Wednesday, May 1, 2024
HomeTop Newsহাতির হানায় ভাঙল দেওয়াল, ইট-সিমেন্টের চাঙরে চাপা পড়ে জখম মহিলা  

হাতির হানায় ভাঙল দেওয়াল, ইট-সিমেন্টের চাঙরে চাপা পড়ে জখম মহিলা  

নাগরাকাটাঃ হাতির হামলায় বিছানার ওপর ভেঙে পড়া দেওয়ালের একাংশে চাপা পড়ে জখম হলেন এক মহিলা। ভাঙা দেওয়ালের খাঁজে লুকিয়ে পড়ে বরাত জোরে বাঁচলেন আরও এক মহিলা। ঘটনাটি ঘটে শুক্রবার ভোর রাতে নাগরাকাটার সুলকাপাড়ার ভক্তাধূড়া গ্রামে। একের পর এক বাড়িতে হামলা চালায় দলছুট। ক্ষতিগ্রস্ত হয় ওই এলাকার মোট ৪ টি বাড়ি।

জানা গিয়েছে, এদিন ভোর রাতে ভক্তাধূড়ায় দলছুট হাতি প্রথম হামলা চালায় সেখানকার ফ্রান্সিং ভেংরা নামে এক ব্যক্তির বাড়িতে। এরপর ভেঙে দেয় বিনোদ মিঞ্জ নামে আরও এক বাসিন্দার বাড়ির দেওয়াল। এরপর চলে আসে দেবী প্রধান নামে এক মহিলার বাড়িতে। দেওয়াল ভাঙার আওয়াজ পেয়ে ঘুমিয়ে থাকা ওই ওই মহিলা চোখ মেলতেই দেখেন মূর্তিমান বিভীষিকার মতো সামনে একটি হাতি দাঁড়িয়ে আছে। ভাঙা দেওয়ালের খাঁজের ভেতর বসে পড়ে আত্মগোপন করলে তিনি প্রাণে বাঁচেন।

এরপরের ঘটনা আরও মারাত্মক। হাতিটি সেখান থেকে বেরিয়ে ঝালো ওরাওঁ নামে এক মহিলার বাড়ির দেওয়াল ভাঙা শুরু করে। ঝালোও সেসময় ঘুমিয়ে ছিলেন। ইট-সিমেন্টের চাঙর তাঁর বিছানার ওপর এসে পড়ে। তিনি ভাঙা দেওয়ালের নীচে চাপা পড়েন। পরে স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীন হাসপাতাসে নিয়ে আসে। ক্ষতিগ্রস্থ দেবী তামাং বলেন, নিমেষের মধ্যে একের পর এক বাড়িতে হামলা চালিয়ে হাতিটি গাঁ ঢাকা দেয়। এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুখে যেন কাউকে পড়তে না হয়।

অন্যদিকে ওই পঞ্চায়েতেরই অধীন সোমাপাড়া নামে আরও একটি এলাকায় জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে এসে হামলা চালায় দুটি হাতি। জোড়া হাতির হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে এলাকার ৩ টি বাড়ি। ক্ষতিগ্রস্থ একটি পরিবারের কর্ত্রী পুষ্পা বেগম বলেন, বাসন কোসন, আসবাবপত্র কোন কিছুই অক্ষত নেই। সাবাড় করে ঘরে মজুত চাল-আটাও। সব মিলিয়ে সুলকাপাড়ায় এক রাতে ৭ টি বাড়ি হাতির হামলার শিকার। একাধিক বাড়ির পরিস্থিতি এমনই যে পরিবারগুলি কোথায় থাকবেন বুঝে উঠতে পারছেন না। বন দপ্তরের খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল দে বলেন, আহত মহিলাকে বন দপ্তরের পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করা হয়। হাতির গতিবিধির প্রতি বনকর্মীরা নজর রেখে চলেছেন।

এদিকে শুক্রবার রাতে মেটেলি ব্লকের কিলকোট চা বাগানেও দলছুট হাতির হামলায় একটি রেশন দোকান ও বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে বন দপ্তর সূত্রের খবর। এই মূহুর্তে দলছুট কিংবা দু তিনটি দলের হাতিগুলিকে বাগে আনাই বন দপ্তরের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

কর্মে উত্তাপ, শীতল ঘরে মানুষ কীটের মতো

0
সঞ্জীব চট্টোপাধ্যায় বিচিত্র এই যন্ত্রসভ্যতা। একদিকে বাড়িয়ে চলেছে উত্তাপ, অন্যদিকে তৈরি করছে ঠান্ডিঘর। মানুষে মানুষে নতুন বিভেদ। শীতল ঘরে বড় মানুষ। মানুষ, কিন্তু জাত...

Covishield Vaccine | ‘কোভিশিল্ড নিরাপদ’, কী বলছে অ্যাস্ট্রাজেনেকা?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোভিশিল্ড টিকা (Covishield Vaccine) নিলে জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকতে পারে? করোনার এই টিকা প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার একটি ঘোষণাকে...

0
নিউজ

0
নিউজ

অধীর ও সেলিমের সহায় বিজেপি

0
রন্তিদেব সেনগুপ্ত রাজনীতি একটি বিচিত্র খেলা। এই খেলায় আদর্শের পাট অনেকদিন আগেই ঘুচে গিয়েছে। আদর্শের জায়গাটি দখল করেছে স্বার্থ এবং নানাবিধ হিসেবনিকেশ। হয়তো এই...

Most Popular