্থী করা সেটাই প্রমাণ করল।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Bishnoi gang shooter arrested | বড় সাফল্য পুলিশের, ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার লরেন্স বিষ্ণোই...

0
কিশনগঞ্জ: বিহার পুলিশের হাতে ধরা পড়ল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের শার্প শুটার (Bishnoi gang shooter arrested) কৃষ্ণ কুমার ওরফে জয় প্রকাশ। নেপাল সীমান্ত লাগোয়া বিহারের...

Huge cash recovered | লোকসভা ভোটের মাঝেই ট্রাক থেকে উদ্ধার টাকার পাহাড়, পরিমাণ জানলে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার চতুর্থ দফার লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। ওইদিনই অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) ২৫ আসনে ভোট। তার ঠিক আগে সেখানে...

HS Result 2024 | বাবা পানের দোকান চালান, অদম্য জেদকে সঙ্গী করেই উচ্চমাধ্যমিকে ভালো...

0
জলপাইগুড়ি: ইচ্ছে পুলিশ হওয়ার। সেই ইচ্ছে কতটা পূরণ হবে জানে না সদ্য উচ্চমাধ্যমিকে (HS Result 2024) ৮৮.৮ শতাংশ নম্বর পেয়ে পাশ করা জলপাইগুড়ির রূপসা...

Siliguri | রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে আচমকাই আগুন, যা হল তারপর…

0
শিলিগুড়ি: রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে আচমকাই আগুন (Fire)। শিলিগুড়ির (Siliguri) শক্তিগড় এলাকার ঘটনা। বৃহস্পতিবার শক্তিগড় ৩ নম্বর রাস্তায় একটি বাড়ির সামনে গাড়িটি দাঁড়িয়ে ছিল। জানা...

HS Result 2024 | বিরল রোগে বেঁকে গিয়েছে মেরুদণ্ড, হার না মেনে উচ্চমাধ্যমিকের ফলে...

0
বালুরঘাট: বেঁকে যাওয়া মেরুদণ্ডকে সঙ্গী করে উচ্চমাধ্যমিকে ৪৮২ নম্বর পেয়ে তাক লাগাল বালুরঘাটের জয়দীপ সামন্ত। সে গত তিন বছর ধরে অ্যানকিওলজিং স্পন্ডেলাইটিসের সঙ্গে লড়াই...

Most Popular