Saturday, April 27, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৪টি বাড়ি, গাজোলে দমকল কেন্দ্র স্থাপনের দাবি স্থানীয়দের  

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৪টি বাড়ি, গাজোলে দমকল কেন্দ্র স্থাপনের দাবি স্থানীয়দের  

গাজোলঃ মঙ্গলবার বিকেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চারটি বাড়ি। ঘটনাটি ঘটেছে গাজোলের হরিদাস গ্রামে। অগ্নিকাণ্ডে সমস্ত কিছু খুইয়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকেরা। খবর দেওয়ার এক ঘণ্টার পর ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে। দমকল কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। গাজোলে পর পর আগুন লাগার ঘটনায় আবার দমকল কেন্দ্র স্থাপনের দাবি জোরালভাবে উঠতে শুরু করেছে।

জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্বান্ত হয়েছেন পঙ্কজ বিশ্বাস, সহদেব বিশ্বাস, পরিমল বালো এবং অধীর বালোর পরিবার। আগুন লেগে যাওয়ার পর প্রথমে সাবমারসিবল পাম্প দিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান গ্রামবাসীরা। কিন্তু হঠাৎ করে লোডশেডিং হয়ে যাওয়ায় পরে শ্যালো মেশিন দিয়ে আগুন নেভানোর কাজ চলে। আগুন লাগার খবর শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে গাজোল থানার পুলিশ। আসেন গাজোল ব্লক বিপর্যয় ব্যবস্থাপন দপ্তরের আধিকারিক সৌরভ দত্ত।

বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, সহদেব বিশ্বাসের বাড়িতে রান্না করার সময় বিকেল চারটে নাগাদ রান্নাঘরে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সে আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়ি গুলিতে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিমল বালোর স্ত্রী সন্ধ্যা বালো জানালেন, তিনি নিজে একটি নার্সারি স্কুলে কাজ করেন। স্বামী ভ্যান চালান। এই করেই চলে তাদের সংসার। বড় মেয়ে প্রিয়াঙ্কা পড়ে কলেজের থার্ড ইয়ারে। ছোট মেয়ে পাপিয়া সপ্তম শ্রেণীর ছাত্রী। বড় মেয়ের বিয়ের জন্য খেয়ে না খেয়ে তিল তিল করে সোনা দানা টাকা-পয়সা জোগাড় করেছিলেন। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সবকিছু। পরণের কাপড় ছাড়া এখন আর কিছুই নেই তাদের।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

CM Mamata Banerjee | ‘বিজেপির ডুবন্ত জাহাজকে কেউ বাঁচাতে পারবে না’, এক্স হ্যান্ডেলে তোপ...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) দ্বিতীয় পর্বের দিন সন্দেশখালিতে (Sandeshkhali) সিবিআই, এনএসজির তল্লাশিতে অস্ত্রভাণ্ডারের খোঁজ মেলে। আর এনিয়ে...

Sandeshkhali | ভোটের দিন কেন সন্দেশখালিতে সিবিআই হানা? কমিশনকে চিঠি দিল তৃণমূল   

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুক্রবার সন্দেশখালিতে শাহজাহান শেখের ডেরায় হানা দিয়েছিল সিবিআই। সেখানে এই তৃণমূল নেতার এক আত্মীয়ের ফাঁকা বাড়ি থেকে উদ্ধার প্রচুর দেশি-বিদেশি...

Red sea | উত্তপ্ত লোহিত সাগর, ভারতগামী জাহাজে মিসাইল হামলা হাউথিদের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের উত্তপ্ত লোহিত সাগর (Red sea)। ভারতগামী একটি তেলের ট্যাংকারে (Oil tanker) মিসাইল হামলা চালাল ইয়েমেনের হাউথিরা। সূত্রের খবর, শনিবার ভারতগামী...

Tourism affected | তীব্র গরমে পর্যটনে প্রভাব উত্তরে, পর্যটকশূন্য মূর্তি সহ গোটা ডুয়ার্স  

0
চালসাঃ পর্যটক শূন্য ডুয়ার্সের মূর্তি। একে লোকসভা নির্বাচনের আবহ, পাশাপাশি রাজ্য জুড়ে তীব্র দাবদাহ সেই কারণেই ডুয়ার্সমুখী হচ্ছে না পর্যটকেরা। যারা উত্তরের সৌন্দর্য উপভোগ...

Chakulia | চাকুলিয়ার স্পর্শকাতর বুথে শান্তিপূর্ণ ভোট, ভেবড়ায় প্রিয় নেতার স্মরণে কাঁদলেন ভোটাররা

0
মহম্মদ আশরাফুল হক, চাকুলিয়া: প্রায় দশ মাস আগের কথা। চাকুলিয়ার (Chakulia) ভেবড়া এবং সাহাপুরের নয়াহাটের বাসিন্দাদের যদি কেউ শান্তিপূর্ণ ভোটের কথা বলতেন, তাঁরা হয়তো...

Most Popular