Friday, June 7, 2024
HomeExclusiveCoochbehar News | বকেয়া বিল, অন্ধকারে দিন কাটছে নিশ্চয়যান মালিকের

Coochbehar News | বকেয়া বিল, অন্ধকারে দিন কাটছে নিশ্চয়যান মালিকের

সজল দে,  মেখলিগঞ্জ: নিশ্চয়যানের বকেয়া বিলের বিষয় নতুন নয়। তবে এই বিল না মেটানোর কারণে চরম সমস্যায় পড়েছেন মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের নিশ্চয়যান মালিক পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সজল চক্রবর্তী। একদিকে বিল পাচ্ছেন না, অন্যদিকে শারীরিক অসুস্থতায় অসহায় অবস্থা নিশ্চয়যান মালিক সজল চক্রবর্তীর।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, টাকার অভাবে বিদ্যুৎ বিল মেটাতে পারেননি তিনি।  গত রবিবার তাঁর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ দপ্তর। তাই বর্তমানে অন্ধকারকে সঙ্গী করে স্ত্রী ও মেয়েদের নিয়ে দিন কাটছে তাঁর। বাড়িতে বিদ্যুৎ না থাকায় তাঁর দুই মেয়ে সপ্তম শ্রেণির পড়ুয়া কৃতিজা চক্রবর্তী এবং প্রথম শ্রেণির পড়ুয়া কৃত্তিকা চক্রবর্তী অন্যের বাড়িতে গিয়ে পড়াশোনা করছে।

মঙ্গলবার অন্ধকার ঘরে শুয়ে সজল জানান, তাঁর আগের বকেয়া প্রায় ছয় লক্ষ টাকা। এই টাকার জন্য তিনি দিনের পর দিন অসুস্থ অবস্থায় হাসপাতালে ঘুরেও টাকা পাচ্ছেন না। তাঁর সংযোজন, লিভারের পাশাপাশি পায়ের সমস্যাতেও ভুগছেন। শারীরিক অসুস্থতার জন্য ঘনঘন হায়দরাবাদে যেতে হয়। চিকিৎসার খরচ মেটাতে অনেক ধারদেনা করে চলছেন। শারীরিক অসুস্থতার জন্য গত দুই মাস ধরে তিনি নিশ্চয়যানটি চালাতে না পেরে বাড়িতে ফেলে রেখেছেন।

তাঁর বক্তব্য, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, এরপর হয়তো তাঁদের না খেয়েই দিন কাটাতে হবে। অন্য নিশ্চয়যান মালিকদেরও বকেয়া আছে তা তিনি জানেন। কিন্তু আগে তিনিও বকেয়া নিয়ে সমস্যায় পড়েননি। কিন্তু বর্তমান পরিস্থিতি আর শারীরিক অসুস্থতায় তাঁর দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। তাঁর বিষয়টি মানবিক দিক থেকে দেখার আবেদন জানান তিনি।

এনিয়ে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল সুপার ডাঃ তাপসকুমার দাসের মন্তব্য, সজলের অসুস্থতার কথা তিনি জানেন। তাই বকেয়া শোধের সময় সজলকেই বেশি পরিশোধ করা হয়। কিন্তু বেশ কিছু বিল তিনি সাবমিট না করায় কিছু সমস্যা হচ্ছে। সজলের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার খবর পেয়েই তিনি বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু রাখার বিষয়ে উদ্যোগী হয়ে সেই সমস্যা মেটানোর আশ্বাস দেন।

এদিকে সুপার বিল সাবমিট নিয়ে যা বলেছেন তাঁর প্রত্যুত্তরে সজল জানান, নিয়মিত অ্যাকাউন্ট্যান্ট আসেন না। তিনি বেশ কয়েকদিন হাসপাতালে গিয়েও তাঁর দেখা পাননি।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Abhishek Banerjee | উদ্ধবের বাসভবনে ৩ ঘন্টা বৈঠক অভিষেকের, কথা ‘ইন্ডিয়া’ জোট নিয়ে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গতকাল দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকের পর আলাদা ভাবে একাধিক জোট শরিকের সঙ্গে বৈঠক করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।...

Aam admi party | ইন্ডিয়া জোটে বড় ধাক্কা! দিল্লিতে ‘হাত’ ছাড়ার সিদ্ধান্ত আম আদমি...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটপর্ব সদ্য মিটেছে। এখনও সরকার গঠন হয়নি। কিন্তু তার মধ্যেই ভাঙনের সুর ইন্ডিয়া জোটে।  দিল্লিতে এবার একলা চলার কথা ঘোষণা...

Sunil Chhetri | দেশের হয়ে শেষ ম্যাচ খেললেন সুনীল, কুয়েতের বিরুদ্ধে ড্র করে চাপে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জীবনের শেষ ম্যাচের ফল খুব একটা গৌরবজনক হলনা সুনীল ছেত্রীর (Sunil Chhetri) পক্ষে। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে বৃহস্পতিবার যুবভারতী স্টেডিয়ামে...

Chopra | ভোট মিটতেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত চোপড়া, দু’পক্ষের জখম ৭

0
চোপড়া: ভোট মিটতেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে (TMC-BJP Clash) জখম হলেন উভয়পক্ষের ৭ জন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে চোপড়া থানার (Chopra) সোনাপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গিবাড়ি এলাকায়। আহতদের...

Malda | বাল্যবিবাহের বলি! মালদায় গর্ভস্থ সন্তান সহ মৃত্যু তরুণীর

0
মালদা: প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই গর্ভবতী হয়ে পড়েছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তরুণী। তড়িঘড়ি চিকিৎসকের কাছে নিয়ে গিয়েও শেষরক্ষা হল না। গর্ভস্থ সন্তান সহ...

Most Popular