Wednesday, May 8, 2024
HomeTop News৭ দিনের জন্য হস্টেলে বন্দি! মোদির 'মন কি বাত' না শোনায় শাস্তি...

৭ দিনের জন্য হস্টেলে বন্দি! মোদির ‘মন কি বাত’ না শোনায় শাস্তি ৩৬ নার্সিং পড়ুয়াকে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান না শোনার জেরে ৩৬ নার্সিং পড়ুয়াকে হস্টেলে বন্দি করল পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ(পিজিআইএমইআর) কর্তৃপক্ষ। গত মাসে চণ্ডীগড়ের ওই কলেজে মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠানের শততম পর্ব ছিল। সেখানে অংশ না নেওয়ায় ৩৬ জন নার্সিং ছাত্রীকে এক সপ্তাহের জন্য হস্টেল থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। শৃঙ্খলাভঙ্গের কারণে এই সিদ্ধান্ত বলে লিখিতভাবে সে কথা জানিয়েছে পিজিআইএমইআর কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং এডুকেশনের(এনআইএনই) সমস্ত নার্সিং পড়ুয়াদের ক্যাম্পাসে এই অনুষ্ঠানে উপস্থিতি বাধ্যতামূলক বলা হয়েছিল। ৩০ এপ্রিল সেখানেও ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনতে চিকিৎসক সহ সকলকে বেলা ১১টায় অডিটোরিয়ামে উপস্থিত হতে বলা হয়। তা সত্ত্বেও অনুষ্ঠানে অংশ নেয়নি তৃতীয় বর্ষের ২৮ জন নার্সিং ছাত্রী ও প্রথম বর্ষের ৮ জন নার্সিং ছাত্রী। তাঁরা অধিবেশনে না আসার কোনও কারণও জানাননি। তারপরই পিজিআইএমইআর কর্তৃপক্ষ তাঁদের এক সপ্তাহের জন্য হস্টেল না ছাড়ার নির্দেশ দেন। এই নির্দেশটি কেবলমাত্র তাদের নিয়মিত পাঠ্যসূচির কার্যক্রমের অংশ হিসাবে উপস্থিত থাকার উদ্দেশ্যে দেওয়া হয়েছিল।

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ‘যেহেতু কিছু পড়ুয়া অধিবেশনে উপস্থিত না থাকার কোনও কারণ জানাননি এবং তাঁদের জন্য আয়োজিত অনুষ্ঠান থেকে বিরত ছিলেন তাই কলেজ কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বৃহত্তর জনস্বার্থের খাতিরে বিষয়টিকে উড়িয়ে দেওয়া উচিত নয়।‘

কেন্দ্রের তথ্য ও সম্প্রচার এবং শিক্ষা মন্ত্রক চিঠি দিয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানকে জানিয়েছিল ৩০ এপ্রিল ক্যাম্পাসে ‘মন কি বাত’ এর শততম পর্ব শোনানোর ব্যবস্থা করতে। কিন্তু পড়ুয়া সহ সকলের শোনা বাধ্যতামূলক বলা হয়নি সরকারি নির্দেশনায়। তা সত্ত্বেও চণ্ডীগড়ের ওই প্রতিষ্ঠান কেন ছাত্রীদের শাস্তি দিল তা নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Rabindranath Tagore Jayanti | জন্মজয়ন্তীতে কবিগুরুকে শ্রদ্ধা মোদি-মমতার, বাংলায় কবিতা প্রধানমন্ত্রীর গলায়

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী (Rabindranath Tagore Jayanti)। এই উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় কবিগুরুকে নিয়ে তৈরি একটি ভিডিও বার্তায়...

Bengal Weather | বৃষ্টিতে এক ধাক্কায় কমল তাপমাত্রা, স্বস্তিতে বঙ্গবাসী

0
শিলিগুড়ি: গত কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি হচ্ছে (Bengal Weather)। রবিবারের পাশাপাশি সোমবারও বৃষ্টি হয়েছে দার্জিলিং, কালিম্পং, পেডং, নেওড়া, রংগো, ঝালং, মূর্তি,...

Train Service | দক্ষিণে প্রবল ঝড়বৃষ্টি, উত্তরবঙ্গগামী ট্রেন চলাচলে বিঘ্ন

0
শিলিগুড়ি: ঝড়বৃষ্টির (Heavy Rain) প্রভাব পড়ল এবার ট্রেন চলাচলে (Train Service)। মঙ্গলবার রাতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড়বৃষ্টি (Storm) হয়। বীরভূম, বর্ধমানের পাশাপাশি কলকাতায়...

0
নিউজ

বিএসএফের গুলিতে নিকেশ দুই বাংলাদেশি যুবক!

0
ফাঁসিদেওয়া: ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ওপারে দুই বাংলাদেশির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার ভোরে বিএসএফের ফকিরপাড়া বিওপির কাছে ফাঁসিদেওয়া ব্লকের মানগছ এলাকায় কাঁটাতারের ভিতরে...

Most Popular