Friday, May 10, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গআয়রনযুক্ত জলই ভরসা, পিএইচই'র প্রকল্প গড়ে তোলার দাবিতে সরব এলাকাবাসী

আয়রনযুক্ত জলই ভরসা, পিএইচই’র প্রকল্প গড়ে তোলার দাবিতে সরব এলাকাবাসী

সামসী: আজও পরিশ্রুত পানীয়জল থেকে বঞ্চিত চাঁচল-২ ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের দামাইপুর গ্রামের বাসিন্দারা। দামাইপুর গ্রাম ছাড়াও পাশের কালিগঞ্জ, দক্ষিণ কালিগঞ্জ, দুর্গাপুর, ওল্ড দামাইপুর, নয়াটোলা, ওল্ড দামাইপুর, চাঁন্দুয়া, জিয়াগাছি প্রভৃতি গ্রামের হাজার হাজার মানুষ পিএইচই’র পরিশ্রুত পানীয়জল থেকে বঞ্চিত। ওই এলাকার বাসিন্দাদের ভরসা নলকূপের আয়রনযুক্ত পানীয়জল। এই আয়রনযুক্ত পানীয়জল পান করে বাসিন্দারা নানা ধরণের পেটের অসুখে ভোগেন। তাছাড়া গরমকালে জলস্তর অনেকটা মাটির নীচে নেমে যাওয়ায় নলকূপগুলিতে ঠিকমতো জল ওঠে না। এছাড়া বহু নলকূপ বিকল হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। এই নিয়ে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। শীঘ্রই দামাইপুর এলাকায় একটি পিএইচই’র প্রকল্প গড়ে তোলার দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা।

ওই এলাকার বাসিন্দা তথা পেশায় শিক্ষক মজিবুর রহমান জানান, পরিশ্রুত পানীয়জলের জন্য পিএইচই প্রকল্প গড়ে তোলার জন্য বিগত কয়েকদিন পঞ্চায়েত, বিডিও ও জেলা প্রশাসনকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু এব্যাপারে কারও কোনও হেলদোল নেই। স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য মানিরুল ইসলাম বলেন, দামাইপুর গ্রামে পরিশ্রুত পানীয়জলের জন্য একটি প্রকল্প প্রয়োজন রয়েছে। পরিশ্রুত পানীয়জলের জন্য একটি প্রকল্প নির্মাণের বিষয়টি তিনি বিডিওকে ও জেলা জনস্বাস্থ্য কারিগরী দপ্তরে লিখিতভাবে জানাবেন যাতে খুব শীঘ্রই প্রকল্পটি নির্মিত হয়। চাঁচল-২ এর বিডিও দিব্যোজোতি দাস জানান, বাসিন্দাদের দাবি মেনে বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হবে।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
১। Weather Report | সোমবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস, আজ দুর্যোগ কোন কোন জেলায়? উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাওয়া অফিস জানাচ্ছে, আজ শুক্রবারও শহর কলকাতা...

Bagdogra Airport | প্রবেশপথে লাইনে দাঁড়ানোর দিন শেষ, বাগডোগরা বিমানবন্দরে মুখ চিনবে প্রযুক্তি

0
খোকন সাহা, বাগডোগরা: আর মাত্র মাসখানেকের অপেক্ষা। বাগডোগরা বিমানবন্দরে (Bagdogra Airport) প্রবেশের মুখে সচিত্র পরিচয়পত্র হাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার দিন ফুরোতে চলেছে। এবার থেকে...

North Bengal University | কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়ার তোড়জোড়, কোর্সে বদল আনছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

0
শুভজিৎ দত্ত, নাগরাকাটা: কলেজ স্তরের নয়া ভর্তিতে (College Admission) কোর্সের ক্ষেত্রে রদবদল করেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় (North Bengal University)। নতুন শিক্ষানীতি-২০২০ অনুযায়ীই (New Education Policy)...
water-crisis

Siliguri Water Crisis | শিয়রে জলসংকট, ট্যাংকার-পাউচ দিয়ে তেষ্টা মেটানোর মরিয়া চেষ্টা

0
ভাস্কর বাগচী ও রাহুল মজুমদার, শিলিগুড়ি: সাতসকালে কিছু ওয়ার্ডে জল মিলেছে বটে, কিন্তু বিকেল হতেই বদলে গেল ছবিটা (Siliguri Water Crisis)। ঘড়ির কাঁটায় চোখ...

Tufanganj | উচ্চমাধ্যমিকে তুফানগঞ্জের যমজ দুই ভাইয়ের নজরকাড়া ফলাফল ,মহকুমায় সম্ভাব্য প্রথম অমৃতাভ পাল

0
তুফানগঞ্জ: অল্পের জন্য উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় স্থান পেল না তুফানগঞ্জ নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল হাইস্কুলের যমজ দুই ভাই অঞ্জনাভ পাল ও অমৃতাভ পাল। তাদের প্রাপ্ত...

Most Popular