Monday, June 10, 2024
HomeBreaking NewsKalinga Supar Cup Final 2024 | কলিঙ্গ জয় ইস্টবেঙ্গলের, ৩-২ গোলে ওডিশাকে...

Kalinga Supar Cup Final 2024 | কলিঙ্গ জয় ইস্টবেঙ্গলের, ৩-২ গোলে ওডিশাকে হারিয়ে ট্রফি ঘরে তুলল  লালহলুদ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ (Kalinga Supar Cup Final 2024) মরশুমের শুরুতে ডুরান্ড কাপের (Durand Cup Final)ফাইনালে উঠেও হারতে হয়েছে চিরপ্রতিদ্বন্দী মোহনবাগান (Mohunbagan) সুপার জায়ান্টের কাছে। এবার ফের ট্রফি জেতার সুযোগ এসেছে ইস্টবেঙ্গলের (East Bengal) কাছে। ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাতও শিরোপা জেতার এই সুযোগটা আর হাতছাড়া করতে চান না। রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ সুপার কাপের ফাইনালে ওডিশা এফসি-র বিরুদ্ধে জিতে সেই আক্ষেপ পূরণ করতে মরিয়া ইস্টবেঙ্গল। ফাইনালে ৩-২ গোলে ওডিশাকে হারিয়ে কলিঙ্গ সুপার কাপ ঘরে তুলল ইস্টবেঙ্গল।

শেষ ১২ বছর সর্বভারতীয় পর্যায়ে কোনও ট্রফি জেতেনি ইস্টবেঙ্গল। কলিঙ্গ সুপার কাপে সেই লজ্জা মুছে ফেলতে মরিয়া লাল হলুদ। রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ সুপার কাপের ফাইনালে ওডিশা এফসি-র বিরুদ্ধে মাঠে নামে ইস্টবেঙ্গল। প্রথম থেকেই আক্রমন প্রতিআক্রমণে জমে ওঠে কলিঙ্গ সুপার কাপের ফাইনাল। খেলার ৩৯ মিনিটে ইস্টবেঙ্গলের জালে বল জড়িয়ে দেয় ওডিশা এফসি। ফ্রি-কিক থেকে আহমেদ জহৌয়ের থেকে বল পেয়ে গোল করেন কৃষ্ণ। ১-০ গোলে এগিয়ে যায় ওডিশা এফসি।

এক গোলে পিছিয়ে থেকে বিরতির পর মাঠে আক্রমনাত্বক ফুটবলে খেলতে শুরু করে ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাতের ব্রিগেড।  দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া পরিবর্তন করে ইস্টবেঙ্গল। সিভেরিও এবং মান্দারের পরিবর্তে নামানো হল মহেশ এবং লালচুংনুঙ্গাকে। পরিবর্তন আনতেই বেড়ে যায় ইস্টবেঙ্গলের আক্রমণের গতি। ৫২ মিনিটে সমতা ফেরাল ইস্টবেঙ্গল। দুরন্ত গোল করলেন নন্দকুমার। মহেশ উইথ দ্য বল দারুণ দৌড়ে এসে মাপা শটে বল বাড়ান নন্দকে। নন্দ বল পেয়ে একক দক্ষতায় ওডিশার ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন তিনি। নিঃসন্দেহে দুরন্ত গোল।

৬০ মিনিটের মাথায় ইস্টবেঙ্গল পেনাল্টি পেলেও তা নাকচ করে দেন রেফারি। বক্সের ভিতরে নন্দকুমারকে ফাউল করেছিলেন ওডিশার দেলগাডো। তার পরও রেফারি ভেঙ্কটেশ পেনাল্টি না দেওয়ায় মাঠে উত্তেজনা দেখা যায়। পরের মিনিটেই ইস্টবেঙ্গলের বোরহাকে ফাউল করা হলে, পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। ৬২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে ২-১ এগিয়ে দিলেন ক্রেসপো। খেলার ৬৯ মিনিটে লাল কার্ড দেখেন মোর্তাদা ফল।

