Monday, May 20, 2024
HomeExclusiveCoochbehar News | স্যানিটারি ন্যাপকিন ও ডায়পারে ছেয়ে যাচ্ছে শহর, উদ্বিগ্ন পরিবেশকর্মীরা

Coochbehar News | স্যানিটারি ন্যাপকিন ও ডায়পারে ছেয়ে যাচ্ছে শহর, উদ্বিগ্ন পরিবেশকর্মীরা

বিশ্বজিৎ সাহা, মাথাভাঙ্গা: শহরের ছবিরুন্নেসা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের সামনে শীতলকুচি রোডে রাস্তার ওপর পড়ে ছিল ব্যবহার করা স্যানিটারি ন্যাপকিন। মায়ের হাত ধরে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তৃতীয় শ্রেণির ছাত্র সোহমের নজরে আসে। ‘ওটা কী?’ মাকে জিজ্ঞেস করতেই ছেলের প্রশ্নে অপ্রস্তুত মায়ের উত্তর, ‘ওটা নোংরা জিনিস দেখতে নেই’।

সোহমের মা কাকলি রায় ছেলেকে দেখতে বারণ করলেও পুরসভার সঠিক পরিকল্পনা, উদ্যোগ এবং নাগরিক সচেতনতার অভাবে মাথাভাঙ্গার রাস্তা কিংবা নদীর ধারে এমনকি নদীতেও ডায়পার, ন্যাপকিন প্রভৃতি ছুড়ে ফেলতে দেখা যায়। এই ঘটনায় উদ্বিগ্ন পরিবেশপ্রেমী এবং সচেতন মানুষজন।  মাথাভাঙ্গা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কাকলি ঘোষ বলেন, ‘আমার ওয়ার্ডে দু’-একটি বাড়ি থেকে রাস্তায় ডায়পার ও ন্যাপকিন ফেলার অভিযোগ এসেছিল। আমি সংশ্লিষ্ট বাড়িগুলিতে গিয়ে তাদের সতর্ক করে এসেছি।’

মাথাভাঙ্গা পুরসভা নির্মল পুরসভা হিসেবে ঘোষিত হলেও নদী সংলগ্ন এলাকাগুলিতে উন্মুক্ত এলাকায় শৌচকর্ম  এখনও বন্ধ করতে পারেনি পুর কর্তৃপক্ষ। সেইসঙ্গে যত্রতত্র স্যানিটারি ন্যাপকিন ও ডায়পার ফেলার এই অভ্যাস পরিবেশ এবং জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বলে মত উদ্বিগ্ন চিকিৎসকদের।

মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের ফিজিশিয়ান ডাঃ শান্ত বর্মন জানান, ‘যেখানে-সেখানে স্যানিটারি ন্যাপকিন ও ডায়পার ফেলা উন্মুক্ত শৌচকর্মে মতোই বিপজ্জনক। এর ফলে প্রচুর পরিমাণে বায়ু দূষণের সম্ভাবনা রয়েছে।’ তিনি নাগরিকদের সচেতন করে বলেছেন, এসব বর্জ্যে প্রচুর ক্ষতিকারক ব্যাকটিরিয়া ও ভাইরাস থাকে। সেসব বাতাসে বা জলের সঙ্গে মিশে পেট খারাপ থেকে শুরু করে নিউমোনিয়া, টাইফয়েড, কৃমি, মেনিনজাইটিস এমনকি টিবির মতো রোগও হতে পারে।

হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ব্যবহার্য ডায়পার ও ন্যাপকিন প্রতিনিয়ত গ্রিনজেন নামক একটি সংস্থায় যায়। তবে শহরবাসীর সচেতনতার অভাবে যত্রতত্র ডায়পার ও ন্যাপকিন পড়ে থাকতে দেখা যাচ্ছে। পুরসভা এলাকার বাসিন্দাদের এসব বিষয় নিয়ে সচেতন করার দায়িত্ব বর্তায় নির্মল সাথীদের উপর। এক্ষেত্রে তাঁরা দায়িত্ব সঠিকভাবে পালন করছে কি না, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে।

মাথাভাঙ্গা পুরসভার স্যানিটারি ইনস্পেকটর পঙ্কজ রায়ের আশ্বাস, ‘১২ ওয়ার্ডবিশিষ্ট মাথাভাঙ্গায় নির্মল সাথীর ৯ জন সদস্য রয়েছেন। তাঁদের নিয়ে বৈঠক করে জনগণকে কীভাবে সচেতন করা যায় শীঘ্রই তার একটি রূপরেখা তৈরি হবে।’

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Iran President’s chopper Crash | ইরানের প্রেসিডেন্টের ভেঙে পড়া চপারের খোঁজ মিলল, কেউ বেঁচে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ভেঙে পড়া চপারের (Iran President's chopper Crash) সন্ধান মিলল। তবে ইরানের সংবাদমাধ্যম সূত্রে খবর, এখনও জীবিত...

Money seized | খড়গপুরে হোটেলে হানা পুলিশের, বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার ৩৫ লক্ষ...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ লোকসভা ভোটের মাঝে ফের উদ্ধার লক্ষ লক্ষ টাকা। এবার উদ্ধার হল ৩৫ লক্ষ টাকা! ওই বিজেপি নেতার নাম সমিত মণ্ডল...
weather-update-west bengal

West bengal weather update | উত্তরে প্রাক বর্ষার বৃষ্টি, দক্ষিণবঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পঞ্চম দফার ভোট শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। ভোটের বাংলা দুর্যোগের পূর্বাভাস (West bengal weather update) দিল আবহাওয়া দপ্তর। সোমবার রাজ্যজুড়ে বৃষ্টির...

5th phase election | বিক্ষিপ্ত অশান্তি, বাংলায় ৭ কেন্দ্রে চলছে ভোট  

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সোমবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। দেশ জুড়ে ৬টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে...

Lok Sabha Election 2024 | আজ সারা দেশে পঞ্চম দফার ভোট, রাজ্যের কোন কোন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ দেশের ছ’টি রাজ্য ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৪৯ আসনে ভোটগ্রহণ। তার মধ্যে পশ্চিমবঙ্গের ৭টি লোকভা আসন রয়েছে। এগুলি...

Most Popular