Sunday, May 19, 2024
Homeজাতীয়নতুন সংসদ ভবনের নাম ‘সাভারকার সদন’, সেন্ট্রাল হলের নাম হোক ‘ক্ষমা কক্ষ’:...

নতুন সংসদ ভবনের নাম ‘সাভারকার সদন’, সেন্ট্রাল হলের নাম হোক ‘ক্ষমা কক্ষ’: মহাত্মা গান্ধির প্রপৌত্র

নয়াদিল্লি: নতুন সংসদ ভবনের নাম পালটে রাখা হোক ‘সাভারকার সদন’, ঐতিহাসিক সেন্ট্রাল হলের নাম রাখা হোক ‘ক্ষমা কক্ষ’। ২৮ মে হিন্দু মহাসভার নেতা বীর সাভারকারের ১৪০ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বারা দেশের নতুন সংসদ ভবনের দ্বারোদঘাটন প্রসঙ্গে এই মর্মে তীব্র কটাক্ষ করলেন মহাত্মা গান্ধির প্রপৌত্র, ইতিহাসবিদ তুষার গান্ধি।

সম্প্রতি, লোকসভা সচিবালয়ের তরফে জানানো হয়, আগামী ২৮ মে সংসদে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ৯৭০ কোটি টাকা খরচে নির্মিত নয়া সংসদ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি। হঠাৎ তড়িঘড়ি সংসদ ভবনের দ্বারোদঘাটন নিয়ে কেন মরিয়া কেন্দ্র, তা নিয়ে জল্পনা শুরু হয়। এরপরই প্রকাশ্যে আসে ওই একইদিনে পালিত হবে আরএসএস এবং হিন্দু মহাসভার জাতীয়তাবাদী নেতা বীর সাভারকারের ১৪০ তম জন্মতিথি। আজীবন জাতির জনক মহাত্মা গান্ধি তথা জাতীয় কংগ্রেসের বিরোধিতা করে আসা সাভারকারের জন্মজয়ন্তীতে নব্য সংসদ ভবনের উদ্বোধন করায় মোদি সরকারের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছে কংগ্রেস সহ তামাম বিরোধী শিবির। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ চূড়ান্ত অবমাননাকর ও ভারতীয় ঐতিহ্যের প্রতি অপমান হিসেবেই দেখছেন বিরোধীরা।

এই প্রসঙ্গেই সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগেছেন গান্ধির প্রপৌত্র তুষার গান্ধি। টুইটে তিনি দাবি করেছেন, ‘নতুন সংসদ ভবনের নাম রাখা হোক সাভারকার সদন, সেন্ট্রাল হলের নাম-মাফি কক্ষ বা ক্ষমা কক্ষ’। স্বাধীনতা আন্দোলনের সময়ে আন্দামানের সেলুলার জেল থেকে পরিত্রাণ পেতে ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা যাচিকা পেশ করেছিলেন সাভারকার, সেই সূত্রেই ব্যাঙ্গার্থে সেন্ট্রাল হলের নাম পালটে ‘ক্ষমা কক্ষ’ করার প্রস্তাবনা তুষারের, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ৷ শুক্রবারে পর, শনিবারও সংশ্লিষ্ট ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে বিষোদগার করতে দ্বিধা করেনি কংগ্রেস।

এদিন বর্ষীয়ান কংগ্রেস নেতা ও সাংসদ জয়রাম রমেশ বলেন, ‘নীতিহীনতা ও দ্বিচারিতার চরম দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একদিকে তিনি বিদেশের মাটিতে গান্ধিজির আবক্ষ মূর্তি উন্মোচন করছেন, আর কয়েকদিন পর তাঁরই বিরোধী ও হত্যার ছকে শামিল সাভারকারের জন্মতিথি উপলক্ষ্যে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন তিনি। ইতিহাস এই ভয়াবহ দ্বিচারিতার জন্য বিজেপিকে কখনই ক্ষমা করবে না।’

উল্লেখ্য, এই মুহূর্তে জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদার আমন্ত্রণে তিনদিনের জি ৭ বৈঠকে যোগ দিতে শুক্রবার জাপানে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার হিরোসিমাতে মহাত্মা গান্ধির নব্য প্রতিষ্ঠিত মূর্তিতে মাল্যদানও করেন তিনি। জয়রাম রমেশের কটাক্ষ সেই সূত্রেই। অন্যদিকে এও শোনা যাচ্ছে, নতুন সংসদ ভবন চত্বরে ঠাঁই পাচ্ছে না মহাত্মা গান্ধির চিরপরিচিত ধ্যানমগ্ন সুবিশাল সেই গ্রানাইট মূর্তি। একসময়ে পুরোনো সংসদ ভবনের প্রধান দ্বারপ্রান্তের বিপরীতে পূর্ণ মহিমায় বিরাজমান গান্ধি মূর্তিটিকে রেল ভবনের সম্মুখে অর্থাৎ নতুন সংসদ ভবনের পিছনের দিকে তা নতুন করে প্রতিষ্ঠা করা হবে বলে জানা গিয়েছে। বলার অপেক্ষা রাখে না, এ নিয়েও অচিরেই নতুন করে শোরগোল ও বিতর্কের মুখে পড়তে চলেছে মোদি সরকার, মত বিশেষজ্ঞ মহলের একাংশের।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

IPL | ধোনির চেন্নাইকে হারিয়ে আইপিএলের চতুর্থ দল হিসাবে শেষ চারে বেঙ্গালুরু

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপিএলের চতুর্থ দল হিসাবে প্লে অফে উঠল বেঙ্গালুরু। বেঙ্গালুরু বনাম চেন্নাইয়ের  গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন...

Siliguri | তিস্তায় জলস্তর বেড়ে আটক ২, উদ্ধারে শুরু তৎপরতা

0
শিলিগুড়ি: পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে তিস্তার জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় বিপত্তি ঘটলো রংপোতে। নদীতে আটকে পড়লেন দু'জন। তবে তাঁরা স্থানীয় না পর্যটক তা স্পষ্ট...

Patiram | ঘুমের মধ্যেই বেহুঁশ করে চুরি, যাওয়ার আগে আইসক্রিম খেলো চোরের দল

0
পতিরাম: এ যেন ফিল্মি কায়দায় চুরি। পরিবারকে গ্যাস স্প্রে করে অচৈতন্য করে বাড়ির সর্বস্ব চুরি করল চোরের দল। যাওয়ার আগে খেয়ে গেল আইসক্রিম। নগদ...

Bomb Recovered | বিস্ফোরণের পর ফের উদ্ধার জারভর্তি বোমা, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

0
কালিয়াচক: কালিয়াচকের রাজনগর মডেল গ্রামে বোমা বিস্ফোরণের পর আরও এক জার বোমা উদ্ধার (Bomb recovered) হল ঘটনাস্থল থেকে। ওই জার থেকে ৯টি প্লাস্টিকের বলবোমা...

Minority Scholarship Scam | স্কলারশিপের টাকা আত্মসাৎ! অভিযুক্ত ২ জনকে হেপাজতে চায় সিআইডি

0
বিশ্বজিৎ সরকার, করণদিঘি: মাইনোরিটি স্কলারশিপের (Minority Scholarship Scam) কোটি কোটি টাকা তছরুপের দায়ে অভিযুক্ত মহম্মদ ফইজুল রহমান ও আবদুস সামাদকে নিজেদের হেপাজতে নিতে চায়...

Most Popular