Saturday, May 4, 2024
HomeBreaking Newsআর সহ্য নয়! যৌন হেনস্তার প্রতিবাদে হরিদ্বারের গঙ্গায় পদক ভাসাতে চলেছেন কুস্তিগিররা

আর সহ্য নয়! যৌন হেনস্তার প্রতিবাদে হরিদ্বারের গঙ্গায় পদক ভাসাতে চলেছেন কুস্তিগিররা

নয়াদিল্লি: আর সহ্য নয়! এবার গঙ্গায় নিজেদের পদক বিসর্জন দিতে চলেছেন কুস্তিগিররা। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় হরিদ্বারে পদক বিসর্জন দেবেন তাঁরা। এমনটাই জানিয়েছেন সাক্ষী মালিক, বিনেশ ফোগট, বজরং পুনিয়ার মতো কুস্তিগিররা।

দীর্ঘদিন ধরে ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি এবং কেন্দ্রীয় শাসকদল বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠে আসছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। সে কারণেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন কুস্তিগিররা। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ব্রিজভূষণ।

ব্রিজভূষণকে সরানোর দাবিতে কয়েকদিন ধরে দিল্লির যন্তর মন্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন কুস্তিগিররা। তাঁকে গ্রেপ্তারের দাবিতে ধর্না দেন তাঁরা। রবিবার নতুন সংসদ ভবন উদ্বোধনের সময় তাঁরা বিক্ষোভ দেখাতে থাকলে জোর করে সাক্ষীদের আটক করা হয়।

এদিন টুইট করে অলিম্পিক্স পদকজয়ী সাক্ষীরা লেখেন, এই পদকগুলি তাঁদের প্রাণ। আজ এগুলো গঙ্গায় ফেলে দেওয়ার পর তাঁদের বেঁচে থাকার আর কোনও মানে নেই। তাই পদক ফেলে দেওয়ার পর ইন্ডিয়া গেটের সামনে তাঁরা আমরণ অনশনে বসবেন।

এই পোস্টের আগে সাক্ষী খানিকটা কটাক্ষের সুরে টুইট করে লেখেন, ‘মহেন্দ্র সিংহ ধোনি এবং চেন্নাই সুপার কিংসকে শুভেচ্ছা। দেখে ভালো লাগছে যে কোনও ক্রীড়াবিদ অন্তত সম্মান পাচ্ছে। আমরা লড়াই চালিয়ে যাচ্ছি।’

 

রবিবার দিল্লিতে বিনেশ ফোগট, বজরং পুনিয়া, সাক্ষী মালিক সহ অনেক কুস্তিগিরকে আটক করে পুলিশ। মিছিল করে নতুন সংসদ ভবনের দিকে তাঁরা ‘মহিলাদের মহাপঞ্চায়েত’ করার জন্য এগোচ্ছিলেন। সেই কারণে আটক করা হয় তাঁদের। জানা গিয়েছে, কুস্তিগিরদের কর্মসূচির অনুমোদন আগেই খারিজ করেছিল পুলিশ। তারপরও তাঁরা বিক্ষোভ দেখাতে গেলে অশান্তির সৃষ্টি হয়। রবিবার সাক্ষীদের টেনেহিঁচড়ে পুলিশ ভ্যানে তোলার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নীরজ চোপড়া, সুনীল ছেত্রীদের মতো ক্রীড়াবিদরা। প্রশাসনের ভূমিকার সমালোচনা করেছেন তাঁরা।

দিল্লির বিশেষ পুলিশ কমিশনার (আইনশৃঙ্খলা) দীপেন্দ্র পাঠক জানিয়েছেন, তাঁরা ক্রীড়াবিদদের সম্মান করেন। কিন্তু নতুন সংসদ ভবন উদ্বোধনে কোনও বিশৃঙ্খলা হতে দিতে পারেন না। এদিকে রবিবারের ঘটনার পর কুস্তিগিরদের যন্তর মন্তরে ধর্না কর্মসূচি আটকে দেয় পুলিশ।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

IPL-2024 | আইপিএলের লিগ তালিকায় প্রথম দুইয়ে রাজস্থান-কলকাতা, প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?  

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জমে উঠেছে আইপিএলের লড়াই। ইতিমধ্যে প্রতিটি দলই খেলে ফেলেছে ১০টি করে ম্যাচ। প্রতিটি দল মোট ১৪টি করে ম্যাচ খেলবে। বর্তমানে...

Abhijit Gangopadhaya | অভিজিৎ দেখে ‘চোর’ স্লোগান, প্রাক্তন বিচারপতির মনোনয়নে উত্তপ্ত তমলুক

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মনোনয়ন (Nomination) দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhaya)। শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী...
video-of-sandeshkhali

Sandeshkhali Viral Video | সন্দেশখালিকাণ্ড সম্পূর্ণ সাজানো! ‘বিজেপি নেতার’ ভিডিও ঘিরে তোলপাড়

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্দেশখালিতে (Sandeshkhali) ধর্ষণ সহ বিভিন্ন অভিযোগ সম্পূর্ণ সাজানো! গোপন ক্যামেরায় তোলা ভিডিওতে স্থানীয় এক বিজেপি (BJP) নেতাকে এমনই বলতে শোনা...

Prajwal Revanna | যৌন কেলেঙ্কারি মামলায় দেবগৌড়ার নাতির বিরুদ্ধে দ্বিতীয় লুকআউট নোটিশ জারি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যৌন কেলেঙ্কারি মামলায় আরও বিপাকে পড়লেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার পরিবার। এর আগে দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার (Prajwal Revanna) বিরুদ্ধে...

Salkumarhat | রাভাবস্তিতে ব্যতিক্রমী উদ্যোগ, এবার বনকর্মীদের নজরে পড়াশোনা

0
শালকুমারহাট: রাত সাড়ে আটটা। রাস্তার মোড়ে আড্ডায় বসে তিন-চারজন কিশোর। রাভাবস্তিতে এমন ছবি দেখে অভ্যস্ত শালকুমারহাট (Salkumarhat) বিটের বনকর্মীরা। পড়াশোনার সময় ছেলেরা হয় আড্ডা...

Most Popular