৭৪ মিনিটের মাথায় নন্দকুমারকে তুলে নিয়ে বিষ্ণুকে নামালেন ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত। ৮৬ মিনিটে বিষ্ণুকে তুলে নিয়ে পরিবর্তে সায়ন বন্দ্যোপাধ্যায়কে নামায় লালহলুদ। খেলায় ইনজুরি টাইম দেওয়া হয় অতিরিক্ত ৭ মিনিট। আর এই অতিরিক্ত সময়েই খেলায় সমতা ফেরায় ওডিশা। মরিসিওকে বক্সের ভিতরে ফাউল করায় পেনাল্টি পায় ওডিশা। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি জহৌ। তাঁর জোরালো শট জালে জড়িয়ে ২-২ করে ফেলল ওডিশা। ৯৭ মিনিটে বড় ধাক্কা খেল লাল-হলুদ। শৌভিক চক্রবর্তী ভালো খেলছিলেন। কিন্তু তিনি দ্বিতীয় হলুদকার্ড দেখেন। এবং তাঁকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়। ১০ জন হয়ে গেল ইস্টবেঙ্গলও। প্রসঙ্গত আগেই ১০ জন হয়ে গিয়েছিল ওড়িশা।

১১১ মিনিটে ফের ওডিশার জালে বল জড়িয়ে দেয় ইস্টবেঙ্গল। অনবদ্য গোল করলেন ক্লেটন সিলভা। এদিকে গোলের পর জার্সি খুলে সেলিব্রেশন করে হলুদকার্ড দেখলেন ক্লেটন। ৩-২ গোলে ওডিশা এফসিকে হারিয়ে কলিঙ্গ সুপার কাপ জয় করল লালহলুদ ব্রিগেড।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Jalpaiguri | পাওয়ার লিফটিংয়ে নিজের গড়া রেকর্ড ভাঙল জলপাইগুড়ির মধুরা 

0
অনসূয়া চৌধুরী, জলপাইগুড়ি: নিজের গড়া আগের রেকর্ড ভেঙে জলপাইগুড়ির (Jalpaiguri) ভূমিকন্যা মধুরা কর পাওয়ার লিফটিংয়ে নতুন রেকর্ড গড়ল। ১৩তম ন্যাশনাল সাব-জুনিয়ার, জুনিয়ার ক্লাসিক পাওয়ার...

Samuktala | বৃক্ষরোপণ করে সবুজ বাঁচানোর লড়াই, পরিবেশ রক্ষায় উদ্যোগী শামুকতলার তরুণরা

0
শামুকতলা: কয়েকদিন আগে দেশে ভোটপর্ব মিটল। গদি দখলের লড়াইয়ে দেশের অধিকাংশ রাজনৈতিক দল পরিবেশের কথা বেমালুম ভুলে থাকল। কোনও রাজনৈতিক দলের ভোটের ইস্তাহারে এবার...

Train service | শিয়ালদা স্টেশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণের জের, একাধিক দূরপাল্লার ট্রেন দেরিতে, ভোগান্তি যাত্রীদের

0
সানি সরকার, শিলিগুড়ি: পদাতিক এক্সপ্রেস যখন নিউ জলপাইগুড়ি জংশনে পৌঁছোল, তখন সূর্য মধ্যগগনে। পাঁচ ঘণ্টারও বেশি দেরি। প্রায় সাড়ে তিন ঘণ্টা দেরিতে পৌঁছেছে দার্জিলিং...

Landslide | পাহাড়ের ওপর থেকে হুড়মুড় করে নেমে এল পাথরের চাঁই, চাপা পড়ে দক্ষিণ...

0
শিলিগুড়ি: বর্ষণ শুরু হতেই ধস শুরু সিকিমে। মৃত্যুর ঘটনাও ঘটল। সোমবার ভোরে এমনই এক ধসের ঘটনা ঘটেছে দক্ষিণ সিকিমের ইয়ানগাংয়ের মাজুয়া বস্তিতে। ধসে চাপা...

Oath Ceremony | মোদি-মুইজ্জুর একান্ত বার্তালাপ! কোন নতুন সমীকরণের পথে ভারত ও মালদ্বীপ?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপ্রধানদের জন্য ‘নয়া বার্তা’ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Narendra Modi)। নমো জানালেন ‘প্রতিবেশীরাই অগ্রাধিকার পাবে’। রবিবার শপথগ্রহণ অনুষ্ঠান (Oath Ceremony)...

Most Popular