Wednesday, May 8, 2024
HomeExclusiveChakulia | চাকুলিয়ার স্পর্শকাতর বুথে শান্তিপূর্ণ ভোট, ভেবড়ায় প্রিয় নেতার স্মরণে কাঁদলেন...

Chakulia | চাকুলিয়ার স্পর্শকাতর বুথে শান্তিপূর্ণ ভোট, ভেবড়ায় প্রিয় নেতার স্মরণে কাঁদলেন ভোটাররা

মহম্মদ আশরাফুল হক, চাকুলিয়া: প্রায় দশ মাস আগের কথা। চাকুলিয়ার (Chakulia) ভেবড়া এবং সাহাপুরের নয়াহাটের বাসিন্দাদের যদি কেউ শান্তিপূর্ণ ভোটের কথা বলতেন, তাঁরা হয়তো বিশ্বাস করতেন না। কারণ গত পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন তিনজন। সেই আতঙ্ক এতদিন বাসিন্দাদের তাড়া করত। কিন্তু এই লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) ছবিটা পালটে গেল। কেন্দ্রীয় বাহিনীর সৌজন্যে নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি এলাকাবাসী। তবে বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী তথা তৃণমূলের যুব নেতা মহম্মদ শাহেনশাকে মনে করে শুক্রবার কাঁদলেন অনেকেই।

২০২৩ সালের ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ছিল। রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল চাকুলিয়ার বেশ কয়েকটি এলাকা। সংঘর্ষে প্রাণহানি হয়েছিল তিনজনের। তারপর থেকে ভোট মানেই আতঙ্ক বাসিন্দাদের কাছে। স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত বুথগুলিতে তাই এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

অযথা ভিড় করতে দেওয়া হয়নি। এমনকি, অনুমতি থাকা সত্ত্বেও সাংবাদিকদের এলাকার অনেক বুথের ছবি তুলতে দেওয়া হয়নি বলেও অভিযোগ। প্রচণ্ড তাপপ্রবাহ উপেক্ষা করে এলাকার ভোটাররা লাইনে দাঁড়ান। নয়াহাট বুথের ভোটার জাফর ইকবাল বলেন, ‘গত পঞ্চায়েত নির্বাচনে তিন মৃতের মধ্যে দুজন আমাদের গ্রাম জাগিরবস্তির বাসিন্দা ছিলেন। ওই ঘটনার পর অনেকেই আতঙ্কে রাতে ঘুমাতে পারতেন না। এবারও রাজনৈতিক নেতারা আশ্বাস দিলেও ভয় কাটেনি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কথায় বুথমুখো হন অনেকে। কিন্তু এদিন সবটা শান্তিভাবে হওয়ায় আমরা সবাই খুব খুশি।’ স্থানীয় রতন দাস, আনসার আলমরাও একই কথা বললেন।

গত পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক সংঘর্ষে মারা যান বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী মহম্মদ শাহেনশা। তৃণমূলের ওই যুব নেতা ১৯২ নম্বর ভেবড়া বুথের ভোটার ছিলেন। নম্র আচরণ ও ভালো ব্যবহারের জন্য তিনি বেশ জনপ্রিয় ছিলেন। তাই তাঁর অকালমৃত্যু মেনে নিতে পারেননি এলাকাবাসী। এদিন তাঁকে মনে করে অনেকেরই চোখে জল দেখা গিয়েছিল। তাঁদের মধ্যে একজন সোহনলাল সিংহ। তিনি বলেন, ‘শাহেনশার কাছে হিন্দু-মুসলিম ভেদাভেদ ছিল না। এলাকার কারও বিয়ে থেকে মৃত্যু, যে কোনও কাজে তাঁকে পাশে পাওয়া যেত। পঞ্চায়েত ভোটের দিন আমরা সেই প্রিয় নেতাকে হারিয়ে ফেলি।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Train Service | দক্ষিণে প্রবল ঝড়বৃষ্টি, উত্তরবঙ্গগামী ট্রেন চলাচলে বিঘ্ন

0
শিলিগুড়ি: ঝড়বৃষ্টির (Heavy Rain) প্রভাব পড়ল এবার ট্রেন চলাচলে (Train Service)। মঙ্গলবার রাতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড়বৃষ্টি (Storm) হয়। বীরভূম, বর্ধমানের পাশাপাশি কলকাতায়...

0
নিউজ

বিএসএফের গুলিতে নিকেশ দুই বাংলাদেশি যুবক!

0
ফাঁসিদেওয়া: ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ওপারে দুই বাংলাদেশির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার ভোরে বিএসএফের ফকিরপাড়া বিওপির কাছে ফাঁসিদেওয়া ব্লকের মানগছ এলাকায় কাঁটাতারের ভিতরে...

SSC scam | ‘যোগ্য হয়েও অযোগ্যদের মতই হয়ে রয়েছি’, চাকরি বাতিলে স্থগিতাদেশের পরও আক্ষেপ...

0
শিলিগুড়ি: সুপ্রিম কোর্টের রায়ে কিছুটা হলেও আশার আলো দেখছেন আমবাড়ির হরিহর হাই স্কুলের শিক্ষিকা অনামিকা রায়। মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি ববিতা সরকারের হাত ঘুরে...

Hamidul Rahman | নির্বাচনি সভায় ভোটার-বিরোধীদের হুমকি! বিধায়ক হামিদুলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে কমিশন ...

0
চোপড়াঃ দ্বিতীয় দফা ভোটের আগে দলীয় প্রার্থীর প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। সেই বিতর্কিত মন্তব্যের পর নির্বাচন কমিশনে অভিযোগ...

Most Popular