Wednesday, May 8, 2024
HomeTop Newsনতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কট কি বিরোধী শিবিরের 'ঐতিহাসিক' ভুল?

নতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কট কি বিরোধী শিবিরের ‘ঐতিহাসিক’ ভুল?

নয়াদিল্লি: নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করে বিবৃতি জারি করেছিল ২০টি বিরোধী রাজনৈতিক দল। রাষ্ট্রপতিকে দিয়ে নবনির্মিত সংসদ ভবনের উদ্বোধন না করানোর প্রতিবাদে সরব হয়েছিল ঐক্যবদ্ধ বিরোধী শিবির। এনিয়ে দেশ জুড়ে উঠেছে সমালোচনার ঝড়। এই পরিস্থিতিতে বিরোধীদের বড় অংশের অনুপস্থিতি কার্যত অগ্রাহ্য করেই ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তাৎপর্যপূর্ণভাবে, নিজের ভাষণে মোদি একবারের জন্যেও ‘বিরোধী’, ‘বয়কট’ বা এমন কোনও শব্দপ্রয়োগ করেননি। এরপরই বিশেষজ্ঞ মহলে প্রশ্ন উঠেছে, বিরোধীদের এই ‘গণ-বয়কট’ আদৌ কি যথোপযুক্ত পদক্ষেপ, না কি তা নিতান্তই ‘কাগুজে’ আস্ফালন? বাস্তবিক রণকৌশলের সঙ্গে যার কোনও সম্পর্কই নেই! অনেকেই এক্ষেত্রে মনে করছেন, সংসদ ভবনের উদ্বোধন বয়কট করে আসলে ভুলই করেছেন বিরোধীরা।

লোকসভা সচিবালয় সূত্রে জানা গিয়েছে, উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয় শাসক-বিরোধী উভয় রাজনৈতিক শিবিরকে। এর মধ্যে লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে বিশেষভাবে আমন্ত্রিত হন কংগ্রেসের লোকসভা দলনেতা অধীররঞ্জন চৌধুরী। বিরোধী দলনেতা হিসেবে তাঁর বক্তৃতা রাখার জন্যেও বরাদ্দ করা হয়েছিল৷ যদি বিরোধীরা সম্মিলিতভাবে সংসদ ভবন বয়কট করার সিদ্ধান্ত না নিতেন, বাকিটা কীভাবে উতরে দিতে হয়, তা হাতেনাতে দেখিয়ে দিতেন অধীর।

সংসদীয় পরিসরে সুবক্তা এবং ‘ডাকাবুকো’ সাংসদ হিসেবে পরিচিত অধীররঞ্জন চৌধুরী নি:সন্দেহে তাঁর ভাষণে ভারতের স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের ভূমিকা, নেহেরু, ইন্দিরা থেকে রাজীব, সনিয়া থেকে রাহুল গান্ধির ভূমিকার কথা বিনাবাধায় রাখতে পারতেন। এমনকি ভারত জোড়ো যাত্রা থেকে শুরু করে কুস্তিগিরদের ধর্না, সাভারকার থেকে গান্ধিজির মাহাত্ম্য -সবই তুলে ধরতে পারতেন। প্রতিবাদ বা বিক্ষোভ প্রদর্শনই যদি উদ্দেশ্য হয়, এর চেয়ে ভালো মঞ্চ পেতেন না বিরোধীরা।

বিশেষজ্ঞরা মনে করছেন, সার্বিক পরিস্থিতির নিরিখে ‘ভুল’ পদক্ষেপ নিয়েছে বিরোধী শিবির। ‘আক্রমণাত্মক’ কর্মসূচির বদলে রক্ষণাত্মক নীতি বেছে নিয়ে গোড়ায় গলদ ঘটিয়ে ফেলেছে বিরোধীরা।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

বন দপ্তরের আপত্তি, বন্যজন্তুর করিডরে রেলের বাঁধ নির্মাণ থমকে

0
বিন্নাগুড়ি: বর্ষার মরশুমে ভুটান পাহাড় সহ বানারহাট ব্লকের বিভিন্ন এলাকায় হওয়া প্রবল বৃষ্টির জেরে হাতিনালায় প্রতি বছরই প্লাবন দেখা দেয়। রেললাইনের পাশ দিয়ে প্রবাহিত...

CV Ananda Bose | পুলিশকে নয়, নাগরিকদের রাজভবনের সিসিটিভি ফুটেজ দেখাবেন রাজ্যপাল

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যপালের (Governor) বিরুদ্ধে রাজভবনেই শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন সেখানকার এক অস্থায়ী মহিলা কর্মী। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। এই...

Fire | অগ্নিকাণ্ডে ভস্মীভূত চারটি কুঁড়েঘর, ক্ষতিপূরণের আশ্বাস প্রশাসনের

0
কিশনগঞ্জঃ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল দুই ভাইয়ের চারটি কুঁড়ে ঘর। বুধবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কিশনগঞ্জের নেপাল সীমান্তের কুইয়া গ্রামে। জানা গিয়েছে, এদিন...

Dead Body Recovered | বন্ধ ঘর থেকে গৃহবধূর পচাগলা দেহ উদ্ধার

0
হরিশ্চন্দ্রপুর: বন্ধ ঘর থেকে গৃহবধূর পচাগলা দেহ উদ্ধার। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুশিদা অঞ্চলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম রেখা...

Arjun Kapoor | রাস্তায় রোল বিক্রি করছে পিতৃহারা ১০ বছরের জসপ্রীত! সাহায্যের আশ্বাস অর্জুনের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সদ্য প্রয়াত হয়েছেন বাবা। তাই সংসারের হাল ধরেছে মাত্র ১০ বছরের ছেলে। রাস্তায় রোল বিক্রি করে জসপ্রীত সিং (Jaspreet Singh)...

Most Popular