Tuesday, May 14, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গবালুরঘাটে অবাধে চলছে নম্বরহীন টোটো, চিন্তায় পরিবহন দপ্তর

বালুরঘাটে অবাধে চলছে নম্বরহীন টোটো, চিন্তায় পরিবহন দপ্তর

বালুরঘাট: শহরের রাস্তায় দিব্যি দাপিয়ে বেড়াচ্ছে নম্বরহীন টোটো। কিন্তু প্রশাসনের তরফে টোটোদের নির্দিষ্ট মোটর আইন মেনে গাড়ি রেজিস্ট্রেশনের কথা বলা হয়েছিল। যে বার্তা শুনে অনেক টোটোচালক রেজিস্ট্রেশনে এগিয়ে এসেছিলেন। কিন্তু রেজিস্ট্রেশন না থাকা সত্ত্বেও অধিকাংশ টোটোই রমরমিয়ে ঘুরছে। যার জেরে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আগ্রহ হারাচ্ছে টোটোচালকরা। এই বিষয়টি স্বীকার করেছেন খোদ জেলা আঞ্চলিক পরিবহন আধিকারিক।

টোটোর দাপটে এখন শহরের রাস্তায় চলা দায়। অলিগলি থেকে শুরু করে জাতীয় সড়ক পর্যন্ত এর দৌরাত্ম্যে নাকাল হতে হচ্ছে শহরবাসীকে। উপরন্তু এই টোটোর সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। লাগামহীনভাবে টোটোর সংখ্যা বৃদ্ধির কারণে চিন্তায় পড়েছে আঞ্চলিক পরিবহন দপ্তর। কিন্তু টোটো আমদানির প্রথম থেকেই বিভিন্ন জটিলতার কারণে বেগ পেতে হচ্ছে দপ্তরকে। এমনকি শোকজ থেকে শুরু করে আদালতে পর্যন্ত যেতে হচ্ছে আধিকারিকদের। প্রথম পর্যায়ে শহরের টোটো চলাচলের জন্য পুরসভা থেকে নম্বর প্লেট দেওয়া হয়েছিল। যেখানে ২০০টির বেশি টোটোকে নম্বর দেওয়া হবে না বলে জানানো হয়েছিল। কিন্তু সেসব এখন অতীত। বর্তমান পরিস্থিতিতে যে কেউ টোটো কিনে রাস্তায় নেমে পড়ছেন। যার ফলে টোটোই চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার চাইতে পায়ে হেঁটে যাওয়াতেই স্বচ্ছন্দ্য বোধ করছেন অনেকে। যার মধ্যে সিংহভাগ টোটোর বৈধ নম্বর প্লেট নেই। তাদের পরিবহন দপ্তর বা ট্রাফিক কেউই আটকাচ্ছে না। যা দেখে বুকে বল পাচ্ছেন নতুন টোটোচালকরা। তারা তাদের টোটো নিয়ে আর পরিবহন দপ্তরে গিয়ে নম্বর প্লেট লাগাচ্ছেন না। কারণ যেখানে নম্বরহীনভাবে নির্বিঘ্নে রাস্তায় টোটো চালানো যায়। সেখানে টাকা খরচ করে মোটর আইনে নিজেকে বেধে ফেলতে চাইছেন না তারা। কিন্তু এই মনোভাবের সঙ্গে জোরাল হচ্ছে দুর্ঘটনার কবলে পড়লে পথচারীদের নিরাপত্তার বিষয়টি। কারণ কোনও টোটো কাউকে আঘাত করলে তার পরিচয় পাওয়ার কোনও উপায় নেই। এমনকি ইন্সুরেন্সের প্রশ্নও অধরা থেকে যাবে।

বালুরঘাট পুর বাসস্ট্যান্ড চত্বরে হেলমেটহীন বাইকচালকদের ধরপাকড় করছিলেন ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার। সেখানে রাস্তার উপর সারি সারি নম্বরহীন টোটো বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। তাদের বলার কেউ নেই। এক টোটোচালক অমিত হালদারের মতে, ‘এর আগে ভেবেছিলাম রেজিস্ট্রেশন করিয়ে নেব। কিন্তু ৯০ শতাংশ টোটো দেখছি রেজিস্ট্রেশন ছাড়াই চলছে। কেউ বাধা দিচ্ছে না। তাই টাকা ফালতু খরচ করতে ইচ্ছে হয়নি।’

মঙ্গলপুর এলাকার টোটোচালক কনক দাস রেজিস্ট্রেশন করিয়েছেন। তাঁর কথায়, ‘আমাদের ভয় দেখিয়ে এক কথায় বোকা বানানো হল। নম্বর প্লেট ছাড়া টোটোর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। এই বৈমাত্রিক সুলভ আচরণ মোটেই কাম্য নয়।’

এই বিষয়ে আঞ্চলিক পরিবহন আধিকারিক সৌমেন বিশ্বাস বলেন, ‘নতুন গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে। কিন্তু আগের চেয়ে টোটো রেজিস্ট্রেশনের সংখ্যা অনেক কমে গিয়েছে। তবে নম্বরহীন টোটো নিয়ে আমরা পদক্ষেপ করব। এই নিয়ে পথ নিরাপত্তা বৈঠকে পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে। আসলে পরিস্থিতি অনেক জটিল হয়ে গিয়েছে। কেন রেজিস্ট্রেশন এখন হচ্ছে? এই প্রশ্ন তুলে আলিপুর কোর্ট থেকে আধিকারিকদের ডাকা হয়েছে। এখন রেজিস্ট্রেশন চললেও যে কোনও সময় এই প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে।’

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

স্বপ্নের নাম হতে পারে তেঁতুলিয়া করিডর

0
  অমিত দে উত্তরবঙ্গে প্রতিবার লোকসভা ভোটের মুখে যেসব নির্বাচনি ইস্যু ভেসে আসে তার অন্যতম হল তেঁতুলিয়া করিডর। জলপাইগুড়ি থেকে পশ্চিমে প্রায় সতেরো কিমি গেলেই...

৭ ফুট লম্বা লাউ চাষ করে তাক লাগালেন তুফানগঞ্জের রূপম

0
তুফানগঞ্জ: লম্বায়  ৭/৮ ফুট লাউ আগে কোথাও দেখেছেন  ?  উত্তর প্রদেশে এই লাউ এর চাষ হয়ে থাকে বলেই জানা যায়। এবার উত্তরবঙ্গের তুফানগঞ্জে এই...

দেশের নির্বাচন আর একতরফা নয়

0
  উত্তম সেনগুপ্ত ভোটের মাঝপথে এসে দুটো ট্রেন্ড স্পষ্ট। প্রথমত, এটি আর একটা ঘোড়ার দৌড় নয়। দ্বিতীয়ত, ইন্ডিয়া জোট অপ্রত্যাশিত ভালো লড়াই চালাচ্ছে। তৃতীয়ত, চূড়ান্ত...

বেহাল সেতু সংস্কারের দাবিতে পথ অবরোধ গোসানিমারিতে

0
সিতাই: বেহাল সেতু সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ ব্লকের গোসানিমারিতে। প্রায় দু'ঘণ্টা চলে অবরোধ। স্থানীয় সূত্রে...

Accident | ভুটভুটির চাকা ফেটে দুর্ঘটনা, গুরুতর আহত তিন

0
কুমারগঞ্জ: ভুটভুটির চাকা ফেটে দুর্ঘটনা ঘটল। সোমবার রাত আটটা নাগাদ কুমারগঞ্জ থানার জাখিরপুর গ্রাম পঞ্চায়েতের তুলোট মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত হয়েছেন তিনজন।...

Most Popular