Monday, May 13, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গআজ থেকেই শুরু চাঁচল রাজার পুজো, সপ্তমী থেকে পূজিত হবেন অষ্টধাতুর চতুর্ভুজা...

আজ থেকেই শুরু চাঁচল রাজার পুজো, সপ্তমী থেকে পূজিত হবেন অষ্টধাতুর চতুর্ভুজা চণ্ডী মূর্তি

চাঁচল: এখনও ১২ দিনের অপেক্ষা। শুরু হয়ে গেছে দুর্গাপুজোর কাউন্টডাউন। তবে চাঁচলের পাহাড়পুরে রবিবার থেকেই পুজোর ঢাকে কাঠি পড়ে গেল। প্রথা এবং ঐতিহ্য মেনেই কৃষ্ণনবমীর সকালে মরা মহানন্দার সতীঘাটে ঘট ভরে পুজো শুরু হয়ে গেল পাহাড়পুর চণ্ডীমণ্ডপে। ষোড়শ শতাব্দীর শেষভাগে চাঁচলের রাজা রামচন্দ্র রায় চৌধুরীর হাত ধরে শুরু হয় এই পুজো। প্রায় ৩৫০ বছরেরও বেশি প্রাচীন এই পুজো চাঁচলে রাজার পুজো হিসেবেই খ্যাত।

কথিত আছে, রাজা রামচন্দ্র দেবীর স্বপ্নাদেশ পেয়ে মহানন্দার সতীঘাট থেকে অষ্টধাতুর মা চণ্ডীর একটি চতুর্ভুজা মূর্তি নিয়ে এসে প্রতিষ্ঠা করেন। রাজ পরিবারের এক মহিলা সেখানে সতী হয়েছিল বলেই সেটি সতীঘাট নামে পরিচিত। প্রথমে যেখানে খড়ের ছাউনি ছিল পরবর্তীতে রাজা শরৎচন্দ্র রায় চৌধুরী সেখানে একটি পাকা দুর্গা দালান তৈরি করেন। যেটি পাহাড়পুর চণ্ডীমণ্ডপ নামে পরিচিত। রাজা নেই, নেই রাজ্যপাট। এই মুহূর্তে এই পুজো স্থানীয় লোকজনই পরিচালনা করেন। তবে রাজার পুজোতে রাজ আমল থেকে চলে আসা সমস্ত নিয়ম এখনও পালন করা হয়। এদিন সকালে মঙ্গল ঘট ভরে এনে শুরু হয় পুজো। কৃষ্ণনবমীর দিন থেকে ষষ্ঠী পর্যন্ত হবে ঘট পুজো এবং চণ্ডীপাঠ। সপ্তমীর দিন চাঁচল রাজার ঠাকুরবাড়ি থেকে দেবী চণ্ডীর অষ্টধাতুর বিগ্রহ আনা হয় মন্দিরে। এদিন পুজো শুরু হতেই পাহাড়পুর জুড়ে যেন উৎসবের আমেজ। প্রথম দিন থেকেই ভিড় জমিয়েছেন ভক্তরা।

পুজোর পুরোহিত অচিন্ত্যকুমার মিশ্র বলেন, ‘আজ থেকে পুজো শুরু হল। দশমী পর্যন্ত চলবে। এখানে দেবী দশভূজা নয় চতুর্ভূজা। চণ্ডী রূপে পূজিত হন দেবী। ষষ্ঠী অবধি ঘট পুজো হবে। সপ্তমীর দিন থেকে অষ্টধাতুর বিগ্রহ এবং মাটির প্রতিমার পুজো হবে।‘

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Asansol | সন্দেশখালি নিয়ে মোদি-শা’কে তোপ শত্রুঘ্নর, আক্রমণ বিজেপি প্রার্থীকেও

0
আসানসোল: সন্দেশখালি নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’কে (Amit Shah) তোপ দাগলেন আসানসোলের (Asansol) তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা (Shatrughan...
jump to the river to save a drowning friend Both bodies were recovered

Malda | তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে ভাগীরথীতে মরণঝাঁপ! দেহ উদ্ধার দু’জনেরই

0
মালদা: নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল দুই বন্ধু। স্থানীয় বাসিন্দারা এক বন্ধুর দেহ খুঁজে পেলেও, দ্বিতীয় বন্ধুকে খুঁজে পেতে নদীতে নামতে হয়...

S Jaishankar | ‘তদন্ত করানোর যোগ্য কোনও তথ্য কানাডা দেয়নি’, নিজ্জর মামলায় বিস্ফোরক জয়শংকর

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় সংস্থাকে দিয়ে তদন্ত করানোর যোগ্য কোনও তথ্য এখনও পাওয়া যায়নি কানাডার তরফে। খলিস্তানি জঙ্গি নেতা হরদীপ সিং নিজ্জর (Hardeep...

Eye Bank | এমজেএন মেডিকেলে খুলতে চলেছে ‘আই ব্যাংক’, থাকবে চক্ষুদানের সুবিধে

0
কোচবিহার: ‘আই ব্যাংক’ খুলতে চলেছে কোচবিহারে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে। যারা মরণোত্তর চক্ষুদান করবেন, তাঁদের চোখের কর্ণিয়া সংগ্রহ করে দৃষ্টিহীনদের চোখে প্রতিস্থাপন করার...

Lok Sabha Elections 2024 | ‘বিজেপি এবার ২০০ আসনও ছুঁতে পারবে না’, দাবি মমতার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবারের লোকসভা নির্বাচনে বিজেপি ২০০টি আসনও পাবে না, এমনই দাবি করলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্য়ের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সোমবার বনগাঁয়...

Most Popular