Tuesday, May 7, 2024
Homeআন্তর্জাতিকIsrael-Hamas War | চিকিৎসক-কর্মীদের ছদ্মবেশে গাজার হাসপাতালে ইজরায়েল সেনার হামলা! মৃত তিন...

Israel-Hamas War | চিকিৎসক-কর্মীদের ছদ্মবেশে গাজার হাসপাতালে ইজরায়েল সেনার হামলা! মৃত তিন হামাস জঙ্গি

হামলাকারীরা প্রত্যেকেই ডাক্তারের কোট (Doctor’s Coat) ও হাসপাতাল কর্মীদের (Staff) পোশাক পরে ছিল। অন্য আরেকটি ভিডিওতে আইডিএফ কমান্ডোদের এক ব্যক্তিকে ব্যক্তিকে থাপ্পড় দিতে দেখা যায়।

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গাজায় (Gaza) ইজরায়েল-হামাস সংঘর্ষ (Israel-Hamas War) অব্যাহত। তবে, এবার আক্রমণের ক্ষেত্রে নতুন পন্থা অবলম্বন করল ইজরায়েলি সেনা। চিকিৎসকের ছদ্মবেশে গাজার পশ্চিম তীরের একটি হাসপাতালে হামলা চালাল তাঁরা। এই ঘটনায় তিন হামাস (Hamas) জঙ্গির মৃত্যু হয়েছে বলে ইজরায়েলি সেনার সূত্রের খবর।

জানা গেছে, মঙ্গলবার পশ্চিম তীরের জেনিন (Jenin) শহরের ইবনে সিনা (Ibn Sina) হাসপাতালে এই ঘটনা ঘটে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ডাক্তার, নার্স ও হিজাব পরা মহিলাদের ছদ্মবেশে বেশ কিছু সশস্ত্র আইডিএফ (IDF) কমান্ডো হাসপাতালে প্রবেশ করে। এরপর সেখানে তিনজন ব্যক্তিকে লক্ষ্য করে তাঁরা আক্রমণ শানায়। তাঁদের দাবি, ওই তিনজনই ছিল হামাস জঙ্গি। হামলাকারীরা প্রত্যেকেই ডাক্তারের কোট (Doctor’s Coat) ও হাসপাতাল কর্মীদের (Staff) পোশাক পরে ছিল। অন্য আরেকটি ভিডিওতে আইডিএফ কমান্ডোদের এক ব্যক্তিকে ব্যক্তিকে থাপ্পড় দিতে দেখা যায়।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পরই, ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায় যে, ‘হামাস যোদ্ধা মহম্মদ জালামনেহ কে হত্যা করতেই এই হামলা চালানো হয়। সম্প্রতি সে সন্ত্রাসবাদী কার্যকলাপে যোগ দিয়ে জেনিনের ইবনে সিনা হাসপাতালে লুকিয়ে ছিল।’

ইজরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী (National Security Minister) ইতামার বেন জিভির (Itamar Ben Gvir) এই গোপন অভিযানের প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়ায় হামলার সিসিটিভি ফুটেজ শেয়ার করে এই অপারেশনকে ‘বীরত্বপূর্ণ’ (Heroic) বলে ইজরায়েলি সেনাদের প্রশংসা করেছেন। তিনি বলেন, “ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীকে (Israel-Defence Forces) তাঁদের বীরত্বপূর্ণ কার্যকলাপের জন্য আমি অভিনন্দন জানাই। তিন সন্ত্রাসীকে আমরা নির্মূল করতে পেরেছি। আমাদের সমস্ত শত্রুকে জানতে দিন যে আমাদের বাহিনী সর্বত্র কাজ করবে এবং সব উপায়ে ইজরায়েলের নাগরিকদের রক্ষা করবে।”

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইজ়রায়েলের ওপর হামলা চালায় হামাস গোষ্ঠী। একশোরও বেশি ইজরায়েলের বাসিন্দাদের পণবন্দি হিসাবে গাজ়ায় নিয়ে গিয়েছিল তারা। পরে অনেককে মুক্তি দিলেও এখনও বন্দি আছেন প্রচুর মানুষ।

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Leopard caught in tea garden | খাঁচাবন্দি হল চিতাবাঘ, হাঁফ ছেড়ে বাঁচলেন চিনচুলা চা...

0
কালচিনি: কয়েকদিন চিতাবাঘের আতঙ্কে দিন কাটছিল কালচিনি ব্লকের চিনচুলা চা বাগানের বাসিন্দাদের। অবশেষে মঙ্গলবার সকালে খাঁচাবন্দি হল চিতাবাঘ। চিতাবাঘ খাঁচাবন্দি হতেই হাফ ছেড়ে বেঁচেছেন...

Leopard Cub | চা বাগানের নালায় চিতাবাঘের শাবক, দেখতে ভিড় জনতার

0
মেটেলি: সাতসকালে চিতাবাঘের শাবককে (Leopard cub) কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মেটেলি ব্লকের আইভিল চা বাগানে। মঙ্গলবার সকালে কাজ করার সময় শ্রমিকরা বাগানের ১৫ বি...

Lok sabha election 2024 | উন্নয়নের দাবিকে সামনে রেখে ভোট দিলেন হামিদপুর চরের বাসিন্দারা

0
মোথাবাড়ি: উন্নয়নের দাবিকে সামনে রেখে ভোট দিলেন মোথাবাড়ির হামিদপুর চরের বাসিন্দারা। চরের কেকেজেএম প্রাথমিক বিদ্যালয়ের ১৫১ নম্বর বুথে মঙ্গলবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।...

পূর্ণবয়স্ক হরিণের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

0
শামুকতলা: একটি পূর্ণবয়স্ক হরিণের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। সোমবার কুমারগ্রাম ব্লকের নারারথলি বিট অফিস সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা...

তিনিই শেষে আজও মিলিয়ে দিয়ে যান

0
সুমনা ঘোষদস্তিদার বাজারে ঢোকার মুখে তার গা-ঘেঁষে গিয়েছে সরু ঘিঞ্জি গলি। গলিতে ঢুকতেই সার সার দোকান। দোকান পেরিয়ে অনেক ছোট ছোট ঘর। এখানে কারও ভোর...

Most Popular