Friday, May 3, 2024
HomeBreaking News‘রাইস মিলের অ্যাকাউন্ট খুলে দিন, শ্রমিকদের বেতন আটকে আছে’, বিচারককে আর্জি অনুব্রত’র

‘রাইস মিলের অ্যাকাউন্ট খুলে দিন, শ্রমিকদের বেতন আটকে আছে’, বিচারককে আর্জি অনুব্রত’র

আসানসোল: রাইস মিলের অ্যাকাউন্ট খুলে দিন। ২০০ শ্রমিকের বেতন আটকে রয়েছে। আদালতে কাতর আবেদন তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের। বৃহস্পতিবার সকালে গোরু পাচার মামলায় আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে ভার্চুয়াল শুনানিতে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল ও সায়গল হোসেন। তবে এদিনের শুনানিতে তাঁদের হয়ে কোনও আইনজীবী সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে উপস্থিত ছিলেন না। এই মামলার তদন্তকারী অফিসার বা আইও উপস্থিত না থাকলেও, সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমার হাজির ছিলেন।

এদিন শুনানির শুরুতেই বিচারক অনুব্রত মণ্ডলকে দেখে বলেন, ‘আপনাকে খুব ক্লান্ত লাগছে?’। তার উত্তরে অনুব্রত বলের, ‘আমার শরীর ভালো নেই।’ বিচারক জানতে চান, ‘চিকিৎসক দেখাচ্ছেন? চিকিৎসা হচ্ছে?’ অনুব্রত বলেন, ‘হ্যাঁ। হাসপাতালের মেডিকেল ওয়ার্ডে আছি।’ তখন বিচারক বলেন, ‘চিকিৎসা নিয়ে বিশেষ কিছু বলার হলে আমাকে বলতে পারেন। আমি বিষয়টি দেখব।’ এরপর অনুব্রত বলেন, ‘আমাকে আসানসোল জেলে ফেরত পাঠানো হোক।’ বিচারক বলেন, ‘এতে আমার কিছু করার নেই। দিল্লি হাইকোর্ট তো আপনার আবেদন খারিজ করেছে।’ অনুব্রত আরও বলেন, ‘রাইস মিলের অ্যাকাউন্ট খুলে দেওয়া হোক। ওই মিলে ২০০ জন কাজ করেন। তাঁরা বেতন পাচ্ছেন না। বিদ্যুতের বিল দিতে না পারায় ইলেকট্রিকের লাইন কেটে দেওয়া হয়েছে।’ এর প্রেক্ষিতে বিচারক বলেন, ‘আইনজীবীর মাধ্যমে আবেদন করুন।’ এই প্রসঙ্গে সিবিআইয়ের আইনজীবী বলেন, ‘তদন্ত এখনও চলছে। অ্যাকাউন্ট খোলা নিয়ে আইওর সঙ্গে কথা বলতে হবে।’

পাশাপাশি এদিন আরও একবার সায়গল বিচারককের কাছে তাঁর বাজেয়াপ্ত করা গয়না ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করেন। তখন বিচারক সিবিআইয়ের আইনজীবীকে বলেন, ‘অনেকদিন হয়েছে। পরবর্তী শুনানির দিনে গয়না নিয়ে পুরো রিপোর্ট আদালতে পেশ করতে হবে।’ আগামী ৭ জুন এই মামলার পরবর্তী শুনানি হবে। এদিন শুনানির পর বিচারক রাজেশ চক্রবর্তী দিল্লির তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে একটি মেল পাঠান। তাতে অনুব্রতর শারীরিক অবস্থা ও তাঁর চিকিৎসার দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গোরু পাচার মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে দিল্লির তিহাড় জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল ও তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন। অন্যদিকে, গোরু পাচারের অন্য একটি মামলা আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতে চলছে। এর আগে গত ২৭ এপ্রিল আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে গোরু পাচার মামলায় দিল্লির তিহাড় জেল থেকে অনুব্রত ও সায়গলের ভার্চুয়াল শুনানি হয়েছিল। সেদিনও অনুব্রত বিচারকের কাছে তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে দরবার করেছিলেন। পাশাপাশি তাকে দিল্লির তিহাড় জেল থেকে আসানসোল জেলে ফিরিয়ে নিয়ে যাওয়ার কাতর আবেদন করেছিলেন। এই তিহাড় জেলে রয়েছেন অনুব্রত মন্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল। তদন্তে সহযোগিতা না করায়, গত ২৬ এপ্রিল ইডি দিল্লিতে তাঁকে গ্রেপ্তার করে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

trisha from poor family with good result in Madhyamik

Madhyamik Result | মেধার কাছে হার মানল দারিদ্র্য, মাধ্যমিকে নজরকাড়া ফল তৃষার

0
সৌরভ দেব, জলপাইগুড়ি: মেধার কাছে হার মানল দারিদ্র্য। মাধ্যমিকে ৮৫ শতাংশ নম্বর পেয়ে দুঃস্থ পরিবারে সন্তান তৃষা মজুমদার নজির গড়ল। তৃষা জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস...

Madhyamik Result 2024 | চরম দরিদ্রতার সঙ্গে লড়াই করে মাধ্যমিকে নজরকাড়া ফল জলপাইগুড়ির ববোইয়ের

0
অনসূয়া চৌধুরী, জলপাইগুড়ি: সংসারে নুন আনতে পান্তা ফুয়োয় অবস্থা। চরম আর্থিক অনটনের সঙ্গে লড়াই করে এবার মাধ্যমিকে (Madhyamik Result 2024) নজরকাড়া ফল করেছে ববোই...

Howrah | পঞ্চায়েত অফিসে ঢুকে প্রধানকে লক্ষ্য করে গুলি, সাসপেন্ড অভিযুক্ত ৩ তৃণমূল নেতা,...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার দুপুরে গুলি চালনার ঘটনা ঘটল বাঁকড়া-৩ পঞ্চায়েত অফিসে। মুখে কাপড় বেঁধে পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।...

Adhir Ranjan Chowdhury | খুন হতে পারেন কুণাল! এ কী বলছেন অধীর চৌধুরী?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। ফলস্বরূপ হারাতে হয়েছে ‘পদ’।...

Mamata Banerjee | কংগ্রেসের সঙ্গে রাজ্যে বিরোধ, অথচ রাহুলের পাশেই দাঁড়ালেন মমতা! কেন?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একইদিনে পূর্ব বর্ধমানে উপস্থিত মোদি-মমতা। মোদি (PM Narendra Modi) বর্ধমান ছাড়তেই রায়নায় দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা (Election campaign) করলেন মুখ্যমন্ত্রী...

Most Popular